সর্বশেষ জাতীয় গণমাধ্যম জরিপ (জাতীয় গণমাধ্যম জরিপ ২০২১, ক্যান্টার এমআরবি) অনুসারে, প্রতিদিন ৫০ লাখের বেশি মানুষ প্রথম আলোর ছাপা পত্রিকা পড়ে থাকেন। এই জরিপ অনুসারে প্রথম আলো বাংলাদেশের সর্বোচ্চ পঠিত পত্রিকা। জরিপে দেখা গেছে, শুধু পাঠকসংখ্যাতেই নয়, দেশের সবচেয়ে শিক্ষিত এবং আর্থসামাজিকভাবে শীর্ষ স্তরের মানুষদের মধ্যে প্রথম আলো সবচেয়ে জনপ্রিয়। সে কারণে কোনো পণ্য, সেবা বা ব্র্যান্ডের তথ্য সাধারণভাবে টার্গেট পাঠকের কাছে এবং বিশেষভাবে সমাজে মতামত তৈরি করার মতো মানুষের কাছে পৌঁছাতে প্রথম আলো অন্য পত্রিকার চেয়ে বহুগুণ এগিয়ে রয়েছে।
আবার পাঠকসংখ্যা ও পেজভিউর হিসাবে প্রথম আলোর অনলাইন সংস্করণ বা প্রথম আলো ডটকম বিশ্বে বাংলা ভাষার শীর্ষতম ওয়েবসাইট। প্রতি মাসে এর ভিজিটর প্রায় ১ কোটি ৬০ লাখ। এদের কারণে প্রথম আলোর অনলাইন সংস্করণের পেজভিউ প্রতি মাসে প্রায় ২২ কোটি। এ কারণে অ্যালেক্সার হিসাবে প্রথম আলো পোর্টাল দক্ষিণ এশিয়ায় শীর্ষ পাঁচটি গণমাধ্যমের একটি।
১ কোটি ৯৬ লাখ অনুসারী নিয়ে প্রথম আলোর ফেসবুক পেজ বাংলাদেশের যেকোনো শ্রেণিতে সর্বোচ্চ। অনুরাগী, অনুসারী ও পাঠকদের সঙ্গে কোনো পণ্য, সেবা বা ব্র্যান্ডকে যুক্ত করার দিক থেকে এই পেজ এখন ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক পেজের মধ্যে বাংলাদেশে সবার শীর্ষে।
ছাপা পত্রিকা এবং অনলাইন পোর্টালের জন্য আলাদা রেট কার্ড আছে। প্রথম আলোর অফিসে এসে অথবা নির্ধারিত এজেন্ট পয়েন্টে গিয়ে বিজ্ঞাপন দেওয়া যায়।