0201251735807594appweb-logo.png
Loading...

বলিউড


এ বছর রোজার ঈদে বলিউড ভাইজান সালমান খানের বহুল প্রতীক্ষিত ছবি ‘সিকান্দার’ মুক্তি পাবে।

ঈদে সালমানের ছবি মানেই দর্শক-ভক্তদের মাঝে এক আলাদা উন্মাদনা। এরইমধ্যে সে উন্মাদনার ঝড় বইতে শুরু করেছে। নেট-দুনিয়ায় ‘সিকান্দার’কে নিয়ে নানা খবর এখন উড়ে বেড়াচ্ছে। সর্বশেষ খবরটি হলো, মুক্তির আগেই এআর মুরুগাদস পরিচালিত এই সিনেমাটি ইতোমধ্যেই ১৬৫ কোটি টাকা আয় করেছে। 

যদিও নির্মাতাদের পাশাপাশি বিশেষজ্ঞরাও মনে করছেন যে ‘সিকান্দার’ প্রথম দিন থেকেই আয় করতে চলেছে। এর মধ্যে ‘সিকান্দার’ ছবির জন্য সালমান, রাশমিকা মান্দানা, কাজল আগারওয়াল, শারমান যোশী, প্রতীক বব্বররা কত পারিশ্রমিক নিয়েছেন, তা-ও ফাঁস হয়েছে।

ছবিতে সালমানের সঙ্গে আছেন ভারতের ‘জাতীয় ক্রাশ’ রাশমিকা মান্দানা, আর তাই সিনেমাপ্রেমীরা নতুন এই জুটিকে দেখার জন্য অধীর আগ্রহে আছেন। ইতিমধ্যে ‘সিকান্দার’ ছবির একটি রোমান্টিক গান মুক্তি পেয়েছে।

এই গানে সালমান আর রাশমিকার রসায়ন সাড়া ফেলেছে সিনেমাপ্রেমীদের মধ্যে। পিঙ্কভিলার একটি প্রতিবেদন অনুসারে, প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালা ‘সিকান্দার’-এর ডিজিটাল রাইটস (ওটিটি রিলিজ), স্যাটেলাইট রাইটস (টিভি প্রিমিয়ার) এবং গানের রাইটসের জন্য প্রায় ১৬৫ কোটি টাকার একটি চুক্তি করেছেন। ‘সিকান্দার’-এর স্ট্রিমিং রাইটসের জন্য নেটফ্লিক্স ৮৫ কোটি দিয়েছে। তবে ভাইজানের ছবিটি বক্স অফিস থেকে যদি ৩৫০ কোটি আয় করে, তাহলে নেটফ্লিক্স ওটিটি রাইটসের দর বাড়িয়ে ১০০ কোটি করবে।

এআর মুরুগাদস পরিচালিত এই ছবির স্যাটেলাইট রাইটস জি নিয়েছে। জি-কে ৫০ কোটির বিনিময়ে স্যাটেলাইট রাইটস বিক্রি করা হয়েছে। জি মিউজিক ৩০ কোটির বিনিময়ে মিউজিক্যাল রাইটস নিয়েছে।

এভাবেই সালমানের ছবি মুক্তির আগেই ১৬৫ কোটি আয় করে ফেলেছে। এই ছবির উৎপাদন খরচ ১৮০ কোটি। তাহলে দেখা যাচ্ছে, ‘সিকান্দার’ ৮০ শতাংশের বেশি আয় করে ফেলেছে। আর এই ছবির সার্বিক বাজেট ৪০০ কোটি। ‘সিকান্দার’ তাহলে মোট বাজেটের ৪০ শতাংশের বেশি অংশ উশুল করে ফেলেছে।

এবার আসা যাক পারিশ্রমিকের প্রসঙ্গে। সালমানকে ‘সিকান্দার’ ছবিতে দ্বৈত চরিত্রে দেখা যাবে। এই ছবির জন্য তিনি ১২০ কোটি নিয়েছেন বলে শোনা যাচ্ছে। তবে এ বিষয়ে এখনো ধোঁয়াশা আছে। কারণ, বড় তারকারা সাধারণত ছবির মুনাফা থেকে এক বড়সড় অংশ নেন। ‘সিকান্দার’ ছবির মূল নায়িকা রাশমিকা মান্দানার পারিশ্রমিকের অঙ্ক ৫ কোটি রুপি। এই ছবির আর এক নায়িকা কাজল আগারওয়াল ৩ কোটি নিয়েছেন। ‘সিকান্দার’ ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে অভিনেতা শারমান যোশীকে। তিনি এই ছবিতে অভিনয়ের জন্য নিয়েছেন ৭৫ লাখ।

এ আর মুরুগাদস পরিচালিত এই ছবির অপর অভিনেতা প্রতীক বব্বরের পারিশ্রমিকের অঙ্ক হলো ৬০ লাখ। আর ‘সিকান্দার’ ছবির জন্য অভিনেতা সত্যরাজ দর হেঁকেছেন ৫০ লাখ। আগামী ২৮ মার্চ বড় পর্দায় মুক্তি পাবে ‘সিকান্দার’।


বলিউড অভিনেতা সালমান খানকে নিয়ে ভক্তদের আগ্রহের শেষ নেই। অভিনেতাও ভক্তদের বিভিন্ন চমক দেন।

এবার রোজা শুরুর আগেই ভক্তদের চমক দিলেন সালমান খান। চলতি বছর ‘সিকান্দার’ সিনেমা নিয়ে ব্যস্ত ছিলেন সালমান। সিনেমাটির টিজার প্রকাশ পেয়েছে বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি), সেই সঙ্গে জানা গেল সিনেমাটি মুক্তির তারিখ।  

বলিউড হাঙ্গামা থেকে জানা গেছে, মুরুগাদোস পরিচালিত ‘সিকান্দার’ সিনেমাটি রোজার ঈদে মুক্তি পেতে যাচ্ছে।। সিনেমাটির মাধ্যমে প্রথমবারের মত সালমানের বিপরীতে দেখা যাবে রাশমিকা মান্দানাকে। সেই সঙ্গে থাকবে প্রতীক বারবার এবং সত্যরাজ।

সিনেমাটির মাধ্যমে প্রথমবারের মত সালমানের বিপরীতে দেখা যাবে রাশমিকা মান্দানাকে। সালমান খান সামাজিক যোগাযোগমাধ্যমে সিনেমার টিজার শেয়ার করেছেন। এক মিনিট ২১ সেকেন্ডের টিজারে সালমানের গল্প বলা হয়েছে। তাকে অ্যাকশন অবতারে দেখা গেছে। যদিও টিজারে সিনেমাটির গল্প এবং এর প্লট সম্পর্কে এখনও খুব বেশি কিছু প্রকাশ করা হয়নি, তবে ভক্তদের জন্য এটাই যথেষ্ট যে সালমান খানকে আবারও দাবাং স্টাইলে বড় পর্দায় দেখা যাবে। এছাড়াও সিনেমায় সব চরিত্রদের দেখা মিলেছে। সিনেমাটির টিজার প্রকাশের পর থেকেই প্রশংসা পাচ্ছে ভক্তদের। সালমানের চিরচেনা অ্যাকশন অবতার দেখে মুগ্ধ ভক্তরা। 

চলতি মাসের শুরুতে ‘সিকান্দর’ সিনেমার নতুন পোস্টার প্রকাশ পেয়েছিল।  সিনেমাটির পোস্টারটি সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছিল। পোস্টারে সালমানের লুক প্রশংসা পেয়েছিল। এবার দেখার পালা সিনেমাটির ট্রেলারে কি চমক থাকে। 


বলিউড বাদশা শাহরুখ খানের বাংলো মান্নাত মুম্বাইয়ে পর্যটকদের অন্যতম আকর্ষণে পরিণত হয়েছে।

বান্দ্রা এলাকার এই বাংলোটির বাইরে প্রতিদিন শত শত শাহরুখ-ভক্ত ভিড় করে। ২৫ বছরেরও বেশি সময় ধরে অভিনেতা এবং তার পরিবার এই বাড়িতে থাকেন।এবার জানা গেল, চলতি বছরের শেষ দিকে তারা এই বাংলো ছেড়ে একটি অ্যাপার্টমেন্ট থাকতে যাবেন! শুনতে খুব অবাক লাগলেও এটাই সত্যি।

এ বিষয়ে আরও জানা গেছে,তাদের বাংলোটিতে বেশ কিছু সংস্কারের কাজ হবে, আর তাই খান পরিবারকে কিছুদিন অন্য জায়গায় থাকতে হবে।

বলিউড ভিত্তিক সংবাদমাধ্যম অনুসারে, মান্নাত বেশ কিছুটা বড় করা হবে, আরও বেশ কয়েকটি ফ্লোর যোগ হবে। এর জন্য শাহরুখকে আদালতের থেকে অনুমতিও নিতে হয়েছিল। ইতোমধ্যেই কিছুটা কাজ শুরুও হয়ে গেছে। কিন্তু এরপর আরও ভারী কাজ হওয়ার কারণে পরিবারের সবাইকে নিয়ে শাহরুখের পক্ষে সেখানে থাকা সম্ভব হবে না। তাই তারা সেই সময়টুকুর জন্য অন্য জায়গায় থাকবেন।

শাহরুখ খানের নতুন ঠিকানা কোথায় হচ্ছে? এ বিষয়ে জানা গেছে, শাহরুখ খান, স্ত্রী গৌরী এবং সন্তান অর্থাৎ আরিয়ান, সুহানা এবং আব্রামকে নিয়ে বান্দ্রার পালি হিল এলাকায় একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্টের চার তলায় থাকবেন।


দীর্ঘ ৩৭ বছরের দাম্পত্য বলিউড অভিনেতা গোবিন্দ ও তার স্ত্রী সুনীতা আহুজার। বলিউডের সুখী দম্পতি হিসেবে পরিচিত তারা। তবে এবার সেই সুখের সংসারে অসুখ বাসা বেঁধেছে।সম্প্রতি তা ফাঁস করেছেন অভিনেতা গোবিন্দর স্ত্রী সুনীতা। পরকীয়ার অভিযোগ এনেছেন নায়কের বিরুদ্ধে।

ছবি:বলিউড অভিনেতা গোবিন্দ ও তার স্ত্রী সুনীতা আহুজার  

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের খবরে জানা যায়, অর্ধেক বয়সী মারাঠি এক অভিনেত্রীর প্রেমে পড়েছেন গোবিন্দ। তার সঙ্গেই খাচ্ছেন ডুবে ডুবে জল। গুঞ্জন, সেই জলেই টালমাটাল নায়কের সংসার।  

এক সাক্ষাৎকারে গোবিন্দপত্নি বলেন, আগে আমাদের দাম্পত্যে সুরক্ষিত বোধ করতাম। কিন্তু এখন আর করি না। এখন ওর ৬০-এর বেশি বয়স। জানি না, কখন কী করবে।

সুনীতা জানান, আগে কাজের ব্যস্ততায় কোনোরকম পরকীয়ায় জড়িয়ে পড়ার সম্ভাবনা ছিল না গোবিন্দের। কিন্তু এখন তো বসেই থাকে। তাই ভয় হয়, কিছু করে না বসে!

গোবিন্দের ক্যারিয়ারে যখন ভরা বসন্ত তখন ঘরে তোলেন সুনীতাকে। তবে ক্যারিয়ারে প্রভাব পড়তে পারে বলে বিয়ের কথা গোপন রেখেছিলেন। তিন বছর পর প্রকাশ্যে আনেন পরিণয়ের কথা। 

একসময় ভালোবাসার ঘনবসতি ছিল গোবিন্দ-সুনীতার ঘরে। তবে আজ তার এতই অভাব যে দুজনের ঘরই আলাদা হয়ে গেছে। একসঙ্গে থাকার তাগিদও ফুরিয়েছে। দুই সন্তান নিয়ে স্ত্রী থাকেন। অন্যদিকে নিজের বাংলোয় একা থাকেন গোবিন্দ। 

 


রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে আটক অভিনেত্রী, সংগীত শিল্পী ও নির্মাতা মেহের আফরোজ শাওন এবং অভিনেত্রী সোহানা সাবাকে টানা জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বিভিন্ন বিষয়ে।

ছবি:শাওন-সাবা (সংগৃহীত)|

তবে তাদের কোনো মামলায় গ্রেফতার দেখানো হবে নাকি জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেয়া হবে তা এখনো নিশ্চিত নয় পুলিশ। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার রেজাউল করিম মল্লিক গণমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি বলেন, মেহের আফরোজ শাওন ও অভিনেত্রী সোহানা সাবাকে জিজ্ঞাসাবাদ চলছে। তাদের কোন মামলায় গ্রেফতার দেখানো হবে, সে সিদ্ধান্ত হয়নি। এ বিষয়ে পরবর্তী সময়ে জানানো হবে।

এর আগে বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার দিকে প্রথমে অভিনেত্রী শাওনকে তার ধানমণ্ডির বাসা থেকে আটক করে ডিবির একটি দল। এর কয়েক ঘণ্টা পর মধ্যরাত সাড়ে ১২টার দিকে একই এলাকা থেকে আটক করা হয়ে সোহানা সাবাকে।

ডিবি সূত্রে জানা গেছে, অভিনেত্রী শাওনের পর সোহানা সাবা নজরদারিতে ছিলেন। তার বিরুদ্ধে দেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগ রয়েছে।

সম্প্রতি শাওনের রাজনৈতিক অবস্থান ও কিছু মন্তব্যকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনা হয়। এরই ধারাবাহিকতায় স্থানীয় বিক্ষুব্ধ ছাত্র-জনতা তার পরিবারের রাজনৈতিক সম্পৃক্ততার বিরুদ্ধে অবস্থান নিয়ে বিক্ষোভ করে এবং আজ সন্ধ্যায় বাড়িটিতে আগুন ধরিয়ে দেয়।

এদিকে আওয়ামী লীগপন্থি শিল্পীদের হোয়াটসঅ্যাপ গ্রুপ ‘আলো আসবেই’-এর সক্রিয় সদস্য ছিলেন অভিনেত্রী সোহানা সাবা।


ভারতের হিন্দি ধারাবাহিকের পরিচিত মুখ রাম কাপুর। পাশাপাশি বড়পর্দায়ও কাজ করে থাকেন এ অভিনেতা। তবে এরইমধ্যে জীবনের ৫১ বসন্তে এসেছেন। এরপরও কাজ থেকে কিঞ্চিৎ সরে দাঁড়াননি তিনি। বরং কাজের জন্য কঠিন চ্যালেঞ্জ গ্রহণ করে নিয়েছেন সানন্দে। আশ্চর্যজনক বিষয় হচ্ছে, অর্ধ শতাধিক বয়সে এসে ৫৫ কেজি ওজন ঝরিয়েছেন এ অভিনেতা।

ছবি- রাম কাপুর(সংগৃহীত)|

অবিশ্বাস্য হলেও এটাই সত্য। গত বছরের ডিসেম্বরে সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করে রাম কাপুর জানিয়েছিলেন, কেন প্রায় বছরখানেক ধরে সোশ্যাল মিডিয়া থেকে দূরে ছিলেন। তখন তিনি বলেছিলেন, বন্ধুরা, অনেকটা দীর্ঘ সময়ের জন্য গায়েব থাকায় সরি। আসলে এতদিন নিজের ওপর কাজ করছিলাম আমি।

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, রাম কাপুরের ওই সময়ের ছবি দেখে বোঝা যায়, বিপুল পরিমাণ ওজন ঝরিয়েছেন তিনি। জানা যায়, ৫৫ কেজি ওজন কমিয়েছেন, সেটিও মাত্র এক বছরে। দেবনা গান্ধীর পডকাস্ট শোয়ে হাজির হয়ে ওজন কমানোর সেই গল্প শুনিয়েছেন অভিনেতা। শরীর চর্চা ও ডায়েটের কথাও জানিয়েছেন। কোনো ধরনের স্টেরয়েড বা ওষুধ নয়, কেবল শরীর চর্চা ও খাবারের মাধ্যমেই ওজন কমিয়েছেন রাম কাপুর।

এ ব্যাপারে এই অভিনেতা বলেন, গত ৫ বছর ধরে ওজন কমাচ্ছি। যেটা করেছি সেটা হলো ৫ বছর আগে প্রায় ৩০ কেজি ওজন কমিয়েছি। পরে ফের মোটা হয়ে যাই। তখনই বুঝতে পারি কী করতে হবে আমার। তখন রাত জেগে বিশেষজ্ঞদের বই পড়তাম, পডকাস্ট শুনতাম। বুঝতে পারি পৃথিবীতে দুই ধরনের মানুষ রয়েছে, যাারা স্বাস্থ্য নিয়ে চিন্তিত, আর যারা ভাবেন না।

রাম কাপুর জানান, সকালের খাবার সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে খেতেন তিনি। এরপর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে খেতেন। মাঝের এই সময় কিছুই খেতেন না। ১৬ ঘণ্টা করে একদম না খেয়ে থাকতেন। প্রতিদিন ৪৫ মিনিট করে কার্ডিও ও ৪৫ মিনিট শক্তি বৃদ্ধির এক্সারসাইজ করতেন।

এ অভিনেতা বলেন, নিজেকে ফিট রাখার জন্য সুস্থ থাকতে ও ওজন কমাতে দুটো জিনিস করতে হবে। প্রথমত ভালো ঘুম এবং দ্বিতীয়ত শক্তি বৃদ্ধির জন্য এক্সারসাইজ। তবে স্বাস্থ্য কমানোর জন্য অজেম্পক ওষুধ বা অন্যান্য স্টেরয়েড গ্রহণ করেননি তিনি।

প্রসঙ্গত, টেলিভিশন ধারাবাহিক ‘ন্যায়’ (১৯৯৭) এর মাধ্যমে অনস্ক্রিন অভিনয় ক্যারিয়ার শুরু হয় রাম কাপুরের। পরবর্তীতে ‘কসম সে’ এবং ‘বড়ে আচ্ছে হ্যায়’ ধারাবাহিকে অভিনয় করে দর্শকমহলে খ্যাতি লাভ করেন তিনি।
 


বলিউডের জনপ্রিয় নৃত্যপরিচালক ও অভিনেত্রী ফারাহ খান ২০০৪ সালে ৪ ডিসেম্বর ‘ম্যায় হুঁ না’ ছবির সম্পাদক শিরিষকে বিয়ে করেন।

সে হিসাবে তাদের দাম্পত্য জীবন ২০ বছর পার হতে চললো। ২০০৮ সালে কৃত্রিম প্রজননের সাহায্য নিয়ে তারা একসঙ্গে তিন সন্তানের অভিভাবক হন। 

এমনিতেই খুব একটা রাখঢাক করে কথা বলেন না ফারহা। মনে যা, তা-ই বলে ফেলেন। প্রথমবার শিরিষের সঙ্গে তার দেখা হয় ‘ম্যায় হুঁ না’ ছবি করার সময়। সম্প্রতি ফারাহ ভারতের জনপ্রিয় মুখ অর্চনা পুরন সিং-এর ইউটিউব চ্যানেলে অতিথি হয়ে হাজির হয়েছিলেন।

সেখানে তিনি কথা বলেছেন নিজেদের সম্পর্ক নিয়ে। তিনি বলেছেন, আমি প্রথম দেখায় প্রেম এই ব্যাপারটার থেকেই যোজন দূরে। শিরিষ শুরুর দিকে রাগ রাগ দেখাত। কারণ একটা মানুষ যে কম কথা বলে সে রেগে গিলে চুপ করে যায় সেটা আরও বিরক্তিকর। আমি তো আমাদের দেখা হওয়ার পর ছয় মাস পর্যন্ত ভেবেছি উনি সমকামী।

অর্চনা ফারাহর কাছে জানতে চান, তার ও শিরিষের ঝগড়া হলে কে আগে ক্ষমা চায়? উত্তরে ফারাহ বলেন, ‘কেউ 'সরি' বলে না। শিরিষ ২০ বছরে কখনো আমার কাছে ক্ষমা চায়নি। এরপর কিছুটা ব্যাঙ্গ করে ফারাহ খান বলেন, ‘কারণ ও কখনো ভুলই করে না। ’ 

এর আগে ‘মুভিং ইন উইথ মালাইকা’ অনুষ্ঠানে ফারাহ বলেছিলেন, তার ও শিরিষ কুন্দের-এর কাছের এক বন্ধুর তাদের সম্পর্ক নিয়ে ভীষণ খারাপ ধারণা ছিল। বন্ধুটি ভেবেছিলেন, তাদের হয়ত ডিভোর্স হয়ে যাবে। ফারাহর কথায়, ‘আমার বিয়ের দিন ওই বন্ধুকে কেউ একজন জিজ্ঞেস করেছিলেন, তুমি কি ফারাহর বিয়েতে যাচ্ছ? উত্তরে ও বলেছিল, নাহ, আমি ওর দ্বিতীয় বিয়েতে যাব।


 


ভারতের জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগ বস ১৮’-এর বিজয়ীর মুকুট জিতলেন অভিনেতা করণবীর মেহরা।

১০৪ দিনের নানা নাটকীয়তা শেষে গতকাল রোববার রাতে ঘোষণা করা হয় বিজয়ীর নাম। অনুষ্ঠানের সঞ্চালক অভিনেতা সালমান খান বিজয়ীর নাম ঘোষণা করেন। পুরস্কার হিসেবে এদিন ৫০ লাখ রুপির নগদ পুরস্কারের সঙ্গে সোনার ট্রফি জেতেন তিনি। এই গ্র্যান্ড ফিনালেতে করণ ছাড়াও আরেকজন ফাইনালিস্ট ছিলেন, ভিভিয়ান ডিসেনা। তিন মাস আগে করণ জিতেছিলেন রিয়েলিটি শো ‘খতরো কে খিলাড়ি ১৪’-এর মুকুট।
এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে অনুভূতি ব্যক্ত করে করণ বলেন, ‘আমি ভীষণ খুশি। আমার নিজের ওপর বিশ্বাস ছিল। আমি কঠিন পরিশ্রম করেছি। এখানে এসে আমি নিজেকে নতুনভাবে আবিষ্কার করেছি।’

ভিভিয়ান ডিসেনার সঙ্গে করণের লড়াই হয়েছে সেয়ানে–সেয়ানে। ভিভিয়ানকে তিনি বলেন, ‘যখন দুজন মানুষ একটা ট্রফির জন্য লড়াই করে, তখন সম্পর্কে একটা তিক্ততা আসবেই। কিন্তু আমার ওকে দেখে হিংসাও হতো।

কারণ, ও সব জিনিস অনেক সহজভাবে পেয়ে গেছে। আর এটা আমি শোয়েও বারবার বলেছি। কিন্তু সত্যিই ও খুব ভালো একজন মানুষ। আর সেই কারণে আমি ওকে পছন্দ করি।’

এদিন ফাইনালের বড় আকর্ষণ ছিল বলিউড অভিনেতা আমির খানের উপস্থিতি। প্রথমবারের মতো এ অনুষ্ঠানে এসেছিলেন আমির। এদিন ১৯৯৪ সালের হিট ছবি ‘আন্দাজ আপনা আপনা’র দৃশ্য আবার মঞ্চে ফেরালেন দুই অভিনেতা। সঞ্চালক সালমান খানের বাইকে চড়েন আমির। ব্যাকগ্রাউন্ডে তখন বাজছিল এই সিনেমার জনপ্রিয় গান ‘দো মাস্তানে চলে জিন্দেগি বনে।’