এই বছরেও ইসলামিক অনুষ্ঠান নিয়ে শীর্ষে রয়েছে কুরআন-সুন্নাহ মাল্টিমিডিয়া। প্রতিবারের মতো এক যুগেরও বেশি সময় ধরে বিভিন্ন টেলিভিশন চ্যানেল ইসলামিক ট্রাভেলিং শো, রিয়েলিটি শো, ইসলামিক টকশোসহ আরও নানা অনুষ্ঠান আয়োজন করে আসছে।
এ বছরে রয়েছে আরটিভিতে দেশের সর্ববৃহৎ রিয়েলিটি শো ‘আলোকিত কুরআন’, মিসর থেকে নির্মিত ইসলামিক ডকুমেন্টারি ‘আরাবি কাফেলা’, প্রতিদিন দুপুর ২টা ২০ মিনিট থেকে প্রচারিত হচ্ছে সরাসরি লাইভ অনুষ্ঠান ‘প্রশ্ন করুন’ এবং চ্যানেল টুয়েন্টি ফোরে রয়েছে ইসলামিক রিয়েলিটি শো ‘সময়ের সেরা হাফেজ’, বিকেল ৪টা ২০ মিনিট থেকে প্রচারিত হচ্ছে ও ইফতারের পূর্বে বিশেষ আলোচনা টকশো ‘শাহারু রামাদান’ ও সেহরি অনুষ্ঠান ‘আলোকিত রামাদান’। ইটিভিতে প্রচারিত হচ্ছে আরও বেশ কিছু ইসলামিক প্রোগ্রাম যেমন- বিকেল পাঁচটা থেকে প্রচারিত হচ্ছে তারাবির ব্যাখ্যা নিয়ে বিশেষ আয়োজন ‘তারাবিকে জানুন’ ও ইসলামি জীবন ঘনিষ্ঠ প্রশ্ন-উত্তরমূলক অনুষ্ঠান ‘আস-সিয়াম’ ও ‘মোনাজাত’ অনুষ্ঠান।
আরও রয়েছে দেশ টিভিতে বিকাল থেকে আল ‘কোরআনের ছায়াতলে’, ইফতারের ঠিক পূর্ব মুহূর্তে রয়েছে ‘মোনাজাত’ দোয়া অনুষ্ঠান এবং সেহরির সময় রয়েছে ‘রহমতের রজনি’। এটি প্রচারিত হয়ে আসছে তিন বছর ধরে। দীপ্ত টেলিভিশনে রয়েছে সরাসরি প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান ‘আপনার প্রশ্ন’, অনুষ্ঠানটি সম্প্রচার হচ্ছে দীপ্ত টিভি থেকে সরাসরি। প্রতিদিন বিকেল ৩টা ২০ মিনিট থেকে ৪টা পর্যন্ত এবং ইফতারের পূর্বে জর্ডান ও উজবেকিস্তানে নির্মিত ডকুমেন্টারি অনুষ্ঠান ‘ইসলামি কাফেলা’ সম্প্রচার হয়। সেহরির সময় রয়েছে ‘সুবহে সাদিক’ এবং জিটিভিতে রয়েছে বিশেষ রিয়েলিটি শো এতিমদের নিয়ে বিশেষ আয়োজন ‘কুরআনের ছোঁয়া’ জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা ও ইফতারের পূর্বে রয়েছে ‘হৃদয়ের রমাদান’। পাশাপাশি ঠিক ইফতারে পূর্ব মুহূর্তে ‘মোনাজাত’-এর বিশেষ আয়োজন এবং এসএ টিভিতে আয়োজিত হয়ে আসছে ‘আল কুরআনের আহ্বান’, প্রশ্ন-উত্তরমূলক অনুষ্ঠান ও ইফতারের পূর্বে ‘মোনাজাত’ অনুষ্ঠান।
এ বিষয়ে কুরআন-সুন্নাহ মাল্টিমিডিয়ার কর্ণধার ও বাংলাদেশ ইমাম সমিতির সভাপতি হাফেজ মাওলানা লুৎফর রহমান জানান, দেশ ও জাতির কল্যাণে ইসলামের কল্যাণে, মানবতার কল্যাণে তিনি সবসময় ইসলামের খেদমতে নিয়োজিত থাকতে চান। দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে এই অনুষ্ঠানগুলো তিনি সর্বোচ্চ চেষ্টা করে এবং বিভিন্ন বাধা উপেক্ষা করে সফলতার সঙ্গে এ অনুষ্ঠানগুলো কোরআন প্রচার-প্রসার ও প্রতিষ্ঠার কাজে সহায়ক ভূমিকা পালন করবে বলে আশা ব্যক্ত করেন তিনি।
তিনি আরও জানান, আমি আমার এ কাজগুলো একমাত্র মহান আল্লাহ তায়ালার সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে করে আসতেছি, ইনশাআল্লাহ যতদিন বেঁচে থাকব ততদিন কোরআনের খেদমত করে যাব। পাশাপাশি আমার পরবর্তী প্রজন্ম যেন আমার রেখে যাওয়া ইসলাম ও কোরআন সুন্নাহর পথকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায় সেই কামনা করছি এবং দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন।
কুসুম সিকদার ২৫ বছর ধরে খাবারে বেশ নিয়ম মেনে চলছেন। এই অভিনয়শিল্পী জানান, ১৩ বছর ধরে মাছ–মাংস একেবারেই খান না। তার আগে ১২ বছর ধরে ভাত একেবারে ছুঁয়েও দেখতেন না। তখন মাছ–মাংস খেতেন, এখন ভাত খেলেও খান না মাছ আর মাংস।
দুই যুগ ধরে বিনোদন অঙ্গনে পথচলা শুরু কুসুম সিকদারের। শুরুটা গান দিয়ে হলেও পরে অভিনয়ে ব্যস্ত হয়ে ওঠেন। নাটক, টেলিছবি এরপর চলচ্চিত্রে অভিনয় করেন। অভিনয়ের জন্য অর্জন করেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারও। গত বছর এই অভিনয়শিল্পী ও মডেলকে চলচ্চিত্র নির্মাতা হিসেবেও পাওয়া গেছে। ‘শরতের জবা’ নামের সেই চলচ্চিত্র পরিচালনার পাশাপাশি অভিনয়ও করেন তিনি। অভিনয়ে যেমন বাছবিচার করেন কুসুম, তেমনি নিজের ফিটনেসের ব্যাপারেও বেশ সচেতন এই মডেল ও অভিনয়শিল্পী।
কুসুম বলেন, ‘৪০ পার করে ফেলেছি। সচেতন তো এখন বেশিই থাকতে হয়। তবে ফিনটেসের ব্যাপারে আমি আরও আগে থেকেই সাবধানতা অবলম্বন করি। ২০০০ সাল থেকে ভাত খেতামই না। এরপর গত ১৩ বছর ধরে মাছ মাংস খাই না। এই ১৩ বছর ভাত খাই, তবে কম। ভাতের সঙ্গে সবজি খাওয়া হয় বেশি। এর বাইরে দুধ, ডিম, ঘি, মাখন, রুটি প্রতিদিনই খাওয়া হয়। আমার অ্যালার্জির সমস্যা আছে, তাই বেগুন আর পুঁইশাক ছাড়া সব ধরনের শাকসবজি খাওয়া হয়। বলতে পারেন, গেল ১৩ বছরে আমি পুরোপুরি ভেজিটেরিয়ান হয়ে গেছি।’
খাওয়ার ক্ষেত্রে এত কড়াকড়ি কি ফিটনেস ধরে রাখার জন্যই, এমন প্রসঙ্গ উঠতেই কুসুম বলেন, ‘একদম তা নয়। সুস্থ থাকাটাই আমার কাছে বড় বিষয়। তা ছাড়া এখন তো বয়স বাড়ছে। বয়সের সঙ্গে রেড মিট যতটা পারা যায়, এড়িয়ে চলা ভালো। আমি রেড মিট ছুঁয়েও দেখি না। এতে আমি বেশ ভালো থাকি। শারীরিক গড়নও ঠিকঠাক থাকে। মানসিকভাবেও আমি থাকি বেশ ফুরফুরে।’ কুসুমের মতে, সুস্থ জীবনযাপন, সঠিক খাদ্যাভ্যাস এবং মানসিক শান্তি সৌন্দর্য ধরে রাখার মূল চাবিকাঠি। পরিবারের সঙ্গে সময় কাটানো এবং ভালো বই পড়া তাঁর মানসিক শান্তি ও সৌন্দর্য রক্ষায় সহায়তা করে।
কুসুম সিকদার অভিনীত ও পরিচালিত ‘শরতের জবা’ গত বছর মুক্তি পায়। এই ছবির পর নতুন আরেকটি ছবি বানানোর পরিকল্পনা করছেন। তিনি জানান, সবকিছু চূড়ান্ত হলে তবেই বিস্তারিত জানাবেন।
লুকোচুরি লুকোচুরি গল্পের পর, অবশেষে নিজের বিয়ের কথা ফেইসবুকে জানান দিলেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। পরিচালক আদনান আল রাজীবের সঙ্গে বিয়ের একগুচ্ছ ছবি প্রকাশ করেছেন তিনি।
সোমবার ২৪ ফেব্রুয়ারি, নিজের ভেরিফাইড ফেইসবুক পেইজে বিয়ের আনুষ্ঠানিকতার খবর ছবিসহ প্রকাশ করেন অভিনেত্রী।
গতকাল ২৩ ফেব্রুয়ারি ঢাকার অদূরে একটি রিসোর্টে তাদের গায়ে হলুদের অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের ছবি তোলায় বিধিনিষেধ থাকলেও, অলরেডি ফাঁস হয়ে গিয়েছে হলুদের ছবি।
এর আগে, গত ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে ঢাকার একটি রেস্টুরেন্টে মেহজাবীন ও আদনানের আকদ সম্পন্ন হয়।
২০০৯ সালে রিয়েলিটি শোয়ের মাধ্যমে মিডিয়াতে পা রাখেন মেহজাবীন চৌধুরী। নাটকের গণ্ডি পেরিয়ে তিনি এখন ওটিটি ও সিনেমায় নিয়মিত অভিনয় করছেন।
সহকারী প্রযোজক আতোয়ার শিকদার নামের একজন কর্মীকে অব্যাহতি দেওয়ার কথা জানিয়েছে চ্যানেল আই কর্তৃপক্ষ। এতে বলা হয়, চ্যানেল আইয়ের নীতি পরিপন্থী কাজ করায় সংশ্লিষ্ট কর্মীকে অব্যহতি দেওয়া হয়েছে।
নিকাব পরে টকশোতে অংশ নেবে জানানো পর চ্যানেল আইয়ের পক্ষ থেকে আমন্ত্রণ জানিয়েও বাদ দেওয়ার অভিযোগ তুলেছিলেন জুলাই গণঅভ্যুত্থান বিষয়ক বিশেষ সেলের সহ-সমন্বয়ক নাফিসা ইসলাম সাকাফি। তার অভিযোগ আমলে নিয়ে সংশ্লিষ্ট কাজে জড়িত এক কর্মীকে অব্যাহতি দিয়েছে বেসরকারি চ্যানেলটির কর্তৃপক্ষ।
অব্যাহতি পত্রে বলা হয়, ‘৩৬ জুলাই’ অনুষ্ঠানের সহকারী প্রযোজক হিসেবে নির্ধারিত অতিথির সাথে ব্যক্তিগতভাবে যোগাযোগের সময় আপনার বক্তব্য ‘চ্যানেল আই’ এর ব্যাপারে সামাজিক যোগাযোগমাধ্যমে নেতিবাচক আলোচনার সূত্রপাত করেছে। একজন সম্মানিত অতিথির সাথে আপনার এরূপ বক্তব্য চ্যানেল আই এর নীতি ও চর্চার পরিপন্থী। আপনার এই দায়িত্বহীন আচরণের কারণে আপনাকে ‘চ্যানেল আই’ এর সকল কর্মকাণ্ড থেকে অব্যাহতি প্রদান করা হলো।
দ্রুত তাকে অনুষ্ঠান সংক্রান্ত সকল কাগজপত্র ও ডকুমেন্ট হস্তান্তর করার জন্যও বলা হয় চ্যানেল আইয়ের পক্ষ থেকে।
এরআগে জুলাই গণঅভ্যুত্থান বিষয়ক বিশেষ সেলের সহ-সমন্বয়ক নাফিসা ইসলাম সাকাফি অভিযোগ করেন, ‘আজকে (শনিবার) বিকেল ৩টায় চ্যানেল আই-এ একটা টকশোতে অ্যাটেন্ড করার জন্য আমন্ত্রণ জানানো হয়। আমি যাবো বলে চ্যানেল আই এর শিকদার (আতোয়ার শিকদার) ভাইকে জানাই। কিছুক্ষণ আগে শিকদার ভাই কল দেওয়ার পর আমি উনাকে জানাই, ‘আমি নিকাব করে টকশোতে অ্যাটেন্ড করবো।’ এরপর শিকদার ভাই, জাহিদ ভাইকে জানায়, নিকাব করে টকশোতে অ্যাটেন্ড করা যাবে না।’
সাকাফি আরও জানান, ‘জাহিদ ভাই আমার সঙ্গে যোগাযোগ করলে, আমি মাস্ক পরে টকশোতে অ্যাটেন্ড করবো জানাই। জাহিদ ভাই, শিকদার ভাইকে সেটা জানায়। কিন্তু চ্যানেল আই এক্ষেত্রে আমাকে অ্যালাউ করেনি। আমাকে বাদ দিয়ে অন্য কাউকে টকশোর জন্য নেবে জানায়। জাহিদ ভাই, শিকদার ভাইকে বলে, ‘নিকাব করে মেয়েরাও আন্দোলন করেছে। নিকাব করে কেন টকশোতে অ্যাটেন্ড করা যাবে না?’ শিকদার ভাই জানায়, এটা ঊর্ধ্বতন কর্মকর্তাদের ডিসিশন।’
এদিকে সাকাফির দেওয়া এই ফেসবুক স্ট্যাটাস মুহূর্তে ভাইরাল হয়ে যায়। অনেকে এমন সিদ্ধান্তের তীব্র নিন্দা জানান। অবশ্য দুপুরে চ্যানেলটির পক্ষ থেকে তাদের ফেসবুক পেজে দুঃখ প্রকাশ করে একটি পোস্ট দেয়া হয়। তাদের অনুষ্ঠানে নেকাব পরিহিতরা আগে থেকেই অংশ নিয়েছে এমনটাও জানানো হয়।
ফেসবুক পেজে দেওয়া পোস্টে চ্যানেলটির পক্ষ থেকে বলা হয়, ‘নিকাব, হিজাব পরে চ্যানেল আই-এ নারীদের অংশগ্রহণ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট ও তার প্রতিক্রিয়া আমাদের নজরে এসেছে। হিজাব পরে অনেকেই বিভিন্ন সময়ে চ্যানেল আইয়ের অনুষ্ঠানে অংশগ্রহণ করে থাকেন। নেকাব পরে অনুষ্ঠানে অংশগ্রহণও একটি স্বাভাবিক ব্যাপার। নারীর সম্মান ও ধর্মীয় মূল্যবোধের প্রতি চ্যানেল আই সব সময় সম্মান প্রদর্শন করে। আলোচ্য ঘটনায় সৃষ্ট ভুল বোঝাবুঝির জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।’
বিয়ে করেছেন একসময়ের দাপুটে অভিনেত্রী তমালিকা কর্মকার। সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনেত্রীর এক পোস্টে জানা গেল সেই খবর। পোস্টে স্বামী প্রভীনকে বিবাহবার্ষিকীর শুভেচ্ছা জানান অভিনেত্রী।
ছবি: যুক্তরাষ্ট্রে স্বামীর সঙ্গে তমালিকা কর্মকার।
পাঁচ বছরের বেশি সময় ধরে যুক্তরাষ্ট্রে আছেন তমালিকা কর্মকার। এরমাঝে কয়েকবার দেশে এসেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দারুণ সক্রিয় এই অভিনেত্রী। জীবনে ঘটে যাওয়া বিভিন্ন বিষয় পোস্ট করেন তিনি।
ছবি: যুক্তরাষ্ট্রে স্বামীর সঙ্গে তমালিকা কর্মকার।
সোমবার (২০ জানুয়ারি) সকালে নিজেই জানালেন জীবনে নতুন অধ্যায়ের সূচনা শুরুর সংবাদ। একটি পোস্টে স্বামী প্রভীনকে বিবাহবার্ষিকীর শুভেচ্ছা জানান অভিনেত্রী। সেখানে দুজনের ছবিও প্রকাশ করেন। এরপর একটি রিল প্রকাশ করেন যেখানে দুজনের একাধিক ছবি ছিল। অভিনেত্রীর প্রতিটি ছবিতেই স্বামীর সঙ্গে তাকে দারুণ খুশি দেখাচ্ছিল। দুজনের অনেক সুন্দর সময় কাটছে সেটা তাদের ছবিগুলো থেকেই স্পষ্ট।