0201251735807594appweb-logo.png
Loading...

বিনোদন


কয়েক দিন পরই ঈদ। প্রতি বছরের মতো এবারও ঈদ উৎসবে মুক্তির অপেক্ষায় আছে একাধিক সিনেমা। তালিকায় রয়েছে শাকিব খান-ইধিকা পাল অভিনীত ‘বরবাদ’, আফরান নিশো-তমা মির্জা অভিনীত ‘দাগি’, সিয়াম আহমেদ-শবনম বুবলী-দীঘির ‘জংলি’, আব্দুন নূর সজল-নুসরাত ফারিয়ার ‘জ্বীন-৩’, মোশাররফ করিম-রিকিতা নন্দিনীর ‘চক্কর ৩০২’। 

সিনেমাগুলো নিয়ে দর্শকদের আগ্রহ বেশ। এরই মধ্যে জমে উঠেছে প্রচারণা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। টিজার, ট্রেলার, গান মুক্তি দিয়ে সংশ্লিষ্টরা ঈদের সিনেমা নিয়ে দর্শক আগ্রহ তৈরি করতে ব্যস্ত। এদিকে সেন্সর সার্টিফিকেশন বোর্ডের ছাড়পত্র ছাড়াই, সিনেমাগুলো নিয়ে দীর্ঘদিন ধরে প্রচারণা চলছিল। 

এ নিয়েও একটি সংশয় কাজ করছিল, সঠিক সময়ে সিনেমাগুলো মুক্তি পাবে তো? তবে এ সংশয় কেটে গেছে। এরই মধ্যে ‘দাগি’, ‘জংলি’, ‘জ্বীন-৩’ ও ‘চক্কর ৩০২’ সেন্সর ছাড়পত্র পেয়েছে দিন কয়েক আগে। ২৫ মার্চ বিকালে ভায়োলেন্সের কিছু দৃশ্য কর্তন সাপেক্ষে ‘বরবাদ’ও ছাড়পত্র পেয়েছে।

আফরান নিশো ও তমা মির্জা অভিনীত সিনেমা ‘দাগি’ নির্মাণ করেছেন শিহাব শাহীন। সার্টিফিকেশন বোর্ড কর্তৃক ‘ইউ’ গ্রেডে সনদপত্র পেয়েছে সিনেমাটি। তার মানে, এটি সব বয়সি দর্শকদের জন্য উন্মুক্ত। ভাগ্য ও পরিণতি নিয়ে প্রশ্ন তুলবে সিনেমাটি, এমনটাই বলেছেন নির্মাতা। 

এদিকে মুক্তি আর প্রায়শ্চিত্তের গল্পের এ সিনেমা দিয়ে প্রায় দেড় বছর পর প্রেক্ষাগৃহে আসছেন নিশো-তমা জুটি। তাদের সঙ্গে আরও রয়েছেন অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল।

‘জংলি’ সিনেমাটি নিয়েও দর্শকদের আগ্রহ অনেক। প্রায় এক বছর ধরেই সিনেমাটি নিয়ে আলোচনা চলছে। এর আগেও এটি মুক্তির দিনক্ষণ ঠিক করেও মুক্তি পায়নি। সিয়াম-বুবলী ও দীঘিকে নিয়ে সিনেমাটি বানিয়েছেন এম রাহিম। এটিও বিনাকর্তনে ইউ গ্রেডে ছাড়পত্র পেয়েছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, ঈদের সিনেমা হিসাবে প্রথম বিনা কর্তনে সেন্সর ছাড়পত্র পেয়েছে এটি। পাশাপাশি সার্টিফিকেশন বোর্ডের সদস্যরা এর ভূয়সী প্রশংসা করেছেন। সিয়ামের অভিনয় তাদের মুগ্ধ করেছে। নির্মাতার আশা, সিনেমা হলে দর্শকদের প্রত্যাশা পুরোপুরি পূরণ করতে পারবে। 

এ সিনেমা নিয়ে এরই মধ্যে প্রচারণায় ব্যস্ত শিল্পীরা। এ প্রসঙ্গে সিয়াম বলেন, ‘সিনেমাটির জন্য অনেক পরিশ্রম করেছি। অনেক কষ্ট করে আমরা ভালো একটা কিছু তৈরি করেছি। আর মাত্র কয়েকদিন পরই এটি দর্শকের জন্য মুক্তি দেওয়া হবে। আশা করি, সবাই দেখতে আসবেন, আপনাদের অপেক্ষায় গোটা জংলি টিম।’

এদিকে ঈদের সিনেমা মুক্তির দৌড়ে রয়েছে ভৌতিক ঘরানার সিনেমা ‘জ্বীন-৩’। এটিও ‘ইউ’ গ্রেডে ছাড়পত্র পেয়েছে। কামরুজ্জামান রুমানের পরিচালনায় এতে জুটি বেঁধেছেন আব্দুন নূর সজল ও নুসরাত ফারিয়া। এ সিনেমা দিয়ে সাত বছর পর জাজ মাল্টিমিডিয়ার ঘরে ফিরলেন এ নায়িকা। 

এ সিনেমার ‘কন্যা’ শিরোনামের একটি গান এরই মধ্যে দর্শকপ্রিয়তা পেয়েছে। সিনেমাটি প্রসঙ্গে সজল বলেন, ‘এটি হরর সিনেমা হলেও বিনোদনে ভরপুর। অ্যাকশন, রোমাঞ্চ সবই আছে। পরিবার নিয়ে দেখার মতো একটি সিনেমা। কন্যা গানটির জন্য দারুণ সাড়া পাচ্ছি। দেশ-বিদেশের অনেকেই প্রশংসা করছেন। আমার বিশ্বাস, গানের মতো সিনেমাটি নিয়েও দর্শক সন্তুষ্টি প্রকাশ করবেন।’

এদিকে নাটকের জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমকে নিয়ে কয়েক বছর আগেই নির্মিত হয়েছে ‘চক্কর ৩০২’ নামে একটি সিনেমা। নির্মাণ করেছেন অভিনেতা ও নির্মাতা শরাফ আহমেদ জীবন। এটি বছরখানেক আগেই ছাড়পত্র পেয়েছে। 

তাই এবার আর এ বিষয়ে তাদের বেগ পেতে হয়নি। ঈদের সিনেমা হিসাবে এটিও দর্শকদের পছন্দের তালিকায় থাকবে বলে দাবি নির্মাতার। এরই মধ্যে সিনেমাটির প্রচারণা চলছে, মুক্তি পেয়েছে এর একটি গান। এতে মোশাররফ করিমের সঙ্গে সিনেমায় অভিনয় করেছেন রিকিতা নন্দিনী শিমু।
 


এই বছরেও ইসলামিক অনুষ্ঠান নিয়ে শীর্ষে রয়েছে কুরআন-সুন্নাহ মাল্টিমিডিয়া। প্রতিবারের মতো এক যুগেরও বেশি সময় ধরে বিভিন্ন টেলিভিশন চ্যানেল ইসলামিক ট্রাভেলিং শো, রিয়েলিটি শো, ইসলামিক টকশোসহ আরও নানা অনুষ্ঠান আয়োজন করে আসছে।

এ বছরে রয়েছে আরটিভিতে দেশের সর্ববৃহৎ রিয়েলিটি শো ‘আলোকিত কুরআন’, মিসর থেকে নির্মিত ইসলামিক ডকুমেন্টারি ‘আরাবি কাফেলা’, প্রতিদিন দুপুর ২টা ২০ মিনিট থেকে প্রচারিত হচ্ছে সরাসরি লাইভ অনুষ্ঠান ‘প্রশ্ন করুন’ এবং চ্যানেল টুয়েন্টি ফোরে রয়েছে ইসলামিক রিয়েলিটি শো ‘সময়ের সেরা হাফেজ’, বিকেল ৪টা ২০ মিনিট থেকে প্রচারিত হচ্ছে ও ইফতারের পূর্বে বিশেষ আলোচনা টকশো ‘শাহারু রামাদান’ ও সেহরি অনুষ্ঠান ‘আলোকিত রামাদান’। ইটিভিতে প্রচারিত হচ্ছে আরও বেশ কিছু ইসলামিক প্রোগ্রাম যেমন- বিকেল পাঁচটা থেকে প্রচারিত হচ্ছে তারাবির ব্যাখ্যা নিয়ে বিশেষ আয়োজন ‘তারাবিকে জানুন’ ও ইসলামি জীবন ঘনিষ্ঠ প্রশ্ন-উত্তরমূলক অনুষ্ঠান ‘আস-সিয়াম’ ও ‘মোনাজাত’ অনুষ্ঠান।

আরও রয়েছে দেশ টিভিতে বিকাল থেকে আল ‘কোরআনের ছায়াতলে’, ইফতারের ঠিক পূর্ব মুহূর্তে রয়েছে ‘মোনাজাত’ দোয়া অনুষ্ঠান এবং সেহরির সময় রয়েছে ‘রহমতের রজনি’। এটি প্রচারিত হয়ে আসছে তিন বছর ধরে। দীপ্ত টেলিভিশনে রয়েছে সরাসরি প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান ‘আপনার প্রশ্ন’, অনুষ্ঠানটি সম্প্রচার হচ্ছে দীপ্ত টিভি থেকে সরাসরি। প্রতিদিন বিকেল ৩টা ২০ মিনিট থেকে ৪টা পর্যন্ত এবং ইফতারের পূর্বে জর্ডান ও উজবেকিস্তানে নির্মিত ডকুমেন্টারি অনুষ্ঠান ‘ইসলামি কাফেলা’ সম্প্রচার হয়। সেহরির সময় রয়েছে ‘সুবহে সাদিক’ এবং জিটিভিতে রয়েছে বিশেষ রিয়েলিটি শো এতিমদের নিয়ে বিশেষ আয়োজন ‘কুরআনের ছোঁয়া’ জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা ও ইফতারের পূর্বে রয়েছে ‘হৃদয়ের রমাদান’। পাশাপাশি ঠিক ইফতারে পূর্ব মুহূর্তে ‘মোনাজাত’-এর বিশেষ আয়োজন এবং এসএ টিভিতে আয়োজিত হয়ে আসছে ‘আল কুরআনের আহ্বান’, প্রশ্ন-উত্তরমূলক অনুষ্ঠান ও ইফতারের পূর্বে ‘মোনাজাত’ অনুষ্ঠান।

এ বিষয়ে কুরআন-সুন্নাহ মাল্টিমিডিয়ার কর্ণধার ও বাংলাদেশ ইমাম সমিতির সভাপতি হাফেজ মাওলানা লুৎফর রহমান জানান, দেশ ও জাতির কল্যাণে ইসলামের কল্যাণে, মানবতার কল্যাণে তিনি সবসময় ইসলামের খেদমতে নিয়োজিত থাকতে চান। দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে এই অনুষ্ঠানগুলো তিনি সর্বোচ্চ চেষ্টা করে এবং বিভিন্ন বাধা উপেক্ষা করে সফলতার সঙ্গে এ অনুষ্ঠানগুলো কোরআন প্রচার-প্রসার ও প্রতিষ্ঠার কাজে সহায়ক ভূমিকা পালন করবে বলে আশা ব্যক্ত করেন তিনি।

তিনি আরও জানান, আমি আমার এ কাজগুলো একমাত্র মহান আল্লাহ তায়ালার সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে করে আসতেছি, ইনশাআল্লাহ যতদিন বেঁচে থাকব ততদিন কোরআনের খেদমত করে যাব। পাশাপাশি আমার পরবর্তী প্রজন্ম যেন আমার রেখে যাওয়া ইসলাম ও কোরআন সুন্নাহর পথকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায় সেই কামনা করছি এবং দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন।
 


আরব আমিরাতের গোল্ডেন ভিসা পেয়েছেন চিত্রনায়ক শাকিব খান। আজ নিজের ভেরিফাইড ফেইসবুক পেইজে এক ভিডিও বার্তায় তিনি এ তথ্য জানান।

ভিডিওতে দেখা যায়, শাকিব খান কিছু ডকুমেন্টসে স্বাক্ষর করছেন। এসময় তার পাশে ছিলেন আরব আমিরাতের কয়েকজন উচ্চপদস্থ ব্যক্তি। 

এটাকে গোল্ডেন রেসিডেন্সিও বলা হয়, যা কিনা আমিরাত সরকারের একটি বিশেষ কর্মসুচি। এর বাহকরা আলাদা মর্যাদা পান দেশটিতে।  যদিও বিনিয়োগ, ব‍্যবসাসহ নানা ক্ষেত্রে বহু প্রবাসী ভারতীয় ও বাংলাদেশী গোল্ডেন রেসিডেন্সি পেয়েছেন এরিমধ‍্যে।  ভারত থেকে অভিনেতা ও সুপার স্টার রজনীকান্ত, শাহরুখ খান, সঞ্জয় দত্ত ও টেনিস তারকা সানিয়া মির্জা আরব আমিরাতের গোল্ডেন ভিসা পেয়েছেন। 

গোল্ডেন ভিসা প্রাপ্তরা আমিরাতের নাগরিক না হলেও শিক্ষা, চিকিৎসা, ব‍্যবস‍া, সরকারি অনুষ্ঠানে যোগদান, বিমানবন্দরে প্রিভিলেজসহ নানা সুবিধা পান। 


ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলার পুরস্কারের আগে কলকাতায় অনুষ্ঠিত হয়ে গেল ‘ফিল্মফেয়ার গ্ল্যামার অ্যান্ড স্টাইল অ্যাওয়ার্ড ২০২৫’।

সোমবার (১৭ মার্চ) কলকাতার জে ডব্লিউ ম্যারিয়ট হোটেলে বসে চলচ্চিত্র জগতের স্টাইলিশ-গ্ল্যামারাস আর্টিস্টদের আসর।
প্রথমবারের মতো আয়োজিত এই অ্যাওয়ার্ডে পুরস্কৃত হন দুই বাংলার নন্দিত অভিনেত্রী জয়া আহসান। এদিন ‘ট্র্যাডিশনাল কুইন অব দ্য ইয়ার’ পুরস্কার পেয়েছেন তিনি।

পুরস্কার প্রাপ্তির পর সামাজিক যোগাযোগমাধ্যমে সুখবরটি অনুরাগীদের কাছে ভাগ করে নেন জয়া। নিজের অনুভূতি শেয়ার করে অভিনেত্রী লিখেছেন, ‘এই পুরস্কার পেয়ে আমি ভীষণ খুশি। ফিল্মফেয়ার সবসময় আমাকে বিশেষ অনুভূতি দিয়েছে, এবারের পুরস্কার আমার দীর্ঘ যাত্রায় একটি নতুন সংযোজন হয়ে থাকবে।’

এদিন সঙ্গে বেশ কিছু ছবিও যোগ করেন জয়া। তাকে নানা ভঙ্গিতে অ্যাওয়ার্ড হাতে নিয়েও পোজ দিতে দেখা যায়। সঙ্গে তার রূপ-সাজ বরাবরের মতোই মুগ্ধ করেছে সকলকে।

এদিন জয়া পরেছিলেন একটি অলিভ রঙের সাইনি সিল্ক হাই স্লিট গাউন। তার টেনে বাধা চুল আর হালকা গয়নায় জয়ার গ্ল্যামার এতোটাই তীব্র হয়ে ওঠে যে, অভিনেত্রীর কাছ থেকে নজর এড়ানোই কঠিন হয়ে পড়ে।

ভারতের বাংলা সিনেমার জনপ্রিয় তারকারা এই অনুষ্ঠানে তাদের ফ্যাশনের ঝলক দেখিয়েছেন। অনেকের মধ্যে বেশ কিছু জনপ্রিয় তারকা তাদের স্টাইল এবং গ্ল্যামারের জন্য হয়েছেন সম্মানিত।

প্রসঙ্গত, ভারতীয় সিনেমার অন্যতম সম্মাননা ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস। বলিউডের পাশাপাশি টলিউডেও ‘ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলা’ দেওয়া হয়। ‘ভূতপরী’ সিনেমায় অভিনয়ের জন্য সেরা অভিনেত্রী বিভাগে মনোনয়ন পেয়েছেন জয়া আহসান। টানা সাতবার মনোনয়নের সঙ্গে জয়া পেয়েছেন চারটি ফিল্মফেয়ার পুরস্কার।
 


তারকা, পরিচালক, প্রযোজকসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে ঢালিউড নায়িকাদের ছবিপ্রতি পারিশ্রমিকের একটা হিসাব জানা যায় ।কারও পারিশ্রমিক ৩–৫ লাখ, কারও আবার ১০–১৫ লাখ। একসময় কারও পারিশ্রমিকের অঙ্কটা ১৫–২০ লাখের ঘরে থাকলেও জনপ্রিয়তার নিরিখে এখন তা কমে এসেছে।

জয়া আহসান

একাধিক সূত্রে জানা গেছে,জয়া আহসান অভিনয়জীবনের শুরুতে সিনেমায় তাঁর পারিশ্রমিক ছিল ৬ থেকে ১০ লাখ টাকা। জনপ্রিয়তার সঙ্গে বাড়তে থাকে পারিশ্রমিকের অঙ্কও। প্রযোজক-পরিচালকেরা জানিয়েছেন, দেশের সিনেমায় জয়া কখনো ১৫ আবার কখনো ২০ লাখ টাকা পান। ক্ষেত্রবিশেষে এই অঙ্ক কমবেশি হয়। পশ্চিমবঙ্গের সিনেমায় জয়ার পারিশ্রমিক কত, তা জানা যায়নি।

অপু বিশ্বাস

 জনপ্রিয়তার কারণে অপু বিশ্বাস একটা সময় ১৫–২০ লাখ টাকা পারিশ্রমিক হাঁকিয়েছেন। এখন তাঁর নায়িকা ক্যারিয়ারে ভাটা পড়েছে। তবে বিভিন্ন পণ্যপ্রতিষ্ঠানের প্রচারণায় তিনি ব্যস্ত, চাহিদাও আছে। এই নায়িকার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ছবির নাম ‘ছায়াবৃক্ষ’, যাতে অপুর পারিশ্রমিক ছিল চার–ছয় লাখ টাকা।

তমা মির্জা
 
দেড় দশক আগে তমা মির্জা চলচ্চিত্রে অভিষেক।  খোঁজ নিয়ে জানা গেছে, তমা মির্জা এখন ছবিপ্রতি পারিশ্রমিক নিচ্ছেন ১০–১৫ লাখ টাকা। সর্বশেষ একটি চলচ্চিত্রে ১২ লাখ টাকায় চুক্তিবদ্ধ হয়েছেন। তবে ছবিভেদে টাকার অঙ্ক ওঠানামা করে।

শবনম বুবলী

জীবনের প্রথম সিনেমায় এই নায়িকা পারিশ্রমিক পেয়েছিলেন ৫ লাখ টাকা; প্রযোজক-পরিচালক সূত্রে তেমনটাই জানা গেছে। কয়েক বছর ধরে বুবলী সমানতালে চলচ্চিত্রে কাজ করছেন। ওটিটিতেও তাঁর একাধিক চলচ্চিত্র মুক্তি পেয়েছে। ঈদে ‘জংলি’ ও ‘পিনিক’ মুক্তি পাওয়ার কথা রয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, ছবিপ্রতি বুবলী পারিশ্রমিক নিচ্ছেন ৬–১০ লাখ টাকা।

বিদ্যা সিনহা মিম

মডেলিংয়ের পাশাপাশি চলচ্চিত্রেও অভিনয় করেন মিম।  মিম যেসব প্রযোজক-পরিচালকের সঙ্গে কাজ করেছেন, তাঁদের কাছ থেকে প্রাপ্ত তথ্যমতে, ছবিপ্রতি ১৫ লাখ টাকা পারিশ্রমিক দাবি করেন মিম। তবে ক্ষেত্রবিশেষে তা ওঠানামাও করে।

নুসরাত ফারিয়া
 
নুসরাত ফারিয়ার ছবির প্রযোজক ও পরিচালকদের সঙ্গে কথা বলে জানা গেছে, কোনো ছবিতে তিনি ১০ লাখ, কোনোটিতে ১২ লাখ, আবার কোনোটিতে ১৫ লাখ টাকা পারিশ্রমিক চেয়ে থাকেন। মাঝখানে ১০ লাখ টাকার কমেও ছবিতে কাজ করার ইচ্ছা পোষণ করেন এই নায়িকা।

পরীমনি
 
জনপ্রিয়তার নিরিখে ছবিপ্রতি পরীমনির সম্মানীও বেড়েছে। দেশে তিনি সর্বোচ্চ ২২ লাখ টাকা পারিশ্রমিক নিয়েছিলেন ‘অ্যাডভেঞ্চার সুন্দরবন’-এ। এর বাইরে আরও কয়েকটি ছবিতেও তিনি ২২ লাখ টাকা সম্মানী নিয়েছিলেন বলে জানিয়েছেন পরীমনি নিজেই।তবে ক্ষেত্রবিশেষে এর কমেও অনেক প্রযোজক-পরিচালকের ছবিতে কাজ করে দিয়েছেন। দেশে ২২ লাখ টাকা সম্মানী নিলেও দেশের বাইরে থেকে তার চেয়েও বেশি পারিশ্রমিক নিয়েছেন। ‘ফেলুবক্সী’ ছবিতে পরীমনির পারিশ্রমিক ছিল ২৮ লাখ। 

পূজা চেরী

জাজ মাল্টিমিডিয়ার ব্যানারে তৈরি ‘নূরজাহান’ ছবিতে কাজ করার সময় প্রতিষ্ঠানটি থেকে মাসিক বেতন পেতেন পূজা। প্রতিষ্ঠানটির একটি সূত্র জানিয়েছে, বেতনের হিসাবে এই নায়িকার পারিশ্রমিক ছিল তিন লাখের মতো। পূজা এখন ছবিপ্রতি ১০ লাখ টাকা পারিশ্রমিক দাবি করেন। তবে গল্প কিংবা প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে বোঝাপড়া ভালো হলে আট লাখ টাকায়ও কাজ করেন।

দীঘি

 নায়িকা হিসেবে দীঘি তাঁর প্রথম দিককার ছবি ‘তুমি আছো তুমি নেই’–তে পারিশ্রমিক নিয়েছিলেন তিন লাখ টাকা। সামনের ঈদুল ফিতরে তাঁকে ‘জংলি’ সিনেমায় দেখা যাবে। জানা গেছে, এ ছবিতে দীঘির পারিশ্রমিক ছিল ৪–৫ লাখের মধ্যে। 


এ বছর রোজার ঈদে বলিউড ভাইজান সালমান খানের বহুল প্রতীক্ষিত ছবি ‘সিকান্দার’ মুক্তি পাবে।

ঈদে সালমানের ছবি মানেই দর্শক-ভক্তদের মাঝে এক আলাদা উন্মাদনা। এরইমধ্যে সে উন্মাদনার ঝড় বইতে শুরু করেছে। নেট-দুনিয়ায় ‘সিকান্দার’কে নিয়ে নানা খবর এখন উড়ে বেড়াচ্ছে। সর্বশেষ খবরটি হলো, মুক্তির আগেই এআর মুরুগাদস পরিচালিত এই সিনেমাটি ইতোমধ্যেই ১৬৫ কোটি টাকা আয় করেছে। 

যদিও নির্মাতাদের পাশাপাশি বিশেষজ্ঞরাও মনে করছেন যে ‘সিকান্দার’ প্রথম দিন থেকেই আয় করতে চলেছে। এর মধ্যে ‘সিকান্দার’ ছবির জন্য সালমান, রাশমিকা মান্দানা, কাজল আগারওয়াল, শারমান যোশী, প্রতীক বব্বররা কত পারিশ্রমিক নিয়েছেন, তা-ও ফাঁস হয়েছে।

ছবিতে সালমানের সঙ্গে আছেন ভারতের ‘জাতীয় ক্রাশ’ রাশমিকা মান্দানা, আর তাই সিনেমাপ্রেমীরা নতুন এই জুটিকে দেখার জন্য অধীর আগ্রহে আছেন। ইতিমধ্যে ‘সিকান্দার’ ছবির একটি রোমান্টিক গান মুক্তি পেয়েছে।

এই গানে সালমান আর রাশমিকার রসায়ন সাড়া ফেলেছে সিনেমাপ্রেমীদের মধ্যে। পিঙ্কভিলার একটি প্রতিবেদন অনুসারে, প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালা ‘সিকান্দার’-এর ডিজিটাল রাইটস (ওটিটি রিলিজ), স্যাটেলাইট রাইটস (টিভি প্রিমিয়ার) এবং গানের রাইটসের জন্য প্রায় ১৬৫ কোটি টাকার একটি চুক্তি করেছেন। ‘সিকান্দার’-এর স্ট্রিমিং রাইটসের জন্য নেটফ্লিক্স ৮৫ কোটি দিয়েছে। তবে ভাইজানের ছবিটি বক্স অফিস থেকে যদি ৩৫০ কোটি আয় করে, তাহলে নেটফ্লিক্স ওটিটি রাইটসের দর বাড়িয়ে ১০০ কোটি করবে।

এআর মুরুগাদস পরিচালিত এই ছবির স্যাটেলাইট রাইটস জি নিয়েছে। জি-কে ৫০ কোটির বিনিময়ে স্যাটেলাইট রাইটস বিক্রি করা হয়েছে। জি মিউজিক ৩০ কোটির বিনিময়ে মিউজিক্যাল রাইটস নিয়েছে।

এভাবেই সালমানের ছবি মুক্তির আগেই ১৬৫ কোটি আয় করে ফেলেছে। এই ছবির উৎপাদন খরচ ১৮০ কোটি। তাহলে দেখা যাচ্ছে, ‘সিকান্দার’ ৮০ শতাংশের বেশি আয় করে ফেলেছে। আর এই ছবির সার্বিক বাজেট ৪০০ কোটি। ‘সিকান্দার’ তাহলে মোট বাজেটের ৪০ শতাংশের বেশি অংশ উশুল করে ফেলেছে।

এবার আসা যাক পারিশ্রমিকের প্রসঙ্গে। সালমানকে ‘সিকান্দার’ ছবিতে দ্বৈত চরিত্রে দেখা যাবে। এই ছবির জন্য তিনি ১২০ কোটি নিয়েছেন বলে শোনা যাচ্ছে। তবে এ বিষয়ে এখনো ধোঁয়াশা আছে। কারণ, বড় তারকারা সাধারণত ছবির মুনাফা থেকে এক বড়সড় অংশ নেন। ‘সিকান্দার’ ছবির মূল নায়িকা রাশমিকা মান্দানার পারিশ্রমিকের অঙ্ক ৫ কোটি রুপি। এই ছবির আর এক নায়িকা কাজল আগারওয়াল ৩ কোটি নিয়েছেন। ‘সিকান্দার’ ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে অভিনেতা শারমান যোশীকে। তিনি এই ছবিতে অভিনয়ের জন্য নিয়েছেন ৭৫ লাখ।

এ আর মুরুগাদস পরিচালিত এই ছবির অপর অভিনেতা প্রতীক বব্বরের পারিশ্রমিকের অঙ্ক হলো ৬০ লাখ। আর ‘সিকান্দার’ ছবির জন্য অভিনেতা সত্যরাজ দর হেঁকেছেন ৫০ লাখ। আগামী ২৮ মার্চ বড় পর্দায় মুক্তি পাবে ‘সিকান্দার’।


বছর পাঁচ আগে মরণোত্তর দেহদানের অঙ্গীকার করেছিলেন ভারতের পশ্চিবঙ্গের প্রখ্যাত সংগীতশিল্পী কবীর সুমন। সেই সময় অনুরাগী-বন্ধুদের সঙ্গে সামাজিকমাধ্যমে স্বাক্ষর করা অঙ্গীকারপত্রের ছবিও শেয়ার করেছিলেন তিনি।

কিন্তু এবার সেই সিদ্ধান্ত থেকে সরে আসলেন জনপ্রিয় এই গায়ক। জানালেন, দেহদানের ইচ্ছে প্রত্যাহার করেছেন তিনি। আর তার দেহ যেন ইসলামী রীতিতে কলকাতায় দাফন করা হয়।

সামাজিকমাধ্যম ফেসবুকের এক পোস্টে কবীর সুমন বলেন, ‘রমজান মোবারক! সকলকে জানাতে চাই, কিছুকাল আগে এই ফেসবুকেই ঘোষণা করেছিলাম- আমি আমার দেহ দান করেছি, কোনো ধর্মীয় শেষকৃত্য আমি চাই না। অনেক ভেবে আমি সেই সিদ্ধান্ত পাল্টালাম। দেহদানের ইচ্ছে প্রত্যাহার করছি আমি। আমার দেহ আমি দান করব না।’

সুমনের ইচ্ছে, ইসলামী রীতিতে যেন কলকাতার মাটিতে তার দাফনকার্য সম্পন্ন হয়। গায়কের কথায়, ‘আমি চাই আমায় এই কলকাতারই মাটিতে, সম্ভব হলে গোবরায়, ইসলামী রীতিতে কবর দেওয়া হোক। এটাই আমার চূড়ান্ত সিদ্ধান্ত। আমার কতিপয় স্বজনকে এটা জানিয়ে দিলাম।’

সবশেষে কবীর সুমন লিখেছেন, ‘আমার এই ঘোষণার বিষয়ে কারোর কোনো মত বা মন্তব্য চাই না। সকলের ওপর শান্তি বর্ষিত হোক।’

উল্লেখ্য, ১৯৯২ সালে ‘তোমাকে চাই’ অ্যালবামের মাধ্যমে বাংলা সংগীতের জগতে আত্মপ্রকাশ করেন কবীর সুমন। জীবনঘনিষ্ঠ লিরিক আর গায়কীতে নতুন ধারা চালু হয় তার হাত ধরে। এরপর তিনি শ্রোতাদের উপহার দিয়েছেন অসংখ্য কালজয়ী গান। গেল কয়েক বছর ধরে বাংলা খেয়াল নিয়ে কাজ করছেন এই শিল্পী।
 


 কুসুম সিকদার ২৫ বছর ধরে খাবারে বেশ নিয়ম মেনে চলছেন।  এই অভিনয়শিল্পী জানান, ১৩ বছর ধরে মাছ–মাংস একেবারেই খান না। তার আগে ১২ বছর ধরে ভাত একেবারে ছুঁয়েও দেখতেন না। তখন মাছ–মাংস খেতেন, এখন ভাত খেলেও খান না মাছ আর মাংস।

দুই যুগ ধরে বিনোদন অঙ্গনে পথচলা শুরু কুসুম সিকদারের। শুরুটা গান দিয়ে হলেও পরে অভিনয়ে ব্যস্ত হয়ে ওঠেন। নাটক, টেলিছবি এরপর চলচ্চিত্রে অভিনয় করেন। অভিনয়ের জন্য অর্জন করেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারও। গত বছর এই অভিনয়শিল্পী ও মডেলকে চলচ্চিত্র নির্মাতা হিসেবেও পাওয়া গেছে। ‘শরতের জবা’ নামের সেই চলচ্চিত্র পরিচালনার পাশাপাশি অভিনয়ও করেন তিনি। অভিনয়ে যেমন বাছবিচার করেন কুসুম, তেমনি নিজের ফিটনেসের ব্যাপারেও বেশ সচেতন এই মডেল ও অভিনয়শিল্পী।

কুসুম বলেন, ‘৪০ পার করে ফেলেছি। সচেতন তো এখন বেশিই থাকতে হয়। তবে ফিনটেসের ব্যাপারে আমি আরও আগে থেকেই সাবধানতা অবলম্বন করি। ২০০০ সাল থেকে ভাত খেতামই না। এরপর গত ১৩ বছর ধরে মাছ মাংস খাই না। এই ১৩ বছর ভাত খাই, তবে কম। ভাতের সঙ্গে সবজি খাওয়া হয় বেশি। এর বাইরে দুধ, ডিম, ঘি, মাখন, রুটি প্রতিদিনই খাওয়া হয়। আমার অ্যালার্জির সমস্যা আছে, তাই বেগুন আর পুঁইশাক ছাড়া সব ধরনের শাকসবজি খাওয়া হয়। বলতে পারেন, গেল ১৩ বছরে আমি পুরোপুরি ভেজিটেরিয়ান হয়ে গেছি।’

খাওয়ার ক্ষেত্রে এত কড়াকড়ি কি ফিটনেস ধরে রাখার জন্যই, এমন প্রসঙ্গ উঠতেই কুসুম বলেন, ‘একদম তা নয়। সুস্থ থাকাটাই আমার কাছে বড় বিষয়। তা ছাড়া এখন তো বয়স বাড়ছে। বয়সের সঙ্গে রেড মিট যতটা পারা যায়, এড়িয়ে চলা ভালো। আমি রেড মিট ছুঁয়েও দেখি না। এতে আমি বেশ ভালো থাকি। শারীরিক গড়নও ঠিকঠাক থাকে। মানসিকভাবেও আমি থাকি বেশ ফুরফুরে।’ কুসুমের মতে, সুস্থ জীবনযাপন, সঠিক খাদ্যাভ্যাস এবং মানসিক শান্তি সৌন্দর্য ধরে রাখার মূল চাবিকাঠি। পরিবারের সঙ্গে সময় কাটানো এবং ভালো বই পড়া তাঁর মানসিক শান্তি ও সৌন্দর্য রক্ষায় সহায়তা করে।

কুসুম সিকদার অভিনীত ও পরিচালিত ‘শরতের জবা’ গত বছর মুক্তি পায়। এই ছবির পর নতুন আরেকটি ছবি বানানোর পরিকল্পনা করছেন। তিনি জানান, সবকিছু চূড়ান্ত হলে তবেই বিস্তারিত জানাবেন।

 


রমজানের প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত মাসব্যাপী ইফতার আয়োজন করেছেন জনপ্রিয় অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল।

 

রাজধানীর গাবতলী, আগারগাঁও এবং মহাখালীর আশপাশের এলাকার বিভিন্ন স্থানে প্রিজন ভ্যানের মাধ্যমে ইফতার বিতরণ করছে এই অভিনেতার প্রতিনিধিরা। বিষয়টি নিশ্চিত করেছেন ডিপজল নিজেই।

সোমবার বিকেলে ডিপজল তার ফেসবুকে ইফতার বিতরণের কয়েকটি ছবি পোস্ট করে তিনি লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ। দ্বিতীয় দিনের মতো ইফতার বিতরণ কার্যক্রম চলছে, ইনশাআল্লাহ পুরো রমজানজুড়ে অব্যাহত থাকবে। দোয়া ও সহযোগিতা কাম্য।’

এদিকে, কিছুদিন আগেই গাইবান্ধার তালুক রিফাইতপুর স্টেশন বাদিয়াখালীতে ডিপজলের মা মরহুমা হাজী জবেদা বেগমের নামে মাদানিয়া মসজিদ কমপ্লেক্সের কাজ শেষ হয়েছে। মসজিদ নির্মাণ সম্পন্ন হওয়ার পর সেখানে একটি মাদ্রাসার কাজ চলছে। আর মাদ্রাসা পরিচালনার দায়িত্ব সামলাচ্ছেন খল-অভিনেতা নিজেই।

 


যে অ্যানিমেশন সিনেমাটি সব রেকর্ড ভেঙেচুরে বক্স অফিসে নতুন উদাহরণ তৈরি করেছে, সেটা যুক্তরাষ্ট্রে খুব কম হলেই চলছে। তবু চীনের সিনেমা ‘নে ঝা টু’ মুক্তির মাত্র চার সপ্তাহে আয় করেছে ১ দশমিক ৯ বিলিয়ন ডলার।

ছবি: ‘নে ঝা টু’ সিনেমার দৃশ্য (সংগৃহীত)

এই অঙ্ক শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়াবে, সেটা এখনই অনুমান করা কঠিন। তবে যেভাবে নে ঝা টুর দিকে ঝুঁকেছে দর্শক, তাতে আরও অনেক রেকর্ড ভাঙাগড়া হবে, সেটা বলাই বাহুল্য।

চীনা নববর্ষ উপলক্ষে নে ঝা টু মুক্তি পায় গত ২৯ জানুয়ারি। প্রথম তিন দিনেই আয় করে প্রায় দেড় শ মিলিয়ন ডলার। সিনেমা হলে হুমড়ি খেয়ে পড়ে দর্শক, টিকিট নিয়ে কাড়াকাড়ি পড়ে যায়। অবস্থা এমন দাঁড়িয়েছে, মাঝরাতের শোগুলোতেও ঝুলছে হাউসফুল নোটিশ। বৈশ্বিক বাজারের সাহায্য ছাড়াই শুধু চীনের ৮০ হাজার স্ক্রিন থেকে, মাত্র চার সপ্তাহে সিনেমাটি আয় করেছে ১ দশমিক ৯ বিলিয়ন ডলার।

শিগগিরই প্রথম অ্যানিমেশন সিনেমা হিসেবে ২ বিলিয়ন পেরিয়ে যাবে জিয়াওজি পরিচালিত নে ঝা টু। এই সাফল্যে ভর করে এরই মধ্যে ইতিহাসের সেরা ব্যবসাসফল অ্যানিমেশন সিনেমার খেতাব অর্জন করল নে ঝা টু। এর আগে এই অর্জন ছিল গত বছর মুক্তি পাওয়া ‘ইনসাইড আউট টু’র ঘরে। এটি আয় করেছিল ১ দশমিক ৬৬ বিলিয়ন ডলার। ফলে অ্যানিমেশন সিনেমার ক্ষেত্রে এবার হলিউডকে পেছনে ফেলে এগিয়ে গেল চীনের ইন্ডাস্ট্রি।

নে ঝা টু তৈরি হয়েছে চীনা পৌরাণিক কাহিনির ওপর ভিত্তি করে। সঙ্গে রয়েছে সামাজিক ন্যায়বিচারের মতো সমসাময়িক বিষয়ও, যা আকৃষ্ট করেছে তরুণ প্রজন্মকে। চীনের দর্শক সাধারণত নিজেদের সংস্কৃতির গল্প দেখতে বেশি পছন্দ করে। তবে এক দশক ধরে হলিউডের বড় বাজার তৈরি হয়েছে চীনে।

চীনের বাজারে হলিউডের ব্যাপক জনপ্রিয়তার সঙ্গে সঙ্গে অনেকটা কোণঠাসা হয়ে পড়েছিল স্থানীয় সিনেমাগুলো। নে ঝা টুর এই সাফল্যের পর নিজেদের কনটেন্ট নিয়ে ফের আশাবাদী চীনের প্রযোজকেরা।


বলিউড অভিনেতা সালমান খানকে নিয়ে ভক্তদের আগ্রহের শেষ নেই। অভিনেতাও ভক্তদের বিভিন্ন চমক দেন।

এবার রোজা শুরুর আগেই ভক্তদের চমক দিলেন সালমান খান। চলতি বছর ‘সিকান্দার’ সিনেমা নিয়ে ব্যস্ত ছিলেন সালমান। সিনেমাটির টিজার প্রকাশ পেয়েছে বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি), সেই সঙ্গে জানা গেল সিনেমাটি মুক্তির তারিখ।  

বলিউড হাঙ্গামা থেকে জানা গেছে, মুরুগাদোস পরিচালিত ‘সিকান্দার’ সিনেমাটি রোজার ঈদে মুক্তি পেতে যাচ্ছে।। সিনেমাটির মাধ্যমে প্রথমবারের মত সালমানের বিপরীতে দেখা যাবে রাশমিকা মান্দানাকে। সেই সঙ্গে থাকবে প্রতীক বারবার এবং সত্যরাজ।

সিনেমাটির মাধ্যমে প্রথমবারের মত সালমানের বিপরীতে দেখা যাবে রাশমিকা মান্দানাকে। সালমান খান সামাজিক যোগাযোগমাধ্যমে সিনেমার টিজার শেয়ার করেছেন। এক মিনিট ২১ সেকেন্ডের টিজারে সালমানের গল্প বলা হয়েছে। তাকে অ্যাকশন অবতারে দেখা গেছে। যদিও টিজারে সিনেমাটির গল্প এবং এর প্লট সম্পর্কে এখনও খুব বেশি কিছু প্রকাশ করা হয়নি, তবে ভক্তদের জন্য এটাই যথেষ্ট যে সালমান খানকে আবারও দাবাং স্টাইলে বড় পর্দায় দেখা যাবে। এছাড়াও সিনেমায় সব চরিত্রদের দেখা মিলেছে। সিনেমাটির টিজার প্রকাশের পর থেকেই প্রশংসা পাচ্ছে ভক্তদের। সালমানের চিরচেনা অ্যাকশন অবতার দেখে মুগ্ধ ভক্তরা। 

চলতি মাসের শুরুতে ‘সিকান্দর’ সিনেমার নতুন পোস্টার প্রকাশ পেয়েছিল।  সিনেমাটির পোস্টারটি সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছিল। পোস্টারে সালমানের লুক প্রশংসা পেয়েছিল। এবার দেখার পালা সিনেমাটির ট্রেলারে কি চমক থাকে। 


বলিউড বাদশা শাহরুখ খানের বাংলো মান্নাত মুম্বাইয়ে পর্যটকদের অন্যতম আকর্ষণে পরিণত হয়েছে।

বান্দ্রা এলাকার এই বাংলোটির বাইরে প্রতিদিন শত শত শাহরুখ-ভক্ত ভিড় করে। ২৫ বছরেরও বেশি সময় ধরে অভিনেতা এবং তার পরিবার এই বাড়িতে থাকেন।এবার জানা গেল, চলতি বছরের শেষ দিকে তারা এই বাংলো ছেড়ে একটি অ্যাপার্টমেন্ট থাকতে যাবেন! শুনতে খুব অবাক লাগলেও এটাই সত্যি।

এ বিষয়ে আরও জানা গেছে,তাদের বাংলোটিতে বেশ কিছু সংস্কারের কাজ হবে, আর তাই খান পরিবারকে কিছুদিন অন্য জায়গায় থাকতে হবে।

বলিউড ভিত্তিক সংবাদমাধ্যম অনুসারে, মান্নাত বেশ কিছুটা বড় করা হবে, আরও বেশ কয়েকটি ফ্লোর যোগ হবে। এর জন্য শাহরুখকে আদালতের থেকে অনুমতিও নিতে হয়েছিল। ইতোমধ্যেই কিছুটা কাজ শুরুও হয়ে গেছে। কিন্তু এরপর আরও ভারী কাজ হওয়ার কারণে পরিবারের সবাইকে নিয়ে শাহরুখের পক্ষে সেখানে থাকা সম্ভব হবে না। তাই তারা সেই সময়টুকুর জন্য অন্য জায়গায় থাকবেন।

শাহরুখ খানের নতুন ঠিকানা কোথায় হচ্ছে? এ বিষয়ে জানা গেছে, শাহরুখ খান, স্ত্রী গৌরী এবং সন্তান অর্থাৎ আরিয়ান, সুহানা এবং আব্রামকে নিয়ে বান্দ্রার পালি হিল এলাকায় একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্টের চার তলায় থাকবেন।


একটি সংলাপ কতটা আবেগী হতে পারে, বিষাদে ভরিয়ে দিতে পারে দর্শক-মন, তার আরেকটি উদাহরণ নতুন করে উঠে এসেছে নেট দুনিয়ায়। ‘চাচা, হেনা কোথায়?’

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচিত সংলাপ। কিছুদিন আগেও হঠাৎই একটি ভিডিওতে দেখা যায়, ‘প্রেমের সমাধি’ সিনেমার বকুল চরিত্রের অভিনেতা বাপ্পারাজ হেনার খোঁজে টাঙ্গাইলে। সিনেমার মতোই দৌড়ে এসে বাপ্পারাজ নাঈমের সামনে দাঁড়ান, এই অভিনেতার মুখে শোনা যায়, ‘নাঈম ভাই, হেনা কোথায়?’

নাঈম বলেন, ‘হেনার সঙ্গে অনেক আগেই আমার বিয়ে হয়ে গেছে।’ ‘না’ বলে বাপ্পারাজকে জড়িয়ে ধরেন সান্ত্বনা দেন নাঈম। পরে দেখা যায়, গান গাইতে গাইতে হেনা চরিত্রের শাবনাজ হাজির। মজা করে মুঠোফোনের ক্যামেরার ধারণ করা এই ভিডিও আবার ভাইরাল হয়।

এসব মজার ঘটনা নিয়েই গতকাল টেলিপ্যাব (টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ) আয়োজিত পিকনিক ও আনন্দ উদ্‌যাপন অনুষ্ঠানে কথা বলেন নাঈম।

এই অভিনেতা বলেন, ‘বাপ্পা, ওমর সানীসহ আমাদের সেই সময়ের সবার সঙ্গে নিয়মিতই দেখা হয়, আড্ডা হয়। এবার যখন বাপ্পাসহ আরও অনেকে টাঙ্গাইলে আমাদের গ্রামের বাড়িতে আসেন, তখন যথারীতি আমাদের গ্রামের বাড়ির বাগানে চা খাচ্ছিলাম, মজা করছিলাম। ওমর সানী পেছন থেকে ভিডিও করছিল। সব সময়ই নানা মজার ঘটনা ঘটে। আড্ডার মাঝে আমার মেয়ে নামিরা জানায়, বাপ্পা আর আমাকে একটা অনুরোধ রাখতে হবে। মেয়ের আবদার তো রাখতেই হবে। বাপ্পা তখন জানতে চায়, ‘কী মা বলো?”

নাঈম বলেন, ‘বাপ্পা তখন জানতেন না কী হতে যাচ্ছে। পরে নামিরার কাছে সব শুনে, সবার তো চোখ কপালে। হেনার যে অংশ ভাইরাল হয়েছে, সেই অংশ অন্যভাবে অভিনয় করে দেখাতে হবে। এখানে এবার নাঈমকেও থাকতে হবে। এই ভাইরালের যুগে এসব করলে মানুষ কি বলবে। সেই ভাবনা সবার মাথায় ছিল। ‘মেয়ের কথা রাখতে গিয়েই, ভিডিওতে অংশ নিলাম। ওরাই সব ঠিক করল। আমাকে গাছের সঙ্গে হেলিয়ে তারা দাঁড় করিয়ে দিল। পরে আমার কাছে দৌড়ে বাপ্পা আসে। ডায়ালগ দিতে হয়। সেটা আপনারা ভিডিওতে দেখেছেন। মেয়ের ইচ্ছা পূরণ করতে বাপ্পাকে জড়িয়ে ধরি, শাবনাজ এসে নাচে। এটাও পরে দেখি ভাইরাল। আমরা ইচ্ছা করে ভাইরাল করব এমন চিন্তা ছিল না। অল্প সময়েই মধ্যেই ভিডিও করা। তবে বুঝতে পেরেছি দর্শকেরা এখনো আমাদের ভালোবাসেন। তাদের কাছে কৃতজ্ঞতা।’

নাঈদের কথায়, “একটা সিনেমা তো একজন বানায় না। নির্মাতা, শিল্পী, কলাকুশলীদের সম্মিলিত প্রচেষ্টায় একটা ভালো সিনেমা নির্মাণ হয়। আজ থেকে ২৮ বছর আগের সিনেমার একটি ডায়লগ যে এভাবে ছড়িয়ে পড়তে পারে সেটা আমাদের কারও জানা ছিল না। এটা শুধু বাংলা দেশে না, অভিনেতা গাব্বার সিং, শাহরুখ খানসহ অনেক অভিনেতা ডায়লগ কমবেশি সবাই আমরা জানি। একটি ডায়ালগ দিয়ে পুরনো একটি ছবি নতুন প্রজন্মের কাছ পরিচিত অর্জন করেছে। ভালোলাগার বিষয় হল- ‘প্রেমের সমাধি’ সিনেমার ‘হেনা কোথায়’ নিয়ে বাপ্পারাজ ও শাবনাজের সিনেমার যেভাবে প্রচার ঘটেছে তা অবশ্যই প্রসংশার দাবিদার। আমি মনে করে তারাই প্রকৃতশিল্পী।”


দীর্ঘ ৩৭ বছরের দাম্পত্য বলিউড অভিনেতা গোবিন্দ ও তার স্ত্রী সুনীতা আহুজার। বলিউডের সুখী দম্পতি হিসেবে পরিচিত তারা। তবে এবার সেই সুখের সংসারে অসুখ বাসা বেঁধেছে।সম্প্রতি তা ফাঁস করেছেন অভিনেতা গোবিন্দর স্ত্রী সুনীতা। পরকীয়ার অভিযোগ এনেছেন নায়কের বিরুদ্ধে।

ছবি:বলিউড অভিনেতা গোবিন্দ ও তার স্ত্রী সুনীতা আহুজার  

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের খবরে জানা যায়, অর্ধেক বয়সী মারাঠি এক অভিনেত্রীর প্রেমে পড়েছেন গোবিন্দ। তার সঙ্গেই খাচ্ছেন ডুবে ডুবে জল। গুঞ্জন, সেই জলেই টালমাটাল নায়কের সংসার।  

এক সাক্ষাৎকারে গোবিন্দপত্নি বলেন, আগে আমাদের দাম্পত্যে সুরক্ষিত বোধ করতাম। কিন্তু এখন আর করি না। এখন ওর ৬০-এর বেশি বয়স। জানি না, কখন কী করবে।

সুনীতা জানান, আগে কাজের ব্যস্ততায় কোনোরকম পরকীয়ায় জড়িয়ে পড়ার সম্ভাবনা ছিল না গোবিন্দের। কিন্তু এখন তো বসেই থাকে। তাই ভয় হয়, কিছু করে না বসে!

গোবিন্দের ক্যারিয়ারে যখন ভরা বসন্ত তখন ঘরে তোলেন সুনীতাকে। তবে ক্যারিয়ারে প্রভাব পড়তে পারে বলে বিয়ের কথা গোপন রেখেছিলেন। তিন বছর পর প্রকাশ্যে আনেন পরিণয়ের কথা। 

একসময় ভালোবাসার ঘনবসতি ছিল গোবিন্দ-সুনীতার ঘরে। তবে আজ তার এতই অভাব যে দুজনের ঘরই আলাদা হয়ে গেছে। একসঙ্গে থাকার তাগিদও ফুরিয়েছে। দুই সন্তান নিয়ে স্ত্রী থাকেন। অন্যদিকে নিজের বাংলোয় একা থাকেন গোবিন্দ। 

 


লুকোচুরি লুকোচুরি গল্পের পর, অবশেষে নিজের বিয়ের কথা ফেইসবুকে জানান দিলেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। পরিচালক আদনান আল রাজীবের সঙ্গে বিয়ের একগুচ্ছ ছবি প্রকাশ করেছেন তিনি। 

সোমবার ২৪ ফেব্রুয়ারি, নিজের ভেরিফাইড ফেইসবুক পেইজে বিয়ের আনুষ্ঠানিকতার খবর ছবিসহ প্রকাশ করেন অভিনেত্রী।

গতকাল ২৩ ফেব্রুয়ারি ঢাকার অদূরে একটি রিসোর্টে তাদের গায়ে হলুদের অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের ছবি তোলায় বিধিনিষেধ থাকলেও, অলরেডি ফাঁস হয়ে গিয়েছে হলুদের ছবি।

এর আগে, গত ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে ঢাকার একটি রেস্টুরেন্টে মেহজাবীন ও আদনানের আকদ সম্পন্ন হয়।

২০০৯ সালে রিয়েলিটি শোয়ের মাধ্যমে মিডিয়াতে পা রাখেন মেহজাবীন চৌধুরী। নাটকের গণ্ডি পেরিয়ে তিনি এখন ওটিটি ও সিনেমায় নিয়মিত অভিনয় করছেন।

 

 


ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে চলছে ‘তারুণ্যের উৎসব’। গত ১১ তারিখ শুরু হওয়া এই আয়োজন শেষ হবে ১৩ ফেব্রুয়ারি। 

শেষদিন হিসেবে আগামীকাল ১৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে কনসার্ট। এতে অংশ নেবেন উপমহাদেশের বিখ্যাত রকস্টার মাহফুজ আনাম জেমস ও তার দল নগরবাউল। তাদের সঙ্গে কনসার্টে গাইবে জনপ্রিয় ব্যান্ড আর্টসেল। এমনটাই নিশ্চিত করেছেন আয়োজকরা।

আয়োজকরা জানান, পুরো কনসার্টটি থাকবে উন্মুক্ত। কোনো টিকিট লাগবে না। ঢাবির কেন্দ্রীয় খেলার মাঠে কনসার্টটি অনুষ্ঠিত হবে সন্ধ্যার পর থেকে। সাড়ে ৬টায় মঞ্চে আসবেন শিল্পীরা। চলবে মধ্যরাত পর্যন্ত।

জেমস-এর ম্যানেজার রুবাইয়াৎ ঠাকুর রবিন জানান, উৎসবের সমাপনী আসরে ১৩ ফেব্রুয়ারি সন্ধ্যায় থাকছে নগর বাউল চমক। কনসার্টটি থাকছে সবার জন্য উন্মুক্ত।

‘তারুণ্যের উৎসব’ আয়োজন করছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুব উন্নয়ন অধিদফতর। এবারের উৎসবের স্লোগান ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’। 


রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে আটক অভিনেত্রী, সংগীত শিল্পী ও নির্মাতা মেহের আফরোজ শাওন এবং অভিনেত্রী সোহানা সাবাকে টানা জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বিভিন্ন বিষয়ে।

ছবি:শাওন-সাবা (সংগৃহীত)|

তবে তাদের কোনো মামলায় গ্রেফতার দেখানো হবে নাকি জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেয়া হবে তা এখনো নিশ্চিত নয় পুলিশ। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার রেজাউল করিম মল্লিক গণমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি বলেন, মেহের আফরোজ শাওন ও অভিনেত্রী সোহানা সাবাকে জিজ্ঞাসাবাদ চলছে। তাদের কোন মামলায় গ্রেফতার দেখানো হবে, সে সিদ্ধান্ত হয়নি। এ বিষয়ে পরবর্তী সময়ে জানানো হবে।

এর আগে বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার দিকে প্রথমে অভিনেত্রী শাওনকে তার ধানমণ্ডির বাসা থেকে আটক করে ডিবির একটি দল। এর কয়েক ঘণ্টা পর মধ্যরাত সাড়ে ১২টার দিকে একই এলাকা থেকে আটক করা হয়ে সোহানা সাবাকে।

ডিবি সূত্রে জানা গেছে, অভিনেত্রী শাওনের পর সোহানা সাবা নজরদারিতে ছিলেন। তার বিরুদ্ধে দেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগ রয়েছে।

সম্প্রতি শাওনের রাজনৈতিক অবস্থান ও কিছু মন্তব্যকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনা হয়। এরই ধারাবাহিকতায় স্থানীয় বিক্ষুব্ধ ছাত্র-জনতা তার পরিবারের রাজনৈতিক সম্পৃক্ততার বিরুদ্ধে অবস্থান নিয়ে বিক্ষোভ করে এবং আজ সন্ধ্যায় বাড়িটিতে আগুন ধরিয়ে দেয়।

এদিকে আওয়ামী লীগপন্থি শিল্পীদের হোয়াটসঅ্যাপ গ্রুপ ‘আলো আসবেই’-এর সক্রিয় সদস্য ছিলেন অভিনেত্রী সোহানা সাবা।


ভারতের হিন্দি ধারাবাহিকের পরিচিত মুখ রাম কাপুর। পাশাপাশি বড়পর্দায়ও কাজ করে থাকেন এ অভিনেতা। তবে এরইমধ্যে জীবনের ৫১ বসন্তে এসেছেন। এরপরও কাজ থেকে কিঞ্চিৎ সরে দাঁড়াননি তিনি। বরং কাজের জন্য কঠিন চ্যালেঞ্জ গ্রহণ করে নিয়েছেন সানন্দে। আশ্চর্যজনক বিষয় হচ্ছে, অর্ধ শতাধিক বয়সে এসে ৫৫ কেজি ওজন ঝরিয়েছেন এ অভিনেতা।

ছবি- রাম কাপুর(সংগৃহীত)|

অবিশ্বাস্য হলেও এটাই সত্য। গত বছরের ডিসেম্বরে সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করে রাম কাপুর জানিয়েছিলেন, কেন প্রায় বছরখানেক ধরে সোশ্যাল মিডিয়া থেকে দূরে ছিলেন। তখন তিনি বলেছিলেন, বন্ধুরা, অনেকটা দীর্ঘ সময়ের জন্য গায়েব থাকায় সরি। আসলে এতদিন নিজের ওপর কাজ করছিলাম আমি।

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, রাম কাপুরের ওই সময়ের ছবি দেখে বোঝা যায়, বিপুল পরিমাণ ওজন ঝরিয়েছেন তিনি। জানা যায়, ৫৫ কেজি ওজন কমিয়েছেন, সেটিও মাত্র এক বছরে। দেবনা গান্ধীর পডকাস্ট শোয়ে হাজির হয়ে ওজন কমানোর সেই গল্প শুনিয়েছেন অভিনেতা। শরীর চর্চা ও ডায়েটের কথাও জানিয়েছেন। কোনো ধরনের স্টেরয়েড বা ওষুধ নয়, কেবল শরীর চর্চা ও খাবারের মাধ্যমেই ওজন কমিয়েছেন রাম কাপুর।

এ ব্যাপারে এই অভিনেতা বলেন, গত ৫ বছর ধরে ওজন কমাচ্ছি। যেটা করেছি সেটা হলো ৫ বছর আগে প্রায় ৩০ কেজি ওজন কমিয়েছি। পরে ফের মোটা হয়ে যাই। তখনই বুঝতে পারি কী করতে হবে আমার। তখন রাত জেগে বিশেষজ্ঞদের বই পড়তাম, পডকাস্ট শুনতাম। বুঝতে পারি পৃথিবীতে দুই ধরনের মানুষ রয়েছে, যাারা স্বাস্থ্য নিয়ে চিন্তিত, আর যারা ভাবেন না।

রাম কাপুর জানান, সকালের খাবার সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে খেতেন তিনি। এরপর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে খেতেন। মাঝের এই সময় কিছুই খেতেন না। ১৬ ঘণ্টা করে একদম না খেয়ে থাকতেন। প্রতিদিন ৪৫ মিনিট করে কার্ডিও ও ৪৫ মিনিট শক্তি বৃদ্ধির এক্সারসাইজ করতেন।

এ অভিনেতা বলেন, নিজেকে ফিট রাখার জন্য সুস্থ থাকতে ও ওজন কমাতে দুটো জিনিস করতে হবে। প্রথমত ভালো ঘুম এবং দ্বিতীয়ত শক্তি বৃদ্ধির জন্য এক্সারসাইজ। তবে স্বাস্থ্য কমানোর জন্য অজেম্পক ওষুধ বা অন্যান্য স্টেরয়েড গ্রহণ করেননি তিনি।

প্রসঙ্গত, টেলিভিশন ধারাবাহিক ‘ন্যায়’ (১৯৯৭) এর মাধ্যমে অনস্ক্রিন অভিনয় ক্যারিয়ার শুরু হয় রাম কাপুরের। পরবর্তীতে ‘কসম সে’ এবং ‘বড়ে আচ্ছে হ্যায়’ ধারাবাহিকে অভিনয় করে দর্শকমহলে খ্যাতি লাভ করেন তিনি।
 


সংস্কৃতি মন্ত্রণালয়ের বেশিরভাগ ফান্ড শিল্পীদের উন্নয়নে ব্যবহার না করে রাজনৈতিক কাজে ব্যবহার করেছিলো বিগত সরকার। এমনটা জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

শুক্রবার (৩১ জানুয়ারি) বিকেলে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ফকির লালন সাঁইজির ২৫০তম আবির্ভাব বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে আয়োজিত এক সেমিনারে একথা বলেন তিনি।

এ সময় তিনি বলেন, বাংলাদেশের কালচারের একটি উল্লেখযোগ্য পাঠ বাউল ও সুফি গান। প্রকৃত শিল্পীদের উন্নয়নে কাজ করে যাবে সংস্কৃতি মন্ত্রণালয়। সামনে বাউল ও সুফি শিল্পীদের ডাটাবেজ তৈরি করা হবে।

তিনি আরও বলেন, সামনে শিল্পীদের রাজনৈতিক কাজে ব্যবহারের আর কোনো সুযোগ দেয়া হবে না। পরর্তীতে যারা সরকারে আসবে তারাও রাজনৈতিক কাজে ব্যবহার করবে না এমনটাই জানান উপদেষ্টা।


তিন বছর আগে মতিঝিলে অবস্থিত ঢাকার অন্যতম প্রাচীন প্রেক্ষাগৃহ মধুমিতা সুবর্ণজয়ন্তী উদযাপন করেছিল। এবার ঐহিত্যবাহী এ সিনেমা হল বন্ধের খবর এলো। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) মধুমিতা হলের মালিক ইফতেখার উদ্দিন নওশাদ এ তথ্য জানিয়েছেন।

আগামী রোজার ঈদে সিনেমা চালানোর পর হলটি বন্ধ করে দেওয়া হবে বলে তিনি জানান। রাজধানীর ব্যস্ত ও গুরুত্বপূর্ণ এলাকার এ সিনেমা হলে বন্ধ হলেও, এখানে নতুন ভবনে মাল্টিপ্লেক্স থাকবে বলে নিশ্চিত করেছেন ইফতেখার নওশাদ। মধুমিতা সিনেমা হল উদ্বোধন হয় ১৯৬৭ সালের ১ ডিসেম্বর। বর্তমানে সিনেমা হলটি বন্ধ আছে।

তিনি বলেন, কোটি টাকা দিয়ে হলের মানোন্নয়ন করেছিলেন, কিন্তু কোনো সিনেমা চলে না। শুধু শাকিব খানের সিনেমা চলে। তার সিনেমাই ব্যবসা করে। দীর্ঘদিন ধরে একাই টিকিয়ে রেখেছেন সিনেমা হলের ব্যবসা। আসছে ঈদের উৎসবে মধুমিতায় সিনেমা চালিয়ে হল বন্ধ রাখব। তবে এখানে বহুতল বাণিজ্যিক ভবন হলে মাল্টিপ্লেক্স থাকবে বলেও নিশ্চিত করেন তিনি।

ইফতেখার বলেন, ‘অনেক চেষ্টা করেছি হলটি চালু রাখতে। কিন্তু সম্ভব হচ্ছে না। তাই অনেকটা বাধ্য হয়েই বন্ধের সিদ্ধান্ত নিচ্ছি। নতুন ভবনে মাল্টিপ্লেক্স করার ইচ্ছে আছে। দেখা যাক কতটা কী করতে পারি।’


সেরা ফিচার ফিল্ম পুরস্কার পেয়েছে ফ্রান্সের সিনেমা 'কুমভা' (হুইচ কাম ফ্রম সাইলেন্স), যার পরিচালক সারাহ মালেগোল। সেরা পরিচালক পুরস্কার পেয়েছে আগুস্টিনা সানচেজ গ্যাভিয়ের। সিনেমার নাম 'নুয়েস্ত্রা সোমব্রা' (আওয়ার ওউন শেডো)। সিনেমাটি আর্জেন্টিনা ও জার্মানির যৌথ প্রযোজনা।

ছবি: আয়োজকদের সৌজন্যে।

স্পিরিচুয়াল ফিল্ম সেকশনে সেরা শর্ট ফিল্ম পুরস্কার পেয়েছে লুইস ক্যাম্পোস পরিচালিত পর্তুগালের সিনেমা 'মন্টে ক্লেরিগো'। স্পেশাল মেনশন পুরস্কার পেয়েছে ভারতের সিনেমা 'স্বাহা' (ইন দ্য নেম অব ফায়ার)। সিনেমার পরিচালক অভিলাষ শর্মা। সেরা ফিচার ফিল্ম অ্যাওয়ার্ড জিতেছে ইভান সোসনিন পরিচালিত রাশিয়ার সিনেমা 'প্রিশেলেক' (দ্য এলিয়েন)

বাংলাদেশ প্যানোরামা ট্যালেন্ট সেকশনে তিনটি সিনেমা পুরস্কৃত হয়েছে। সেরা চলচ্চিত্র (ফিপরেস্কি জুরি) হয়েছে মনন মুনতাকা পরিচালিত 'আ লেজি মুন' সিনেমা। ফার্স্ট রানারআপ হয়েছে আসিফ ইউ হামিদ পরিচালিত 'ফুলেরা পোশাক পরে না' (ডিফাই) এবং সেকেন্ড রানার আপ হয়েছে মোবারক হোসেন পরিচালিত 'পৈতৃক ভিটা' (হেরেডিটারি হোমস্টেড)।

এছাড়াও বাংলাদেশ প্যানোরমা পূর্ণ দৈর্ঘ্য বিভাগে সেরা চলচ্চিত্র (ফিপরেস্কি জুরি) হয়েছে মেহজাবীন চৌধুরী অভিনীত 'প্রিয় মালতী' সিনেমা। সিনেমার পরিচালক শঙ্ক দাশ গুপ্ত। এশিয়ান ফিল্ম কম্পিটিশন সেকশনে সেরা চিত্রনাট্য পুরস্কার পেয়েছে তাকাতো নিশি ও নোরিকো ইউওসা। তাদের জাপানি সিনেমা 'পারফর্মিং কাওরু’স ফিউনারেল' সিনেমার জন্য এই পুরস্কার পেয়েছেন।

সেরা চিত্রগ্রাহক পুরস্কার পেয়েছেন দিলসাত কানন। তুরস্কের 'ডেমো কে পেলে গোজান বেনি জের' (হোয়্যান দ্য ওয়ালনাট লিভস টার্ন ইয়েলো) সিনেমার জন্য পুরস্কার পেয়েছেন। সেরা অভিনেত্রী পুরস্কার পেয়েছেন ডিমেন জান্ডি। ইরান ও তাজিকিস্তানের যৌথ প্রযোজনার সিনেমা 'মেলডি'তে অভিনয় করে সেরার পুরস্কার পেয়েছেন।

সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন রায়ান সারলক। ইরানি সিনেমা 'তাবেস্তান-ই হামান সাল' (সামার টাইম) এর জন্য পুরস্কার পেয়েছেন। এই সিনেমার জন্য বিশেষ মেনশন পুরস্কার পেয়েছেন পরিচালক মাহমুদ কালারি। সেরা পরিচালক পুরস্কার পেয়েছেন চীনা পরিচালক হাওফেং শু ও জুনফেং শু। তার সিনেমার নাম 'ম্যান কিয়ান বাও দি' (১০০ ইয়ার্ডস)। সেরা চলচ্চিত্র পুরস্কার জিতেছে শোকির খলিকভ পরিচালিত উজবেকিস্তানের সিনেমা 'ইয়াকশানবা' (সানডে)।

রেইনবো চলচ্চিত্র সংসদের উদ্যোগে ‘নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ’- স্লোগান সামনে রেখে গত ১১ই জানুয়ারি পর্দা উঠেছিল ২৩তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের। ঢাকার ৫টি ভেন্যুতে ৯ দিনব্যাপী আয়োজিত এই উৎসবে সরাসরি অংশগ্রহণ করেছেন ৪৪ জন বিদেশি প্রতিনিধি।

উৎসবে চীন ও বাংলাদেশের ৫০ বছরের কূটনৈতিক সম্পর্কের উদযাপন লক্ষ্যে এবার উৎসবের ওয়াইড অ্যাঙ্গেল সেকশনটি চীনা চলচ্চিত্রের জন্য উৎসর্গ করা হয়। এর সাথে জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তন করিডরে চীনা চলচ্চিত্র পোস্টার এক্সিবিশনের বিশেষ আয়োজন করা হয়।

দুই দিনব্যাপী 'সিনেমায় নারী' শীর্ষক সম্মেলন ছিল উৎসবের একটি বিশেষ আকর্ষণ। এবার তৃতীয় বারের মতো আয়োজন করা হয় মাস্টারক্লাসের। বাংলাদেশসহ সার্বিয়া, চীন ও নরওয়ের চলচ্চিত্র বোদ্ধাগণ মাস্টারক্লাসটি পরিচালনা করেন। এটি তত্ত্বাবধান করেন বাংলাদেশি চলচ্চিত্র সমালোচক বিধান রিবেরু। এছাড়া এবার প্রখ্যাত রাশিয়ান চলচ্চিত্র পরিচালক আলেক্সেই ফেদোরচেনকোর 'রেট্রোস্পেকটিভ' আয়োজন করা হয়।
 


যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে দাবানলের আগুনে সাধারণ মানুষের পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়েছেন তারকারাও। 

প্যারিস হিলটন, বেন অ্যাফ্লেক, জেনিফার গ্রে, ক্যারি এলওয়েসসহ বেশ কয়েকজন তারকার বাসভবন পুড়ে ছাই হয়ে গেছে আগুনে। শুধু তাই নয়, এই পরিস্থিতিতে পিছিয়ে অ্যাকাডেমি পুরস্কার, গ্র্যামিসহ একাধিক অনুষ্ঠান পিছিয়ে দিয়েছে কর্তৃপক্ষ।

মার্কিন সংবাদমাধ্যম ভ্যারাইটির এক প্রতিবেদনে জানিয়েছে, দাবানালের কারণে অস্কার মনোনয়ন ঘোষণা পেছানো হয়েছে, বাড়ানো হয়েছে ভোটদানের সময়ও।

প্রতিবেদনে জানানো হয়, পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী ১৭ জানুয়ারি অস্কারের চূড়ান্ত মনোনয়ন ঘোষণার কথা ছিল। কিন্তু এখন সেটা দুই দিন পিছিয়ে মনোনয়ন ঘোষণার তারিখ ১৯ জানুয়ারি করা হয়েছে। ৮ জানুয়ারি থেকে শুরু হয়েছে মনোনয়নের জন্য ভোটদান, যা ১২ জানুয়ারি পর্যন্ত চলার কথা ছিল। কিন্তু নতুন ঘোষণা অনুযায়ী, ১৪ জানুয়ারি পর্যন্ত ভোট দিতে পারবেন একাডেমির ভোটাররা। ২ মার্চ ওভেশন হলিউডেরডলবি থিয়েটারে নির্ধারিত রয়েছে৷

প্রতিবেদনে আরও বলা হয়, ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে চেয়ে নিজের সমস্ত অনুষ্ঠান আপাতত বাতিল করেছেন বিখ্যাত পপ গায়িকা জেনিফার লোপেজ। দাবানলের গ্রাসে ঘর হারিয়েছেন বিলি ক্রিস্টাল, যিনি একাধিকবার অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের সঞ্চালনা করেছেন। এই অবস্থায় তার পক্ষে এই অনুষ্ঠানে যোগ দেওয়া একেবারে অসম্ভব।

বিষয়টি নিয়ে অ্যাকাডেমির সিইও বিল ক্রেমার জানান, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার বিধ্বংসী আগুনে যারা এত ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের সকলের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন। এ ছাড়া লস অ্যাঞ্জেলসে আমাদের অনেক সহকর্মী রয়েছেন। তাদের বলতে চাই, আমরা আপনাদের জন্য চিন্তিত।
 


বলিউডের জনপ্রিয় নৃত্যপরিচালক ও অভিনেত্রী ফারাহ খান ২০০৪ সালে ৪ ডিসেম্বর ‘ম্যায় হুঁ না’ ছবির সম্পাদক শিরিষকে বিয়ে করেন।

সে হিসাবে তাদের দাম্পত্য জীবন ২০ বছর পার হতে চললো। ২০০৮ সালে কৃত্রিম প্রজননের সাহায্য নিয়ে তারা একসঙ্গে তিন সন্তানের অভিভাবক হন। 

এমনিতেই খুব একটা রাখঢাক করে কথা বলেন না ফারহা। মনে যা, তা-ই বলে ফেলেন। প্রথমবার শিরিষের সঙ্গে তার দেখা হয় ‘ম্যায় হুঁ না’ ছবি করার সময়। সম্প্রতি ফারাহ ভারতের জনপ্রিয় মুখ অর্চনা পুরন সিং-এর ইউটিউব চ্যানেলে অতিথি হয়ে হাজির হয়েছিলেন।

সেখানে তিনি কথা বলেছেন নিজেদের সম্পর্ক নিয়ে। তিনি বলেছেন, আমি প্রথম দেখায় প্রেম এই ব্যাপারটার থেকেই যোজন দূরে। শিরিষ শুরুর দিকে রাগ রাগ দেখাত। কারণ একটা মানুষ যে কম কথা বলে সে রেগে গিলে চুপ করে যায় সেটা আরও বিরক্তিকর। আমি তো আমাদের দেখা হওয়ার পর ছয় মাস পর্যন্ত ভেবেছি উনি সমকামী।

অর্চনা ফারাহর কাছে জানতে চান, তার ও শিরিষের ঝগড়া হলে কে আগে ক্ষমা চায়? উত্তরে ফারাহ বলেন, ‘কেউ 'সরি' বলে না। শিরিষ ২০ বছরে কখনো আমার কাছে ক্ষমা চায়নি। এরপর কিছুটা ব্যাঙ্গ করে ফারাহ খান বলেন, ‘কারণ ও কখনো ভুলই করে না। ’ 

এর আগে ‘মুভিং ইন উইথ মালাইকা’ অনুষ্ঠানে ফারাহ বলেছিলেন, তার ও শিরিষ কুন্দের-এর কাছের এক বন্ধুর তাদের সম্পর্ক নিয়ে ভীষণ খারাপ ধারণা ছিল। বন্ধুটি ভেবেছিলেন, তাদের হয়ত ডিভোর্স হয়ে যাবে। ফারাহর কথায়, ‘আমার বিয়ের দিন ওই বন্ধুকে কেউ একজন জিজ্ঞেস করেছিলেন, তুমি কি ফারাহর বিয়েতে যাচ্ছ? উত্তরে ও বলেছিল, নাহ, আমি ওর দ্বিতীয় বিয়েতে যাব।


 


সহকারী প্রযোজক আতোয়ার শিকদার নামের একজন কর্মীকে অব্যাহতি দেওয়ার কথা জানিয়েছে চ্যানেল আই কর্তৃপক্ষ। এতে বলা হয়, চ‍্যানেল আইয়ের নীতি পরিপন্থী কাজ করায় সংশ্লিষ্ট কর্মীকে অব‍্যহতি দেওয়া হয়েছে।

নিকাব পরে টকশোতে অংশ নেবে জানানো পর চ্যানেল আইয়ের পক্ষ থেকে আমন্ত্রণ জানিয়েও বাদ দেওয়ার অভিযোগ তুলেছিলেন জুলাই গণঅভ্যুত্থান বিষয়ক বিশেষ সেলের সহ-সমন্বয়ক নাফিসা ইসলাম সাকাফি। তার অভিযোগ আমলে নিয়ে সংশ্লিষ্ট কাজে জড়িত এক কর্মীকে অব্যাহতি দিয়েছে বেসরকারি চ্যানেলটির কর্তৃপক্ষ।

অব্যাহতি পত্রে বলা হয়, ‘৩৬ জুলাই’ অনুষ্ঠানের সহকারী প্রযোজক হিসেবে নির্ধারিত অতিথির সাথে ব্যক্তিগতভাবে যোগাযোগের সময় আপনার বক্তব্য ‘চ্যানেল আই’ এর ব্যাপারে সামাজিক যোগাযোগমাধ্যমে নেতিবাচক আলোচনার সূত্রপাত করেছে। একজন সম্মানিত অতিথির সাথে আপনার এরূপ বক্তব্য চ্যানেল আই এর নীতি ও চর্চার পরিপন্থী। আপনার এই দায়িত্বহীন আচরণের কারণে আপনাকে ‘চ্যানেল আই’ এর সকল কর্মকাণ্ড থেকে অব্যাহতি প্রদান করা হলো।

দ্রুত তাকে অনুষ্ঠান সংক্রান্ত সকল কাগজপত্র ও ডকুমেন্ট হস্তান্তর করার জন্যও বলা হয় চ্যানেল আইয়ের পক্ষ থেকে।

এরআগে জুলাই গণঅভ্যুত্থান বিষয়ক বিশেষ সেলের সহ-সমন্বয়ক নাফিসা ইসলাম সাকাফি অভিযোগ করেন, ‘আজকে (শনিবার) বিকেল ৩টায় চ্যানেল আই-এ একটা টকশোতে অ্যাটেন্ড করার জন্য আমন্ত্রণ জানানো হয়। আমি যাবো বলে চ্যানেল আই এর শিকদার (আতোয়ার শিকদার) ভাইকে জানাই। কিছুক্ষণ আগে শিকদার ভাই কল দেওয়ার পর আমি উনাকে জানাই, ‘আমি নিকাব করে টকশোতে অ্যাটেন্ড করবো।’ এরপর শিকদার ভাই, জাহিদ ভাইকে জানায়, নিকাব করে টকশোতে অ্যাটেন্ড করা যাবে না।’

সাকাফি আরও জানান, ‌‘জাহিদ ভাই আমার সঙ্গে যোগাযোগ করলে, আমি মাস্ক পরে টকশোতে অ্যাটেন্ড করবো জানাই। জাহিদ ভাই, শিকদার ভাইকে সেটা জানায়। কিন্তু চ্যানেল আই এক্ষেত্রে আমাকে অ্যালাউ করেনি। আমাকে বাদ দিয়ে অন্য কাউকে টকশোর জন্য নেবে জানায়। জাহিদ ভাই, শিকদার ভাইকে বলে, ‘নিকাব করে মেয়েরাও আন্দোলন করেছে। নিকাব করে কেন টকশোতে অ্যাটেন্ড করা যাবে না?’ শিকদার ভাই জানায়, এটা ঊর্ধ্বতন কর্মকর্তাদের ডিসিশন।’

এদিকে সাকাফির দেওয়া এই ফেসবুক স্ট্যাটাস মুহূর্তে ভাইরাল হয়ে যায়। অনেকে এমন সিদ্ধান্তের তীব্র নিন্দা জানান। অবশ্য দুপুরে চ্যানেলটির পক্ষ থেকে তাদের ফেসবুক পেজে দুঃখ প্রকাশ করে একটি পোস্ট দেয়া হয়। তাদের অনুষ্ঠানে নেকাব পরিহিতরা আগে থেকেই অংশ নিয়েছে এমনটাও জানানো হয়।

ফেসবুক পেজে দেওয়া পোস্টে চ্যানেলটির পক্ষ থেকে বলা হয়, ‘নিকাব, হিজাব পরে চ্যানেল আই-এ নারীদের অংশগ্রহণ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট ও তার প্রতিক্রিয়া আমাদের নজরে এসেছে। হিজাব পরে অনেকেই বিভিন্ন সময়ে চ্যানেল আইয়ের অনুষ্ঠানে অংশগ্রহণ করে থাকেন। নেকাব পরে অনুষ্ঠানে অংশগ্রহণও একটি স্বাভাবিক ব্যাপার। নারীর সম্মান ও ধর্মীয় মূল্যবোধের প্রতি চ্যানেল আই সব সময় সম্মান প্রদর্শন করে। আলোচ্য ঘটনায় সৃষ্ট ভুল বোঝাবুঝির জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।’
 


ভারতের জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগ বস ১৮’-এর বিজয়ীর মুকুট জিতলেন অভিনেতা করণবীর মেহরা।

১০৪ দিনের নানা নাটকীয়তা শেষে গতকাল রোববার রাতে ঘোষণা করা হয় বিজয়ীর নাম। অনুষ্ঠানের সঞ্চালক অভিনেতা সালমান খান বিজয়ীর নাম ঘোষণা করেন। পুরস্কার হিসেবে এদিন ৫০ লাখ রুপির নগদ পুরস্কারের সঙ্গে সোনার ট্রফি জেতেন তিনি। এই গ্র্যান্ড ফিনালেতে করণ ছাড়াও আরেকজন ফাইনালিস্ট ছিলেন, ভিভিয়ান ডিসেনা। তিন মাস আগে করণ জিতেছিলেন রিয়েলিটি শো ‘খতরো কে খিলাড়ি ১৪’-এর মুকুট।
এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে অনুভূতি ব্যক্ত করে করণ বলেন, ‘আমি ভীষণ খুশি। আমার নিজের ওপর বিশ্বাস ছিল। আমি কঠিন পরিশ্রম করেছি। এখানে এসে আমি নিজেকে নতুনভাবে আবিষ্কার করেছি।’

ভিভিয়ান ডিসেনার সঙ্গে করণের লড়াই হয়েছে সেয়ানে–সেয়ানে। ভিভিয়ানকে তিনি বলেন, ‘যখন দুজন মানুষ একটা ট্রফির জন্য লড়াই করে, তখন সম্পর্কে একটা তিক্ততা আসবেই। কিন্তু আমার ওকে দেখে হিংসাও হতো।

কারণ, ও সব জিনিস অনেক সহজভাবে পেয়ে গেছে। আর এটা আমি শোয়েও বারবার বলেছি। কিন্তু সত্যিই ও খুব ভালো একজন মানুষ। আর সেই কারণে আমি ওকে পছন্দ করি।’

এদিন ফাইনালের বড় আকর্ষণ ছিল বলিউড অভিনেতা আমির খানের উপস্থিতি। প্রথমবারের মতো এ অনুষ্ঠানে এসেছিলেন আমির। এদিন ১৯৯৪ সালের হিট ছবি ‘আন্দাজ আপনা আপনা’র দৃশ্য আবার মঞ্চে ফেরালেন দুই অভিনেতা। সঞ্চালক সালমান খানের বাইকে চড়েন আমির। ব্যাকগ্রাউন্ডে তখন বাজছিল এই সিনেমার জনপ্রিয় গান ‘দো মাস্তানে চলে জিন্দেগি বনে।’


বর্তমানে আইসিইউতে রয়েছেন সাইফ আলী খান। কয়েকদিন আগেই বাড়িতে প্রবেশ করে মধ্যরাতে ছুরিকাঘাত করা হয় বলিউডের এই অভিনেতাকে। দুর্বৃত্তের এ হামলায় গুরুতর জখম হয়ে পড়েন অভিনেতা। পরে মুম্বাইয়ের লীলাবতি হাসপাতালে ভর্তি করানো হয়। 

ছবি: এআই দিয়ে তৈরি ভাইরাল ছবি।

সাইফের শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় তার কাছে পরিবারের সদস্য ছাড়া কাউকে যেতে দেয়া হয়নি। তবে সোশ্যাল মিডিয়ায় কিছু ছবি ছড়িয়ে পড়েছে। যেখানে দেখা গেছে―বলিউড অভিনেতা শাহরুখ খান, সালমান খান ও বিরাট কোহলির মতো দাপুটে তারকারা হাসপাতালে গিয়ে দেখা করেছেন। হাসপাতালের বিছানায় শুয়ে আছেন সাইফ। মন খারাপ। আর তার দিকে তাকিয়ে রয়েছেন তাকে দেখতে যাওয়া অভিনেতারা।

এসব ছবি ছড়িয়ে পড়তেই জানা যায়, ছবিগুলো আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স (এআই), অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি করা হয়েছে। এসব ছবিই ছড়িয়ে দেয়া হয়েছে।

এবার ভাইরাল হওয়া সেই ছবিগুলোর পোস্টের নিচে একজন শাকিব খান ভক্ত মন্তব্য করেছেন, এআই দিয়ে সাইফের পাশে শাকিব খানকে নিয়ে যাওয়া যায় না? এ মন্তব্যের পরই সেখানে একজন এআই দিয়ে শাকিব খানকে সাইফের কাছে নিয়ে যাওয়ার ছবি পোস্ট করেন। যেখানে দেখা যায়, সাইফকে দেখতে হাসপাতালে ছুটে গিয়েছেন ঢালিউড তারকা শাকিব খান। যা শুধুই এআই দিয়ে তৈরি।

বলি তারকার ওপর ছুরিকাঘাতের হামলার ঘটনায় অভিযুক্ত ব্যক্তি শরীফ উল ইসলাম শেহজাদ নামের একজনকে এরইমধ্যে গ্রেপ্তার করেছে মুম্বাই পুলিশ। এখন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তাকে।


বিয়ে করেছেন একসময়ের দাপুটে অভিনেত্রী তমালিকা কর্মকার। সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনেত্রীর এক পোস্টে জানা গেল সেই খবর। পোস্টে স্বামী প্রভীনকে বিবাহবার্ষিকীর শুভেচ্ছা জানান অভিনেত্রী।

ছবি: যুক্তরাষ্ট্রে স্বামীর সঙ্গে তমালিকা কর্মকার। 

পাঁচ বছরের বেশি সময় ধরে যুক্তরাষ্ট্রে আছেন তমালিকা কর্মকার। এরমাঝে কয়েকবার দেশে এসেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দারুণ সক্রিয় এই অভিনেত্রী। জীবনে ঘটে যাওয়া বিভিন্ন বিষয় পোস্ট করেন তিনি।

ছবি: যুক্তরাষ্ট্রে স্বামীর সঙ্গে তমালিকা কর্মকার। 

সোমবার (২০ জানুয়ারি) সকালে নিজেই জানালেন জীবনে নতুন অধ্যায়ের সূচনা শুরুর সংবাদ। একটি পোস্টে স্বামী প্রভীনকে বিবাহবার্ষিকীর শুভেচ্ছা জানান অভিনেত্রী। সেখানে দুজনের ছবিও প্রকাশ করেন। এরপর একটি রিল প্রকাশ করেন যেখানে দুজনের একাধিক ছবি ছিল। অভিনেত্রীর প্রতিটি ছবিতেই স্বামীর সঙ্গে তাকে দারুণ খুশি দেখাচ্ছিল। দুজনের অনেক সুন্দর সময় কাটছে সেটা তাদের ছবিগুলো থেকেই স্পষ্ট।