0201251735807594appweb-logo.png
Loading...

ক্রিকেট


মাঠে গড়াবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৮তম আসর। এবারের আসরের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে কলকাতার ইডেন গার্ডেনে।

স্বাগতিক দলের মুখোমুখি হবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তবে, ম্যাচের আগে অনুষ্ঠিত হবে জমজমাট এক উদ্বোধনী অনুষ্ঠান। সেখানে উপস্থিত থাকবেন ভারতীয় তারকা অভিনেতা, খেলোয়াড়সহ আরও বিশিষ্ট ব্যক্তিরা।

ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুসারে, আইপিএলের উদ্বোধনীতে শাহরুখ খানের পাশাপাশি হাজির থাকতে চলেছেন সালমান খানও। এ ছাড়া প্রিয়াঙ্কা চোপড়া, ভিকি কৌশল এবং সঞ্জয় দত্তও সেদিন উপস্থিত থাকবেন ইডেন গার্ডেনে।

বলিউড কিং শাহরুখ খান তার দল কেকেআর-এর সমর্থনে উপস্থিত থাকবেন। অন্যদিকে সালমান খান তার আসন্ন সিনেমা ‘সিকান্দার’-এর প্রচার করতে আসছেন। তাই আইপিএলের উদ্বোধনী সন্ধ্যা যে অত্যন্ত বিশেষ হতে চলেছে, তা নিয়ে সন্দেহ নেই অনুরাগীদের

অনুষ্ঠানে উপস্থিত হতে পারেন- ক্যাটরিনা কাইফ, অনন্যা পাণ্ডে, মাধুরী দীক্ষিত, জাহ্নবী কাপুর, কারিনা কাপুর, পূজা হেগড়ে, আয়ুষ্মান খুরানা, সারা আলি খানের মতো তারকারাও।

লিগ কর্তৃপক্ষ আগেই জানিয়েছ, এবারের আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে অরিজিৎ সিং, শ্রেয়া ঘোষাল, দিশা পাটানি, শ্রদ্ধা কাপুর এবং বরুণ ধাওয়ান পারফর্ম করবেন। জনপ্রিয় মার্কিনি পপ ব্যান্ড ওয়ান রিপাবলিক ব্যান্ডটি করণ অউজলা এবং দিশা পাটানির সঙ্গে পারফর্ম করবে। অনুষ্ঠানে ক্রিকেটের একাধিক কিংবদন্তি তারকাও হাজির থাকবেন।

উল্লেখ্য, ৬৫ দিনব্যাপী এই আসরের মেগা ফাইনালসহ মোট ৭৪টি ম্যাচ মাঠে গড়াবে। ১৩টি ভেন্যুতে অনুষ্ঠিত হবে আইপিএলের অষ্টাদশতম আসর।
 


ওয়ানডেতে রান তাড়া করতে নেমে ৮ হাজার রানের মাইলফলকও পেরিয়ে গেছেন কোহলি।

রান চেজের বেলায় ওডিয়াই ফরম্যাটে তার চেয়ে বেশি রান আছে কেবল শচীন টেন্ডুলকারের। আর কোহলির এমন দিনে পুড়েছে অস্ট্রেলিয়া। দুবাইয়ে বিরাটের ব্যাটে এসেছে ৮৪ রানের ইনিংস। তাতে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকেই অজিদের বিদায় নিশ্চিত। 

তবে ৮৪ রানের ইনিংস খেলার পর বাংলাদেশের সাকিব আল হাসানের এক বিশ্বরেকর্ডও কোহলি পেছনে ফেলেছেন। অজস্র পরিসংখ্যানের ভিড়ে কোহলির কাছেই নিজের আরও এক কীর্তি হারালেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব। 

আইসিসির ওয়ানডে ইভেন্টে (বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স ট্রফি) রানতাড়া করতে নেমে মোট ১০ বার পঞ্চাশ পেরোনো ইনিংস খেলেছিলেন সাকিব আল হাসান। এতদিন পর্যন্ত সেটিই ছিল সর্বোচ্চ। সাকিব এই কীর্তি ভাগাভাগি করছিলেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তী শিবনারায়ণ চন্দরপলের সঙ্গে। গতকাল সেটিকে ছাড়িয়ে গেলেন কোহলি।

অস্ট্রেলিয়ার সঙ্গে ৮৪ রান ছিল আইসিসির ওয়ানডে ইভেন্টে রানতাড়ার ক্ষেত্রে কোহলির ১১তম পঞ্চাশ পেরোনো ইনিংস। এই তালিকায় তার নিচে আছেন সাকিব এবং চন্দরপল। আর রান চেজে আইসিসি ইভেন্টে ৯ বার পঞ্চাশ পেরোনো ইনিংস আছে রোহিত শর্মার। 


বিপিএলের প্রাইজমানি দুই কোটি টাকারও বেশি বেড়েছে, এ কারণে বেশি অর্থ পুরস্কার পাচ্ছে চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল ও রানার্স আপ চিটাগং কিংস।

৪০ দিনের দীর্ঘ লড়াই শেষে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) শিরোপা ঘরে তুললো ফরচুন বরিশাল। শুক্রবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে রুদ্ধশ্বাস লড়াই শেষে চিটাগং কিংসকে ৩ উইকেটে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো বিপিএলের চ্যাম্পিয়ন হলো তামিম ইকবালের দল। সোনালী শিরোপাটি বরিশালের ট্রফি কেসে যাচ্ছে, সঙ্গে মোটা অঙ্কের অর্থযোগও হচ্ছে চ্যাম্পিয়নদের। 

এবারের বিপিএলের প্রাইজমানি দুই কোটি টাকারও বেশি বেড়েছে, এ কারণে বেশি অর্থ পুরস্কার পাচ্ছে বরিশাল। চ্যাম্পিয়ন হিসেবে আড়াই কোটি টাকা পেয়েছে তারা। আগের আসরে চ্যাম্পিয়ন হলে ২ কোটি পেয়েছিল তারা। রানার্স আপ দলেরও প্রাইজমানি বেড়েছে, চিটাগং কিংস পেয়েছে দেড় কোটি টাকা। আগের আসরের রানার্স আপ দলকে দেওয়া হয় এক কোটি টাকা। 

তৃতীয় ও চতুর্থ স্থানে থেকে আসর শেষ করা দলগুলো আগে কখনও প্রাইজমানি পায়নি, এবার তারাও পাচ্ছে অর্থ পুরস্কার। তৃতীয় স্থান দখল করা খুলনা টাইগার্সের ঝুলিতে যাবে ৬০ লাখ টাকা। এলিমিনেটর থেকে বিদায় নেওয়া আসরের চতুর্থ দল রংপুর রাইডার্সের পুরস্কার ৪০ লাখ টাকা। প্রথমবারের মতো টুর্নামেন্টের সেরা উদীয়মান ক্রিকেটারকে দেওয়া হচ্ছে অর্থ পুরস্কার। ঢাকা ক্যাপিটালসের হয়ে আসরের দ্বিতীয় সর্বোচ্চ ৪৮৫ রান করা তানজিদ হাসান তামিম জিতেছেন এই পুরস্কার, তাকে দেওয়া হচ্ছে তিন লাখ টাকা।

ফাইনালের ম্যাচসেরা তামিম ইকবাল পাচ্ছেন ৫ লাখ টাকা। ব্যাটে-বলে আলো ছড়ানো খুলনা টাইগার্সের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ জিতেছেন টুর্নামেন্ট সেরার পুরস্কার। ৩৫৫ রান ও ১৩ উইকেট নেওয়া এই অলরাউন্ডারের পুরস্কার ১০ লাখ টাকা। খুলনার ওপেনার নাঈম শেখ ১৪ ম্যাচে একটি সেঞ্চুরি ও তিনটি হাফ সেঞ্চুরিসহ ৪২.৫৮ গড়ে টুর্নামেন্ট সর্বোচ্চ ৫১১ রান করে জিতেছেন ৫ লাখ টাকা। 

পুরো আসরজুড়ে দারুণ বোলিং করা দুর্বার রাজশাহীর পেসার তাসকিন আহমেদ জিতেছেন সর্বোচ্চ উইকেট শিকারির পুরস্কার। ১২ ম্যাচে ২৫ নিয়েছেন তিনি, তার পুরস্কারও ৫ লাখ টাকা। উইকেটরক্ষক হরেও টুর্নামেন্টের সেরা ফিল্ডারের পুরস্কার জিতেছেন ফরচুন বরিশালের মুশফিকুর রহিম, তার অর্থযোগ হচ্ছে ৩ লাখ টাকা। 


বিপিএল ২০২৫ আসরে স্পট ফিক্সিংয়ের অভিযোগে  ।   দুর্বার রাজশাহীর ব্যাটসম্যান এনামুল হক বিজয়কে দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। বিসিবির দুর্নীতি দমন বিভাগ সরকারের সংশ্লিষ্ট সংস্থাকে অনুরোধ করেছে তাকে দেশত্যাগে বাধা দিতে।


এনামুল হক বিজয় এবারের বিপিএলে দুর্বার রাজশাহীর হয়ে খেলছেন এবং ১২ ম্যাচে ৩৯২ রান সংগ্রহ করেছেন,   যা তাকে তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহকের স্থানে রেখেছে।তদন্ত চলমান থাকায়, অভিযোগ প্রমাণিত না হওয়া পর্যন্ত এনামুল হক বিজয়ের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।    তদন্তে দোষী প্রমাণিত হলে তিনি বড় শাস্তির সম্মুখীন হতে পারেন। 


এনামুল হক বিজয় ছাড়াও রাজশাহীর আরও কয়েকজন ক্রিকেটার এবং অন্যান্য তিন দলের খেলোয়াড় ও কর্মকর্তাদের বিরুদ্ধে স্পট ফিক্সিংয়ের অভিযোগ তদন্তাধীন রয়েছে।  বিসিবির দুর্নীতি দমন বিভাগ এই বিষয়ে গভীরভাবে তদন্ত করছে এবং অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
 


ক্রীড়া সাংবাদিক এবং বিশ্লেষক দেব চৌধুরী ইসলাম গ্রহণ করেছেন। শুক্রবার (৩১ জানুয়ারি) রাজধানীর দারুসসালাম শাহী মসজিদে জুমার নামাজের সময় কালেমা শাহাদাহ পাঠ করে ইসলাম ধর্ম গ্রহণ করেন তিনি।

দেব চৌধুরীকে শাহাদাহ পাঠ করান দারুসসালাম মসজিদের খতিব এবং জনপ্রিয় ইসলামিক স্কলার আবদুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ।

শাহাদাহ পাঠের পর মসজিদে উপস্থিত মুসল্লিরা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। অনেকেই তাকে আলিঙ্গন করেন এবং উপহার হিসেবে ফুল ও পোশাক দেন।

অনুভূতি প্রকাশ করতে গিয়ে দেব চৌধুরী বলেন,  ‘আমি সম্পূর্ণ স্বেচ্ছায় আজ ইসলাম ধর্ম গ্রহণ করছি। আমি আরবি পড়তে পারি না, তবে আমার ঘরে কোরআনের বাংলা অনূদিত তিনটি কপি রয়েছে।’

ঘটনার সত্যতা যাচাইয়ে দেব চৌধুরীকে গণমাধ্যমের পক্ষ থেকে ফোন করা হলে তিনি জানান, ‘জি, আলহামদুলিল্লাহ, আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি। সবাই আমার জন্য দোয়া করবেন।’

দেবকে ইসলামে স্বাগত জানিয়ে ক্রিকেটার শাহরিয়ার নাফিস তার ভেরিফায়েড ফেইসবুক পেজে পোস্ট দিয়েছেন। নাফিস লিখেছেন, আল্লাহ আপনাকে কবুল করুন। আল্লাহ আপনার পথচলা সহজ করে দিন। আল্লাহ আপনার জ্ঞান বৃদ্ধি করে দিন। আমিন।

প্রসঙ্গত, দেব চৌধুরী সবশেষ অলরাউন্ডার নামের একটি ক্রীড়া বিষয়ক অনলাইন পোর্টালের সঙ্গে যুক্ত ছিলেন। এছাড়া দেশের বিভিন্ন সংবাদমাধ্যমে ক্রিকেট বিশ্লেষক হিসেবে সরব উপস্থিতি রয়েছে তার।


সোমবার (২০ জানুয়ারি) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয় সিলেট স্ট্রাইকার্স ও ঢাকা ক্যাপিটালস।এদিন বিপিএলে নিজের ৯৯ উইকেট নিয়ে মাঠে নামেন ঢাকার তারকা পেসার মুস্তাফিজ। ম্যাচে সিলেটের জাকির হাসানকে ফিরিয়ে একশ’ উইকেটের মাইলফলক স্পর্শ করেন তিনি। 

বিপিএলে সব মিলিয়ে ১১৩ ম্যাচ খেলে সর্বোচ্চ ১৪৯ উইকেট শিকার করেন সাকিব। তারপরই তাসকিনের অবস্থান। এই তারকা পেসার ৮৬ ম্যাচে ১২০ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেটসংগ্রাহকদের তালিকায় দুইয়ে আছেন। আর তিনে আছেন আরেক পেসার রুবেল হোসেন। ৮৯ ম্যাচে তার উইকেট সংখ্যা ১১০।

কাটার মাস্টার মুস্তাফিজ বিপিএলের উইকেটের সেঞ্চুরি পূর্ণ করতে খেলেছেন ৭৯টি ম্যাচ। এ ছাড়া তালিকায় পঞ্চম স্থানে আছেন মাশরাফি বিন মর্তুজা। তার উইকেট সংখ্যা ৯৮টি। 
 


দোরগোড়ায় চ্যাম্পিয়নস ট্রফির এবারের আসর। ভারতের পাকিস্তান সফরের অনাপত্তির পর হাইব্রিড মডেলেই অনুষ্ঠিত হচ্ছে আইসিসির ইভেন্টটি। 

সবশেষ ২০১৭ সালে হওয়া টুর্নামেন্টের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন এবারের আয়োজক পাকিস্তান। যদিও হট ফেবারিট হিসেবে থাকছে শক্তিশালী ভারতও। তবে ভারত নয়, পাকিস্তানের হাতেই এবার ট্রফি দেখছেন দেশটির সাবেক অধিনায়ক সুনিল গাভাস্কার।

সাবেক এই তারকার মতে, আয়োজক দেশ হিসেবে সুবিধা পাবে পাকিস্তান। ঘরের মাঠ হওয়ায় ভারতের চেয়ে পাকিস্তানকে এগিয়ে রাখছেন তিনি।

গাভাস্কার বলেন, পাকিস্তানকে ফেভারিট হিসেবে ধরছি। কারণ, তাদের মাটিতে তাদেরকে হারানোটা অবশ্যই সহজ নয়। ২০২৩ বিশ্বকাপের ফাইনালে ভারত হেরেছিল, কিন্তু তার আগে তারা টানা ১০ ম্যাচে জিতেছিল। ঘরের মাঠে ভারতকে কেউ কিন্তু হারাতে পারেনি। এ কারণেই এবার আমার বাজি পাকিস্তান।

এদিকে, চ্যাম্পিয়নস ট্রফির জন্য বেশ শক্তিশালী স্কোয়াডই ঘোষণা করেছে ভারত। লম্বা সময় পর ইনজুরি কাটিয়ে ফিরেছেন মোহাম্মদ শামি। অধিনায়ক রোহিতের নেতৃত্বে আছেন ভিরাট-বুমরাহ-গিলরা। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর এবার ভারতের চোখও চ্যাম্পিয়নস ট্রফির শিরোপায়!

অপরদিকে, প্রায় ২৮ বছর পর পাকিস্তানের মাটিতে পর্দা উঠতে যাচ্ছে চ্যাম্পিয়নস ট্রফির। ১৯ ফেব্রুয়ারি মাঠে গড়াবে টুর্নামেন্টের প্রথম ম্যাচ। ২০১৭ সালের ফাইনালে ভারতকে বড় ব্যবধানে হারিয়ে শিরোপা ঘরে তুলেছিল পাকিস্তান।


ব্রাদার্স ইউনিয়নের বর্তমান আহ্বায়ক ইশরাক হোসেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাউন্সিলরের জন্য ইশরাক হোসেনের নাম আবেদন করেছে দেশের অন্যতম ঐতিহ্যবাহী এই ক্লাবটি। গত ১৩ জানুয়ারি ব্রাদার্সের সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ আরেফ বিসিবি সিইও নিজামউদ্দিন চৌধুরী সুজন বরাবর একটি চিঠি দেন। 

বর্তমানে বিসিবিতে ব্রাদার্স ইউনিয়নের কাউন্সিলর দলটির ক্রিকেট ম্যানেজার আমিন খান। গত ৫ জানুয়ারি তিনি বিসিবিতে ব্রাদার্সের কাউন্সিলর থেকে পদত্যাগ করে বিসিবিতে চিঠি দেন। এরপরই ক্লাবের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে ইশরাক হোসেন কাউন্সিলর হিসেবে অন্তর্ভুক্তির অনুরোধ জানিয়ে বিসিবিকে চিঠি দেয় ব্রাদার্স।

বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী কাউন্সিলরদের মেয়াদও চার বছর। বিসিবি এই সময়ের মধ্যে সাধারণত কাউন্সিলর পরিবর্তন করতে পারবে না সাধারণ নিয়মে। কোনো কাউন্সিলরের মৃত্যু, স্থায়ী বিদেশ বা পদত্যাগের ক্ষেত্রে পরিবর্তনের সুযোগ রয়েছে। সেক্ষেত্রে বিদ্যমান কাউন্সিলর পদত্যাগ করলে ক্লাব/সংস্থা থেকে নতুন কাউন্সিলরের নাম বিসিবির বোর্ড সভায় উঠবে।বোর্ড সভায় অনুমোদন হলে প্রস্তাবিত কাউন্সিলর পরিবর্তিত কাউন্সিলর হিসেবে অন্তর্ভুক্ত হবেন। 

ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বিএনপির আর্ন্তজাতিক বিষয়ক কমিটির সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র সদস্য। এছাড়াও তিনি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র প্রার্থী ছিলেন। ইশরাকের বাবা ঢাকা সিটি করপোরেশনের প্রয়াত মেয়র সাদেক হোসেন খোকা। তিনি ব্রাদার্স ইউনিয়ন ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ডাকসাইটে কর্মকর্তা ছিলেন। বাবার  অনুসরণ করতেই ইশরাক ব্রাদার্সের হাল ধরেছেন। আসন্ন বিসিবি নির্বাচনে ক্লাব ক্যাটাগরিতে পরিচালক পদে ইশরাকের নির্বাচন করার সম্ভাবনা রয়েছে বলে জোর গুঞ্জন রয়েছে।