0112241733051495bdplus24.png
Loading...

সাকিব এবার বোলিং অ্যাকশনের পরীক্ষাও দিলেন


  • 0112241733050992facebook.png
  • 0112241733051074icon-linkedin.png
  • 0112241733051118icon-twitter.png
  • 0312241733211435icon-instagram.png
  • 0312241733211479icon-youtube.png

দেশের ক্রিকেটের সবচেয়ে বড় তারকা তিনি। বল-ব্যাট হাতে তাঁর ব্যক্তিগত অর্জন সমৃদ্ধ করেছে বাংলাদেশের ক্রিকেটকেও। সাকিব আল হাসান হয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার। মুদ্রার উল্টো দিকও আছে। নিষিদ্ধ–কাণ্ডে জড়িয়ে সাকিব আইসিসির বহিষ্কারাদেশ কাটিয়েছেন এক বছর। আওয়ামী লীগের টিকিটে সংসদ সদস্য হয়ে বিতর্কিত হয়েছেন। তাঁর বিরুদ্ধে আছে শেয়ারবাজারে নয়ছয়ের অভিযোগও। আওয়ামী লীগ সরকার পতনের পর নাম জড়িয়েছে হত্যা মামলায়। এত ইতিবাচক আর নেতিবাচক অভিজ্ঞার পরও একটা বিষয় সাকিবের ছিল অজানা। কাল সেটাও হয়ে গেছে ইংল্যান্ডের বার্মিংহামের অদূরের লাফবরো ইউনিভার্সিটির মেডিকেল বিভাগে। সাকিবের কাছের একটি সূত্র প্রথম আলোকে জানিয়েছে, সেখানকার বিশেষজ্ঞদের সামনে কাল বোলিং অ্যাকশনের পরীক্ষা দিয়েছেন তিনি। পরীক্ষায় মোট চার ওভার বোলিং করা সাকিব আশাবাদী, তাঁর বোলিং অ্যাকশনে কোনো ত্রুটি ধরা পড়বে না। সাকিবের বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন ওঠে কাউন্টির চ্যাম্পিয়নশিপের ডিভিশন ওয়ান-এর একটি ম্যাচে। গত সেপ্টেম্বরে এই টুর্নামেন্টে সমারসেটের বিপক্ষে সেই ম্যাচটি খেলেন সাকিব। ইংল্যান্ডের হয়ে খেলার জন্য ওই সময় সারের ৮ জন ক্রিকেটার ছিলেন না। সে কারণেই মাত্র ১ ম্যাচের জন্য সারে সাকিবকে দলে নিয়েছিল। ২০১১-১২ মৌসুমের পর কাউন্টিতে সাকিবের প্রথম ম্যাচ ছিল সেটি। সারের ১১১ রানে হেরে যাওয়া টন্টনের সেই ম্যাচে দুই ইনিংসে ৬৩ ওভার বোলিং করে ৯ উইকেট নেন সাকিব। ওই ম্যাচের প্রায় দুই মাস পর গত মাসের শুরুতে জানা যায়, ওই সময়ে সাকিবের বোলিং অ্যাকশনে সন্দেহ প্রকাশ করেছেন ম্যাচের দুই আম্পায়ার। ২০০৬ সাল থেকে শুরু করে ৪৪৭টি আন্তর্জাতিক ম্যাচের ক্যারিয়ারে মোট ৭১২ উইকেট সাকিবের। কিন্তু ঘরোয়া বা আন্তর্জাতিক কোনো ক্রিকেটেই এর আগে তাঁর বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন ওঠেনি। কাউন্টিতে সে প্রশ্ন ওঠার পর ধারণা করা হচ্ছিল, আঙুলের পুরোনো চোটের কারণেই সাকিবের কোনো ডেলিভারির অ্যাকশনে গড়বড় হয়ে থাকতে পারে। সাকিবকে অবশ্য তখনই খেলা থেকে নিষিদ্ধ বা কোনো ধরনের শাস্তি দেওয়া হয়নি। তবে ইসিবির অধীন যেকোনো ম্যাচ খেলতে হলে তাঁকে বোলিং অ্যাকশনের ছাড়পত্র নিয়েই খেলতে হবে। সে কারণেই ইসিবি অনুমোদিত লাফবরো ইউনিভার্সিটিতে বোলিং অ্যাকশনের পরীক্ষা দিলেন সাকিব। সূত্র জানিয়েছে, অ্যাকশনের পরীক্ষায় সাকিব প্রথমে ৩ ওভার একটু জোরের ওপর বোলিং করেন। পরে গতি কমিয়ে বোলিং করেন আরও ১ ওভার। আগামী ৭ দিনের মধ্যে বোলিং অ্যাকশনের পরীক্ষার ফল পেয়ে যাওয়ার কথা সাকিবের। ইংল্যান্ড থেকে আজ যুক্তরাষ্ট্রের বিমান ধরবেন তিনি।



Leave a comment


Please note, comments must be approved before they are published

View all comments