0201251735807594appweb-logo.png
Loading...

খেলাধুলা


মাঠে গড়াবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৮তম আসর। এবারের আসরের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে কলকাতার ইডেন গার্ডেনে।

স্বাগতিক দলের মুখোমুখি হবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তবে, ম্যাচের আগে অনুষ্ঠিত হবে জমজমাট এক উদ্বোধনী অনুষ্ঠান। সেখানে উপস্থিত থাকবেন ভারতীয় তারকা অভিনেতা, খেলোয়াড়সহ আরও বিশিষ্ট ব্যক্তিরা।

ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুসারে, আইপিএলের উদ্বোধনীতে শাহরুখ খানের পাশাপাশি হাজির থাকতে চলেছেন সালমান খানও। এ ছাড়া প্রিয়াঙ্কা চোপড়া, ভিকি কৌশল এবং সঞ্জয় দত্তও সেদিন উপস্থিত থাকবেন ইডেন গার্ডেনে।

বলিউড কিং শাহরুখ খান তার দল কেকেআর-এর সমর্থনে উপস্থিত থাকবেন। অন্যদিকে সালমান খান তার আসন্ন সিনেমা ‘সিকান্দার’-এর প্রচার করতে আসছেন। তাই আইপিএলের উদ্বোধনী সন্ধ্যা যে অত্যন্ত বিশেষ হতে চলেছে, তা নিয়ে সন্দেহ নেই অনুরাগীদের

অনুষ্ঠানে উপস্থিত হতে পারেন- ক্যাটরিনা কাইফ, অনন্যা পাণ্ডে, মাধুরী দীক্ষিত, জাহ্নবী কাপুর, কারিনা কাপুর, পূজা হেগড়ে, আয়ুষ্মান খুরানা, সারা আলি খানের মতো তারকারাও।

লিগ কর্তৃপক্ষ আগেই জানিয়েছ, এবারের আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে অরিজিৎ সিং, শ্রেয়া ঘোষাল, দিশা পাটানি, শ্রদ্ধা কাপুর এবং বরুণ ধাওয়ান পারফর্ম করবেন। জনপ্রিয় মার্কিনি পপ ব্যান্ড ওয়ান রিপাবলিক ব্যান্ডটি করণ অউজলা এবং দিশা পাটানির সঙ্গে পারফর্ম করবে। অনুষ্ঠানে ক্রিকেটের একাধিক কিংবদন্তি তারকাও হাজির থাকবেন।

উল্লেখ্য, ৬৫ দিনব্যাপী এই আসরের মেগা ফাইনালসহ মোট ৭৪টি ম্যাচ মাঠে গড়াবে। ১৩টি ভেন্যুতে অনুষ্ঠিত হবে আইপিএলের অষ্টাদশতম আসর।
 


ওয়ানডেতে রান তাড়া করতে নেমে ৮ হাজার রানের মাইলফলকও পেরিয়ে গেছেন কোহলি।

রান চেজের বেলায় ওডিয়াই ফরম্যাটে তার চেয়ে বেশি রান আছে কেবল শচীন টেন্ডুলকারের। আর কোহলির এমন দিনে পুড়েছে অস্ট্রেলিয়া। দুবাইয়ে বিরাটের ব্যাটে এসেছে ৮৪ রানের ইনিংস। তাতে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকেই অজিদের বিদায় নিশ্চিত। 

তবে ৮৪ রানের ইনিংস খেলার পর বাংলাদেশের সাকিব আল হাসানের এক বিশ্বরেকর্ডও কোহলি পেছনে ফেলেছেন। অজস্র পরিসংখ্যানের ভিড়ে কোহলির কাছেই নিজের আরও এক কীর্তি হারালেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব। 

আইসিসির ওয়ানডে ইভেন্টে (বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স ট্রফি) রানতাড়া করতে নেমে মোট ১০ বার পঞ্চাশ পেরোনো ইনিংস খেলেছিলেন সাকিব আল হাসান। এতদিন পর্যন্ত সেটিই ছিল সর্বোচ্চ। সাকিব এই কীর্তি ভাগাভাগি করছিলেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তী শিবনারায়ণ চন্দরপলের সঙ্গে। গতকাল সেটিকে ছাড়িয়ে গেলেন কোহলি।

অস্ট্রেলিয়ার সঙ্গে ৮৪ রান ছিল আইসিসির ওয়ানডে ইভেন্টে রানতাড়ার ক্ষেত্রে কোহলির ১১তম পঞ্চাশ পেরোনো ইনিংস। এই তালিকায় তার নিচে আছেন সাকিব এবং চন্দরপল। আর রান চেজে আইসিসি ইভেন্টে ৯ বার পঞ্চাশ পেরোনো ইনিংস আছে রোহিত শর্মার। 


ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা বাংলাদেশি বংশোদ্ভুত ফুটবলার হামজা চৌধুরী ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে লাল-সবুজ জার্সিতে অভিষেকের অপেক্ষায়।

ছবি : হামজা চৌধুরী।

প্রবাসী এই ফুটবলারকে দক্ষিণ এশিয়ার সেরা মনে করেন জাতীয় দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। হামজার মতো আরও প্রবাসী ফুটবলার দলে চান জামাল।

হামজাকে নিয়ে ২৫ মার্চ এশিয়ান কাপের বাছাইয়ে প্রথম ম্যাচটা জিততে চায় বাংলাদেশ। হামজা দক্ষিণ এশিয়ার সেরা ফুটবলার, এমনটাই মনে করেন জামাল। এই বিষয়ে জামাল বলেন, ‘আমি মনে করি, হামজা চৌধুরী কেবল আমাদের দলেরই সেরা খেলোয়াড় নন, তিনি দক্ষিণ এশিয়াতে সেরা। তার মতো খেলোয়াড় যোগ দিলে দল আরো উজ্জীবিত হবে। এই ম্যাচে অবশ্যই আমরা ভালো কিছু আশা করি। যদি হেড টু হেড হিসাব করি তাহলে মনে করি, ভারতের সাথে আমাদের অনেক বড় পার্থক্য আছে। তবে, আমরা প্রত্যাশা করছি একটা ইতিবাচক ফল। অবশ্যই আমরা ভারত থেকে তিন পয়েন্ট নিতে চাই।’

প্রবাসী ফুটবলার ফাহমেদুল প্রসঙ্গে জামাল বলেন, ‘তাকে দলের সাথে মানিয়ে নিতে হবে। আমি আসলেই তাকে চিনি না। তাই তার সম্পর্কে তথ্য দিতে পারবো না। কোচ তাকে পছন্দ করেছেন। অবশ্যই সে ভালো খেলোয়াড়। তাকে আগে আমাদের সাথে মানিয়ে নিতে হবে, তারপর আমরা দেখবো কী হয়।’

প্রবাসী ফুটবলারদের প্রসঙ্গে জামাল বলেন, ‘প্রবাসী খেলোয়াড়দের আসা একটা ইতিবাচক দিক। বিদেশ থেকে অনেক খেলোয়াড় আসছেন। যারা বাংলাদেশের হয়ে খেলতে চান, বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে চান। এটা ইতিবাচক দিক। আমি চাই আরও বেশি প্রবাসী এলে ভালো। কারণ, অন্যান্য দেশ একই কাজ করছে। যদি দেখেন ফরাসি দলের দিকে, ওরা কিন্তু অনেক বিদেশি নিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে।


দক্ষিণ আমেরিকান অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের এবারের আসর খুব বাজেভাবে শুরু করেছিল ব্রাজিল। তবে কথায় আছে শেষ ভালো যার, সব ভালো তার।

সেটাই প্রমাণ করেছে সেলেসাওরা। চির-প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার কাছে ৬-০ গোলে হেরে টুর্নামেন্ট শুরু করেছিল। এরপর গ্রুপ পর্বের খেলায় কলম্বিয়ার বিপক্ষেও হেরেছিল। সেই ব্রাজিল কিনা আসরের চূড়ান্ত পর্বে এসে এখন সবার ওপরে!

সোমবার (১০ ফেব্রুয়ারি) ব্রাজিল ৩-১ গোলে হারিয়েছে প্যারাগুয়েকে। সেলেসাওদের হয়ে গোলের দেখা পেয়েছেন গুস্তাভো প্রাদো, রায়ান এবং আলিসন সান্তানা। অন্যদিকে মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) আর্জেন্টিনা ১-০ গোলে হারিয়েছে কলম্বিয়াকে।


এই জয়ে ফলে অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে নিজেদের জায়গাও নিশ্চিত করেছে ব্রাজিল ও আর্জেন্টিনা। চলতি বছরের সেপ্টেম্বর-অক্টোবরে চিলিতে অনুষ্ঠিত হবে যুবা বিশ্বকাপ।

চূড়ান্ত পর্বে ব্রাজিলের মতো আর্জেন্টিনাও জিতেছে তিনটি ম্যাচ। দুই দলেরই পয়েন্ট ৯। কিন্তু গোল ব্যবধানে থাকায় টেবিলের শীর্ষস্থান দখলে নিয়েছে ব্রাজিল। 

এবারের আসরে কোনো ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে না। যে দল টেবিলের শীর্ষে থেকে আসর শেষ করবে, তারাই হবে চ্যাম্পিয়ন। আগামী শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) অলিখিত ফাইনালে ব্রাজিলের মুখোমুখি হবে আর্জেন্টিনা।
 


বিপিএলের প্রাইজমানি দুই কোটি টাকারও বেশি বেড়েছে, এ কারণে বেশি অর্থ পুরস্কার পাচ্ছে চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল ও রানার্স আপ চিটাগং কিংস।

৪০ দিনের দীর্ঘ লড়াই শেষে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) শিরোপা ঘরে তুললো ফরচুন বরিশাল। শুক্রবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে রুদ্ধশ্বাস লড়াই শেষে চিটাগং কিংসকে ৩ উইকেটে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো বিপিএলের চ্যাম্পিয়ন হলো তামিম ইকবালের দল। সোনালী শিরোপাটি বরিশালের ট্রফি কেসে যাচ্ছে, সঙ্গে মোটা অঙ্কের অর্থযোগও হচ্ছে চ্যাম্পিয়নদের। 

এবারের বিপিএলের প্রাইজমানি দুই কোটি টাকারও বেশি বেড়েছে, এ কারণে বেশি অর্থ পুরস্কার পাচ্ছে বরিশাল। চ্যাম্পিয়ন হিসেবে আড়াই কোটি টাকা পেয়েছে তারা। আগের আসরে চ্যাম্পিয়ন হলে ২ কোটি পেয়েছিল তারা। রানার্স আপ দলেরও প্রাইজমানি বেড়েছে, চিটাগং কিংস পেয়েছে দেড় কোটি টাকা। আগের আসরের রানার্স আপ দলকে দেওয়া হয় এক কোটি টাকা। 

তৃতীয় ও চতুর্থ স্থানে থেকে আসর শেষ করা দলগুলো আগে কখনও প্রাইজমানি পায়নি, এবার তারাও পাচ্ছে অর্থ পুরস্কার। তৃতীয় স্থান দখল করা খুলনা টাইগার্সের ঝুলিতে যাবে ৬০ লাখ টাকা। এলিমিনেটর থেকে বিদায় নেওয়া আসরের চতুর্থ দল রংপুর রাইডার্সের পুরস্কার ৪০ লাখ টাকা। প্রথমবারের মতো টুর্নামেন্টের সেরা উদীয়মান ক্রিকেটারকে দেওয়া হচ্ছে অর্থ পুরস্কার। ঢাকা ক্যাপিটালসের হয়ে আসরের দ্বিতীয় সর্বোচ্চ ৪৮৫ রান করা তানজিদ হাসান তামিম জিতেছেন এই পুরস্কার, তাকে দেওয়া হচ্ছে তিন লাখ টাকা।

ফাইনালের ম্যাচসেরা তামিম ইকবাল পাচ্ছেন ৫ লাখ টাকা। ব্যাটে-বলে আলো ছড়ানো খুলনা টাইগার্সের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ জিতেছেন টুর্নামেন্ট সেরার পুরস্কার। ৩৫৫ রান ও ১৩ উইকেট নেওয়া এই অলরাউন্ডারের পুরস্কার ১০ লাখ টাকা। খুলনার ওপেনার নাঈম শেখ ১৪ ম্যাচে একটি সেঞ্চুরি ও তিনটি হাফ সেঞ্চুরিসহ ৪২.৫৮ গড়ে টুর্নামেন্ট সর্বোচ্চ ৫১১ রান করে জিতেছেন ৫ লাখ টাকা। 

পুরো আসরজুড়ে দারুণ বোলিং করা দুর্বার রাজশাহীর পেসার তাসকিন আহমেদ জিতেছেন সর্বোচ্চ উইকেট শিকারির পুরস্কার। ১২ ম্যাচে ২৫ নিয়েছেন তিনি, তার পুরস্কারও ৫ লাখ টাকা। উইকেটরক্ষক হরেও টুর্নামেন্টের সেরা ফিল্ডারের পুরস্কার জিতেছেন ফরচুন বরিশালের মুশফিকুর রহিম, তার অর্থযোগ হচ্ছে ৩ লাখ টাকা। 


ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) আজীবন সম্মাননা পেয়েছেন ভারতীয় ব্যাটিং কিংবদন্তি শচীন টেন্ডুলকার।  

মুম্বাইয়ে গতকাল বিসিসিআইয়ের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তাকে সিকে নাইডু আজীবন সম্মাননায় ভূষিত করা হয়।

ভারতের প্রথম অধিনায়ক সিকে নাইডুর নামে এই পুরস্কার ১৯৯৪ সাল থেকে দিচ্ছে বিসিসিআই। ৩১তম ক্রিকেটার হিসেবে এই পুরস্কার পেলেন শচীন।

মাত্র ১৬ বছর বয়সে ১৯৮৯ সালে অভিষেক হওয়া  খেলেছেন ২০০ টেস্ট ও ৪৬৩ টি ওয়ানডে, যা দুই সংস্করণেই সর্বোচ্চ। এই দুই সংস্করণে সর্বোচ্চ রানও তার। তিনি ওয়ানডেতে করেছেন ১৮৪২৬ রান আর টেস্টে ১৫৯২১ রান। একমাত্র ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ১০০ সেঞ্চুরি আছে টেন্ডুলকারের। তিনি অবসর নেন ২০১৩ সালে।

শচীনের সঙ্গে গত রাতে পুরস্কার পেয়েছেন যশপ্রীত বুমরাহ, স্মৃতি মান্ধানা, রবীচন্দ্রন অশ্বিনের মতো তারকারাও। ২০২৩-২৪ মৌসুমে সেরা আন্তর্জাতিক ক্রিকেটার হয়ে পলি উমরিগড় পুরস্কার জেতেন বুমরা। মেয়েদের ক্রিকেটে এই ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন মান্ধানা। অশ্বিন পেয়েছেন বিশেষ এক পুরস্কার।

এছাড়া ইংল্যান্ডের বিপক্ষে অভিষেক টেস্ট ইনিংসে ফিফটি করা সরফরাজ খান পেয়েছেন সেরা আন্তর্জাতিক অভিষেকের পুরস্কার।


বিপিএল ২০২৫ আসরে স্পট ফিক্সিংয়ের অভিযোগে  ।   দুর্বার রাজশাহীর ব্যাটসম্যান এনামুল হক বিজয়কে দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। বিসিবির দুর্নীতি দমন বিভাগ সরকারের সংশ্লিষ্ট সংস্থাকে অনুরোধ করেছে তাকে দেশত্যাগে বাধা দিতে।


এনামুল হক বিজয় এবারের বিপিএলে দুর্বার রাজশাহীর হয়ে খেলছেন এবং ১২ ম্যাচে ৩৯২ রান সংগ্রহ করেছেন,   যা তাকে তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহকের স্থানে রেখেছে।তদন্ত চলমান থাকায়, অভিযোগ প্রমাণিত না হওয়া পর্যন্ত এনামুল হক বিজয়ের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।    তদন্তে দোষী প্রমাণিত হলে তিনি বড় শাস্তির সম্মুখীন হতে পারেন। 


এনামুল হক বিজয় ছাড়াও রাজশাহীর আরও কয়েকজন ক্রিকেটার এবং অন্যান্য তিন দলের খেলোয়াড় ও কর্মকর্তাদের বিরুদ্ধে স্পট ফিক্সিংয়ের অভিযোগ তদন্তাধীন রয়েছে।  বিসিবির দুর্নীতি দমন বিভাগ এই বিষয়ে গভীরভাবে তদন্ত করছে এবং অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
 


ক্রীড়া সাংবাদিক এবং বিশ্লেষক দেব চৌধুরী ইসলাম গ্রহণ করেছেন। শুক্রবার (৩১ জানুয়ারি) রাজধানীর দারুসসালাম শাহী মসজিদে জুমার নামাজের সময় কালেমা শাহাদাহ পাঠ করে ইসলাম ধর্ম গ্রহণ করেন তিনি।

দেব চৌধুরীকে শাহাদাহ পাঠ করান দারুসসালাম মসজিদের খতিব এবং জনপ্রিয় ইসলামিক স্কলার আবদুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ।

শাহাদাহ পাঠের পর মসজিদে উপস্থিত মুসল্লিরা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। অনেকেই তাকে আলিঙ্গন করেন এবং উপহার হিসেবে ফুল ও পোশাক দেন।

অনুভূতি প্রকাশ করতে গিয়ে দেব চৌধুরী বলেন,  ‘আমি সম্পূর্ণ স্বেচ্ছায় আজ ইসলাম ধর্ম গ্রহণ করছি। আমি আরবি পড়তে পারি না, তবে আমার ঘরে কোরআনের বাংলা অনূদিত তিনটি কপি রয়েছে।’

ঘটনার সত্যতা যাচাইয়ে দেব চৌধুরীকে গণমাধ্যমের পক্ষ থেকে ফোন করা হলে তিনি জানান, ‘জি, আলহামদুলিল্লাহ, আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি। সবাই আমার জন্য দোয়া করবেন।’

দেবকে ইসলামে স্বাগত জানিয়ে ক্রিকেটার শাহরিয়ার নাফিস তার ভেরিফায়েড ফেইসবুক পেজে পোস্ট দিয়েছেন। নাফিস লিখেছেন, আল্লাহ আপনাকে কবুল করুন। আল্লাহ আপনার পথচলা সহজ করে দিন। আল্লাহ আপনার জ্ঞান বৃদ্ধি করে দিন। আমিন।

প্রসঙ্গত, দেব চৌধুরী সবশেষ অলরাউন্ডার নামের একটি ক্রীড়া বিষয়ক অনলাইন পোর্টালের সঙ্গে যুক্ত ছিলেন। এছাড়া দেশের বিভিন্ন সংবাদমাধ্যমে ক্রিকেট বিশ্লেষক হিসেবে সরব উপস্থিতি রয়েছে তার।


লিওনেল মেসির ছেলে কি একদিন যুক্তরাষ্ট্র জাতীয় দলের হয়ে মাঠে নামবেন? এই প্রশ্নটি হয়তো অবাস্তব শোনায়, তবে সম্প্রতি এটি আলোচনায় এসেছে। 

ছবি:পরিবারের সাথে লিওনেল মেসি (সংগৃহীত)|

যুক্তরাষ্ট্র বনাম ভেনেজুয়েলার প্রীতি ম্যাচের আগে এক সাংবাদিক সম্মেলনে ইউএসএমএনটি কোচ মাওরিসিও পচেত্তিনোর কাছে এমন একটি অদ্ভুত প্রশ্ন করা হয়। সাংবাদিক জানতে চান, ‘আমরা মিয়ামিতে আছি, আপনি কি যাওয়ার আগে মেসির ছেলেদের সঙ্গে কথা বলে তাদের যুক্তরাষ্ট্র জাতীয় দলে খেলতে রাজি করাবেন?’

পচেত্তিনো প্রথমে এই প্রশ্নকে হালকা মেজাজে নেন। তিনি হেসে বলেন, ‘না, না। একেবারেই না। মেসিকে দলে নেওয়া তো সবার স্বপ্ন। কিন্তু আপনি যদি তার ছেলেদের কথা বলেন, তাহলে হয়তো আলাপ করা যেতে পারে। তবে সত্যি বলতে, আমি তখন অনেক বুড়ো হয়ে যাবো। তাই হয়তো সেই সময় আমি কোচ থাকব না।’

সাংবাদিকদের এই প্রশ্ন মজার ছলে করা হলেও পচেত্তিনোর উত্তর বাস্তবসম্মত ছিল। মেসির বড় ছেলে থিয়াগো মেসি বর্তমানে ১২ বছর বয়সী এবং ইতোমধ্যেই ইন্টার মিয়ামির যুব দলে খেলছেন। দ্বিতীয় সন্তান মাতেও ৯ বছর বয়সী, আর ছোট ছেলে সিরো মাত্র ৬ বছর বয়সী। সুতরাং, তাদের জাতীয় দলের হয়ে খেলার বিষয়টি এখনো অনেক দূরের ব্যাপার।

তবে জাতীয় দলের বিষয়টি এলে মেসির ছেলেদের সামনে কঠিন সিদ্ধান্ত নিতে হবে। মেসি ও তার স্ত্রী দুজনই আর্জেন্টাইন, যার ফলে তাদের আর্জেন্টিনার হয়ে খেলার যোগ্যতা রয়েছে। তবে তারা জন্মসূত্রে স্প্যানিশ নাগরিক হওয়ায় স্পেনের হয়ে খেলাও তাদের জন্য সম্ভব। আর যুক্তরাষ্ট্রে বসবাস করায় তারা চাইলে ইউএসএমএনটির জার্সিও পরতে পারবেন।

পচেত্তিনো ও মেসির মধ্যে রয়েছে একটি বিশেষ সংযোগ। প্যারিস সেন্ট জার্মেইনের (পিএসজি) কোচ থাকার সময় পচেত্তিনো মেসিকে কোচিং করিয়েছিলেন। তাদের নেতৃত্বে পিএসজি ২০২১-২২ মৌসুমে লিগ শিরোপা জিতেছিল। তবে চ্যাম্পিয়নস লিগে ব্যর্থতার কারণে সে সময় পচেত্তিনোকে ক্লাব ছাড়তে হয়।

মেসির ছেলেদের ভবিষ্যৎ নিয়ে যে মজার ছলে আলোচনা শুরু হয়েছিল, তা একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে ধরে—তারা একদিন কোন দেশের হয়ে মাঠে নামবেন? যদিও এখনো অনেক সময় বাকি, তবে এ নিয়ে ফুটবল বিশ্বে আগ্রহ থাকবে এতে কোনো সন্দেহ নেই।


সোমবার (২০ জানুয়ারি) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয় সিলেট স্ট্রাইকার্স ও ঢাকা ক্যাপিটালস।এদিন বিপিএলে নিজের ৯৯ উইকেট নিয়ে মাঠে নামেন ঢাকার তারকা পেসার মুস্তাফিজ। ম্যাচে সিলেটের জাকির হাসানকে ফিরিয়ে একশ’ উইকেটের মাইলফলক স্পর্শ করেন তিনি। 

বিপিএলে সব মিলিয়ে ১১৩ ম্যাচ খেলে সর্বোচ্চ ১৪৯ উইকেট শিকার করেন সাকিব। তারপরই তাসকিনের অবস্থান। এই তারকা পেসার ৮৬ ম্যাচে ১২০ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেটসংগ্রাহকদের তালিকায় দুইয়ে আছেন। আর তিনে আছেন আরেক পেসার রুবেল হোসেন। ৮৯ ম্যাচে তার উইকেট সংখ্যা ১১০।

কাটার মাস্টার মুস্তাফিজ বিপিএলের উইকেটের সেঞ্চুরি পূর্ণ করতে খেলেছেন ৭৯টি ম্যাচ। এ ছাড়া তালিকায় পঞ্চম স্থানে আছেন মাশরাফি বিন মর্তুজা। তার উইকেট সংখ্যা ৯৮টি। 
 


এমন অভিযোগ পুরোনো নয়। ভারতে টেনিস খেলতে এসে অসুস্থ হয়ে যাওয়া, সুযোগ-সুবিধা না পাওয়া এবং কোর্ট নিয়ে অসন্তুষ্ট থাকার কথা আগেও একাধিক টেনিস তারকা শুনিয়েছেন।
 

ভারতীয় ব্যাডমিন্টন সংস্থার দিকে এবার আঙুল তুলেছেন মিয়া ব্লিচফিল্ড। ডেনমার্কের এই টেনিস তারকা দ্বিতীয়বারের মতো ভারতে এসেছিলেন। আগেরবারের মতো এবারও হয়ে পড়েছেন অসুস্থ।

ভারতের দিল্লিতে বসা ‘ইন্ডিয়া ওপেন সুপার ৭৫০’ প্রতিযোগিতায় লড়েন মিয়া। বিশ্বের ২৩ নম্বর বাছাই ড্যানিশ তারকা আসরে দ্বিতীয় রাউন্ড পর্যন্ত গিয়ে থামেন। দেশে ফিরে দিল্লির আবহাওয়া এবং আয়োজকদের অব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন তুলেছেন। মিয়ার দাবি, টেনিস কোর্টেও পাখির বিষ্ঠা পড়ে ছিল, দিল্লির দূষণের কারণে ঠিকমতো শ্বাসও নিতে পারেননি।

ড্যানিশ এই তারকা ভারতে থাকাবস্থাতেই অসুস্থ হয়ে পড়েন। ইনস্টাগ্রামে সেই ভুলে যেতে চাওয়া স্মৃতি লিখেছেন মিয়া, ‘অত্যন্ত দীর্ঘ এবং পরিশ্রমের সপ্তাহ ভারতে কাটিয়ে শেষ পর্যন্ত ঘরে ফিরলাম। এ নিয়ে টানা দুবছর আমি ইন্ডিয়া ওপেন খেলে অসুস্থ হয়ে পড়লাম। এটা মেনে নেওয়া খুবই কঠিন, এতদিনের পরিশ্রম প্রস্তুতি সবই নষ্ট হয়ে যায় খারাপ পরিবেশের জন্য। এরপরই মিয়া অভিযোগ তোলেন টুর্নামেন্ট আয়োজকদের দিকে, ‘এটা একদমই ঠিক নয় যে একজনকে ধোঁয়াশার মধ্যেই খেলতে বাধ্য করা হবে। এদিকে ওদিকে পাখির বিষ্ঠা পড়ে থাকবে। সারা জায়গাটা পুরো নোংরা হয়ে থাকবে। এমন পরিবেশ খেলার জন্য অত্যন্ত অস্বাস্থ্যকর।’

মিয়ার মতো আরও কয়েকজন টেনিস তারকা তুলেছেন টুর্নামেন্টের মান নিয়ে প্রশ্ন। ফরাসি মিক্সড ডাবলস জুটি থম জিকুয়েল এবং ডেলফিন ডেলরু টুর্নামেন্ট আয়োজনের ভেন্যু নিয়ে ক্ষোভ ঝেড়েছেন। এরআগে, বিদেশি খেলোয়াড়রা নিন্দা করেছিল ভারতের কোর্টগুলোর। গুয়াহাটিতে মালেশিয়ার সুং জো ভেন দাবি করেছিলেন তার হোটেলের বেসিন থেকে নোংরা পানি পড়েছে। বিশ্বের ১ নম্বর ব্যাডমিন্টন তারকা (সাবেক) নোজোমি ওকুহারাও দাবি করেছিলেন, তিনি ওড়িশা ওপেন খেলতে এসে অত্যন্ত সমস্যায় পড়েছিলেন। এবার অভিযোগ করলেন মিয়া।

কোর্টের এমন দুরবস্থার জন্য দুঃখ প্রকাশ করেছে ভারতের ব্যাডমিন্টন সংস্থা। তাদের দাবি, প্রতিযোগিতা শুরুর মাত্র চারদিন আগে হাতে স্টেডিয়াম। ফলে লজিস্টিক বেশকিছু সমস্যায় পড়তে হয়েছে। পরবর্তী সময় এই প্রতিযোগিতা আরও ভালো কোথাও আয়োজন করতে চায় ভারত। ব্যাডমিন্টন ওয়াল্ড ফেডারেশন (বিডব্লিউএফ) সঙ্গে যোগাযোগও আগে ভাগে বাড়িয়েছে তারা।


দোরগোড়ায় চ্যাম্পিয়নস ট্রফির এবারের আসর। ভারতের পাকিস্তান সফরের অনাপত্তির পর হাইব্রিড মডেলেই অনুষ্ঠিত হচ্ছে আইসিসির ইভেন্টটি। 

সবশেষ ২০১৭ সালে হওয়া টুর্নামেন্টের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন এবারের আয়োজক পাকিস্তান। যদিও হট ফেবারিট হিসেবে থাকছে শক্তিশালী ভারতও। তবে ভারত নয়, পাকিস্তানের হাতেই এবার ট্রফি দেখছেন দেশটির সাবেক অধিনায়ক সুনিল গাভাস্কার।

সাবেক এই তারকার মতে, আয়োজক দেশ হিসেবে সুবিধা পাবে পাকিস্তান। ঘরের মাঠ হওয়ায় ভারতের চেয়ে পাকিস্তানকে এগিয়ে রাখছেন তিনি।

গাভাস্কার বলেন, পাকিস্তানকে ফেভারিট হিসেবে ধরছি। কারণ, তাদের মাটিতে তাদেরকে হারানোটা অবশ্যই সহজ নয়। ২০২৩ বিশ্বকাপের ফাইনালে ভারত হেরেছিল, কিন্তু তার আগে তারা টানা ১০ ম্যাচে জিতেছিল। ঘরের মাঠে ভারতকে কেউ কিন্তু হারাতে পারেনি। এ কারণেই এবার আমার বাজি পাকিস্তান।

এদিকে, চ্যাম্পিয়নস ট্রফির জন্য বেশ শক্তিশালী স্কোয়াডই ঘোষণা করেছে ভারত। লম্বা সময় পর ইনজুরি কাটিয়ে ফিরেছেন মোহাম্মদ শামি। অধিনায়ক রোহিতের নেতৃত্বে আছেন ভিরাট-বুমরাহ-গিলরা। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর এবার ভারতের চোখও চ্যাম্পিয়নস ট্রফির শিরোপায়!

অপরদিকে, প্রায় ২৮ বছর পর পাকিস্তানের মাটিতে পর্দা উঠতে যাচ্ছে চ্যাম্পিয়নস ট্রফির। ১৯ ফেব্রুয়ারি মাঠে গড়াবে টুর্নামেন্টের প্রথম ম্যাচ। ২০১৭ সালের ফাইনালে ভারতকে বড় ব্যবধানে হারিয়ে শিরোপা ঘরে তুলেছিল পাকিস্তান।


আরও চার বছরের জন্য রিয়াল মাদ্রিদের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ফ্লোরেন্তিনো পেরেজ। ৭৭ বছর বয়সী এই ব্যবসায়ী ২০২৯ সাল পর্যন্ত রিয়ালের প্রেসিডেন্ট পদে দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছে ক্লাবের নির্বাচনী বোর্ড। 

২০০৯ সাল থেকে শুরু করে এ নিয়ে পঞ্চমবার ইউরোপের সবচেয়ে সফল ক্লাবটির প্রধান নির্বাচিত হলেন পেরেজ।আগের চারবারের মতো এবারও বিনা প্রতিদ্বন্দ্বিতাতেই প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন পেরেজ। গতকাল রাতে লা লিগায় রিয়াল মাদ্রিদ-লা পালমাস ম্যাচের পর ক্লাবের পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়, ‘নির্বাচনে একজনই প্রার্থী থাকায় রিয়াল মাদ্রিদের প্রেসিডেন্ট হিসেবে পেরেজের নাম ঘোষণা করা হয়েছে।’

পেশায় ব্যবসায়ী পেরেজ রিয়াল মাদ্রিদের প্রেসিডেন্ট হলেন এবারসহ ষষ্ঠবার। প্রথমবার ২০০০ সালে দায়িত্ব নিয়ে ২০০৬ সালে পদত্যাগ করেছিলেন। ২০০৯ সাল থেকে টানা দায়িত্ব চালিয়ে যাওয়া পেরেজ গত ৭ জানুয়ারি ক্লাবের ইলেকটোরাল বোর্ডকে নির্বাচনী প্রক্রিয়া শুরু করতে অনুরোধ জানান।

১০ দিন পর একমাত্র প্রার্থী হিসেবে পেরেজের প্রার্থিতা অনুমোদন করা হয়। রিয়াল মাদ্রিদের বাইলজ অনুসারে, বিকল্প প্রার্থী না থাকলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়।

পেরেজের দুই দফার পাঁচ মেয়াদে রিয়াল মাদ্রিদের ফুটবল ও বাস্কেটবল দল মোট ৬৫টি ট্রফি জিতেছে। এর মধ্যে আছে ৭টি উয়েফা চ্যাম্পিয়নস লিগ ও ৩টি ইউরো লিগ চ্যাম্পিয়নশিপ।

প্রেসিডেন্ট হিসেবে পেরেজই শতবর্ষের পুরোনো এই ক্লাবের সবচেয়ে সফল প্রধান। যদিও সময়ের দিক থেকে তাঁর চেয়েও বেশি সময় প্রেসিডেন্ট ছিলেন সান্তিয়াগো বার্নাব্যু। ১৯৪৩ থেকে ১৯৭৮ সালের ২ জুন মৃত্যু পর্যন্ত টানা ৩৪ বছর ২৬৪ দিন রিয়ালের প্রেসিডেন্ট ছিলেন বার্নব্যু। দ্বিতীয় সর্বোচ্চ সময় কাটানো পেরেজ এরই মধ্যে ২০ বছর পেরিয়েছেন।


ব্রাদার্স ইউনিয়নের বর্তমান আহ্বায়ক ইশরাক হোসেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাউন্সিলরের জন্য ইশরাক হোসেনের নাম আবেদন করেছে দেশের অন্যতম ঐতিহ্যবাহী এই ক্লাবটি। গত ১৩ জানুয়ারি ব্রাদার্সের সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ আরেফ বিসিবি সিইও নিজামউদ্দিন চৌধুরী সুজন বরাবর একটি চিঠি দেন। 

বর্তমানে বিসিবিতে ব্রাদার্স ইউনিয়নের কাউন্সিলর দলটির ক্রিকেট ম্যানেজার আমিন খান। গত ৫ জানুয়ারি তিনি বিসিবিতে ব্রাদার্সের কাউন্সিলর থেকে পদত্যাগ করে বিসিবিতে চিঠি দেন। এরপরই ক্লাবের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে ইশরাক হোসেন কাউন্সিলর হিসেবে অন্তর্ভুক্তির অনুরোধ জানিয়ে বিসিবিকে চিঠি দেয় ব্রাদার্স।

বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী কাউন্সিলরদের মেয়াদও চার বছর। বিসিবি এই সময়ের মধ্যে সাধারণত কাউন্সিলর পরিবর্তন করতে পারবে না সাধারণ নিয়মে। কোনো কাউন্সিলরের মৃত্যু, স্থায়ী বিদেশ বা পদত্যাগের ক্ষেত্রে পরিবর্তনের সুযোগ রয়েছে। সেক্ষেত্রে বিদ্যমান কাউন্সিলর পদত্যাগ করলে ক্লাব/সংস্থা থেকে নতুন কাউন্সিলরের নাম বিসিবির বোর্ড সভায় উঠবে।বোর্ড সভায় অনুমোদন হলে প্রস্তাবিত কাউন্সিলর পরিবর্তিত কাউন্সিলর হিসেবে অন্তর্ভুক্ত হবেন। 

ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বিএনপির আর্ন্তজাতিক বিষয়ক কমিটির সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র সদস্য। এছাড়াও তিনি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র প্রার্থী ছিলেন। ইশরাকের বাবা ঢাকা সিটি করপোরেশনের প্রয়াত মেয়র সাদেক হোসেন খোকা। তিনি ব্রাদার্স ইউনিয়ন ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ডাকসাইটে কর্মকর্তা ছিলেন। বাবার  অনুসরণ করতেই ইশরাক ব্রাদার্সের হাল ধরেছেন। আসন্ন বিসিবি নির্বাচনে ক্লাব ক্যাটাগরিতে পরিচালক পদে ইশরাকের নির্বাচন করার সম্ভাবনা রয়েছে বলে জোর গুঞ্জন রয়েছে।  


রাতটা ছিল কিলিয়ান এমবাপ্পের। তার জোড়া গোলে পালমাসকে ৪-১ গোলের বিশাল ব্যবধানে হারিয়ে লিগ টেবিলের শীর্ষে উঠে এসেছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ।

রোববার (১৯ জানুয়ারি) দিবাগত রাতে ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে পালমাসকে আতিথ্য দেয় রিয়াল। নিষেধাজ্ঞা থাকায় ভিনিসিয়ুসকে ছাড়াই খেলতে হয় লস ব্লাঙ্কোসদের। ম্যাচে রিয়ালের হয়ে একটি করে গোল করেন ডিয়াজ ও রদ্রিগো।

আগের দিন অ্যাটলেটিকো মাদ্রিদের হার ও বার্সেলোনার ড্রয়ের পরই টেবিল টপার হওয়ার দারুন সুযোগ পায় রিয়াল। সেই সুযোগ হাতছাড়া করেনি এমবাপ্পেরা।

ম্যাচের একদম প্রথম মিনিটেই ফাবিও সিলভার গোলে লিড নেয় পালমাস। তবে, ১৮ মিনিটে রদ্রিগোকে ডি বক্সে ফাউল করলে পেনাল্টি পায় রিয়াল, স্পট কিকে গোল শোধ দেন কিলিয়ান এমবাপ্পে।

এরপর ৩৩ মিনিটে রিয়াল লিড পায়  ব্রাহিম ডিয়াজের পায়ে। তিন মিনিট পর রদ্রিগোর দেয়া পাসে এমবাপ্পের গোলে ৩-১ এ এগিয়ে যায় লস ব্লাঙ্কোসরা। ৩-১ এ লিড নিয়ে বিরতিতে যায় রিয়াল।

দ্বিতীয়ার্ধের ১২ মিনিটে এমবাপ্পের করা অ্যাসিস্টে গোলের দেখা পান রদ্রিগো। তাতেই ৪-১ গোলের লিড পায় রিয়াল। ৬২ মিনিটে ভাস্কেসকে ফাউল করে লাল কার্ড দেখে রামিরেস মাঠ ছাড়লে দশ জনের দলের পরিণত হয় পালমাস।

এরপর আর গোল না হলে শেষ পর্যন্ত ৪-১ এর জয়ে মাঠ ছাড়ে লস ব্লাঙ্কোসরা। আর তাতেই অ্যাটলেটিকো মাদ্রিদকে টপকে এখন ৪৬ পয়েন্ট নিয়ে লা লিগার শীর্ষে আনচেলত্তি শিষ্যরা। ৩৯ পয়েন্ট নিয়ে তিনে বার্সা।