সংশোধন নীতিমালা
দু:খিত। আমাদের সতর্কতা সত্ত্বেও অনিচ্ছাকৃত ভুল হতে পারে। যা অস্বাভাবিক নয়। ভুল তথ্য সংশোধন করে পাঠককে জানানো সংবাদমাধ্যম হিসেবে আমাদের কর্তব্য। ভুল নজরে এলে আমরা নিজের উদ্যোগে তা সংশোধন করি। তবে পাঠক বা দর্শকের চোখেও কোনো ভুল ধরা পড়লে তাঁরা আমাদের তা জানাতে পারেন। আমরা যাচাই করে সে ভুল সংশোধন করব। আমাদের কাছে এ সংক্রান্ত বার্তা পাঠানোর ঠিকানা: bdplustv@gmail.com
মন্তব্য প্রকাশের নীতিমালা:
-
বাংলাদেশের প্রচলিত আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে মন্তব্য করা লাগবে।
-
দেশীয় বা দেশের বাইরের কোনো ব্যক্তি, জাতি, গোষ্ঠী, ভাষা ও ধর্মের প্রতি অবমাননামূলক বা কারও অনুভূতিতে আঘাত দিতে পারে এমন কোনো মন্তব্য করা যাবে না।
-
অশ্লীল ও অশালীন ইঙ্গিতপূর্ণ কোনো শব্দ, শব্দবন্ধ বা বাক্য মন্তব্যে ব্যবহার করা যাবে না।
-
কাউকে হেয় প্রতিপন্ন করতে অবমাননামূলকভাবে কোনো প্রাণীবাচক নাম দেওয়া যাবে না, নাম বিকৃত করা যাবে না।
-
কাউকে ব্যক্তিগতভাবে আক্রমণ করা যাবে না, কাউকে ভয় দেখানো বা হুমকি দেওয়া যাবে না।
-
এমন কোনো নাম বা ছদ্মনাম (ইউজার নেম বা নিক) ব্যবহার করা যাবে না যা উদ্দেশ্যমূলক, আপত্তিকর বা ইঙ্গিতপূর্ণ।
-
মন্তব্যে কোনো লিংক দেওয়া যাবে না।
-
বিডিপ্লাস কর্তৃপক্ষ যেকোন মন্তব্য বাতিলের অধিকার রাখে।