0201251735807594appweb-logo.png
Loading...

যুক্তরাষ্ট্র


গত ৫ ফেব্রুয়ারি পর্যন্ত ১০৫ বছর বয়সী মানোয়েল অ্যাঞ্জেলিম ডিনো ও ১০১ বছর বয়সী তার স্ত্রী মারিয়া ডি সউজা ডিনো ৮৪ বছর ৭৭ দিন একসঙ্গে কাটিয়ে ইতিহাস গড়েছেন।

ছবি: ডিনো পরিবারের সৌজন্যে/পিপল

ব্রাজিলের এক দম্পতি একসঙ্গে ৮৪ বছরের দাম্পত্য জীবন পার করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে জায়গা করে নিয়েছেন।

সম্প্রতি বিশ্বের প্রবীণতম ব্যক্তিদের জীবনযাত্রা পর্যবেক্ষণকারী বৈশ্বিক ডেটাবেস লঞ্জেভিকুয়েস্ট এই রেকর্ড নিশ্চিত করেছে। 

সংস্থাটির তথ্যানুযায়ী, ৫ ফেব্রুয়ারি পর্যন্ত ১০৫ বছর বয়সী মানোয়েল অ্যাঞ্জেলিম ডিনো ও ১০১ বছর বয়সী তার স্ত্রী মারিয়া ডি সউজা ডিনো ৮৪ বছর ৭৭ দিন একসঙ্গে কাটিয়ে ইতিহাস গড়েছেন।

১৯৩৬ সালে উত্তর-পূর্ব ব্রাজিলের সেয়ারা রাজ্যের বোয়া ভিয়াজেম অঞ্চলে প্রথম দেখা হয় তাদের। নিজেদের কৃষিভিত্তিক পরিবারে একসঙ্গে কাজ করতে গিয়েই তাদের পরিচয়। তখন মানোয়েল বোয়া ভিয়াজেমের আলমেইদা অঞ্চলে রাপাদুরা নামক এক ধরনের ব্রাজিলিয়ান ক্যান্ডির চালান সংগ্রহ করতে গিয়েছিলেন। তখনই মারিয়ার সঙ্গে তার প্রথম দেখা হয়।

তবে সেই পরিচয়ে কোনো সম্পর্ক এগোয়নি। এর কয়েক বছর পর ভাগ্য আবারও তাদের পথ মিলিয়ে দেয়। আর তখন থেকেই শুরু হয় তাদের দীর্ঘ প্রেমের গল্প। 

১৯৪০ সালের নভেম্বর মাসে তারা বিয়ে করেন; তখন মানোয়েলের বয়স ২১ আর মারিয়ার ১৭ বছর।

লঞ্জেভিকুয়েস্টের মতে, মানোয়েলের ক্ষেত্রে এটি ছিল 'প্রথম দেখায় প্রেম'। তবে মারিয়ার মা শুরুতে এই সম্পর্কের বিরোধিতা করেছিলেন। কিন্তু মানোয়েল পারিবারিক সম্মতি পাওয়ার আশায় চেষ্টা চালিয়ে যান। এমনকি, তিনি মারিয়ার সঙ্গে ভবিষ্যৎ জীবন গড়ার আশায় একটি বাড়ি নির্মাণ শুরু করেন।

তরুণ বয়সে মানোয়েল অ্যাঞ্জেলিম ডিনো ও মারিয়া ডি সউজা ডিনো। ছবি: ডিনো পরিবারের সৌজন্যে/পিপল

বিয়ের পর তারা দুজনই তামাক চাষ করতেন। তাদের ১৩ জন সন্তানের মধ্যে ৯ জন এখনও জীবিত। সময়ের পরিক্রমায় এই দম্পতি ৫৫ জন নাতি-নাতনি, ৬০ জন প্রপৌত্র ও ১৪ জন প্রপ্রপৌত্রের দেখা পেয়েছেন।

বর্তমানে তারা দুজন বেশ শান্তিপূর্ণ জীবনযাপন করছেন। বয়সের কারণে মানোয়েল অধিকাংশ সময় বিশ্রাম নেন। সন্ধ্যা হলে তারা পাশাপাশি বসে রেডিওতে 'রোজারি প্রার্থনা' শোনেন। এরপর টেলিভিশনে একটি ধর্মীয় অনুষ্ঠান দেখেন। এটি তাদের দীর্ঘদিনের অভ্যাসের অংশ।

এই দীর্ঘ ও সুখী দাম্পত্যের রহস্য কী? — এমন প্রশ্নের উত্তরে মারিয়ার সহজ-সরল উত্তর 'ভালোবাসা'।

এর আগে, সবচেয়ে দীর্ঘ দাম্পত্যের রেকর্ড ছিল মার্কিন দম্পতি হারবার্ট ফিশার ও জেলমাইরা ফিশারের দখলে। ২০১১ সালে হারবার্টের মৃত্যুর আগ পর্যন্ত তারা ৮৬ বছর ২৯০ দিন একসঙ্গে কাটিয়েছিলেন। ২০১০ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা তাদের এই অনন্য অর্জনের স্বীকৃতিস্বরূপ প্রশংসাপত্র পাঠিয়েছিলেন।

ইতিহাসে নথিভুক্ত দীর্ঘতম দাম্পত্যের রেকর্ড রয়েছে ডেভিড জ্যাকব হিলার (জন্ম ১৭৮৯) ও সারাহ ডেভি হিলারের (জন্ম ১৭৯২) নামে। এই মার্কিন দম্পতি ৮৮ বছর ৩৪৯ দিন একসঙ্গে কাটিয়েছিলেন। 


মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পূর্বঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী, বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশের অবৈধ নাগরিকদেরও ফেরত পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। 

কূটনৈতিক সূত্রগুলো বলছে, ঢাকায় যুক্তরাষ্ট্রের দূতাবাস গত মাসে বাংলাদেশ সরকারকে অবৈধ হয়ে পড়া লোকজনকে ফেরত পাঠানোর বিষয়টি অবহিত করেছে। এ ব্যাপারে সরকারকে একটি কূটনৈতিক পত্র পাঠানো হয়।

দেশটিতে অবৈধ হয়ে পড়া বাংলাদেশের নাগরিকদের সংখ্যা কত, আর কবে থেকে তাদের ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হবে, তা জানায়নি যুক্তরাষ্ট্র।

এ বিষয়ে গতকাল বুধবার সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয়ে বৈঠক হয়। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী এতে সভাপতিত্ব করেন। 

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, বাংলাদেশ নিজ নাগরিকদের নিতে রাজি। তবে ভারতীয়দের মতো হাত-পায়ে শিকল পরিয়ে অসম্মানজনক উপায়ে ফেরত পাঠানো যেন না হয়, তা নিয়ে এরই মধ্যে যুক্তরাষ্ট্রকে অনুরোধ জানানো হয়েছে। তারাও চায় না বাংলাদেশের ক্ষেত্রে এমন কিছু করতে।

এদিকে যুক্তরাষ্ট্রে অবৈধ হয়ে পড়া লোকজনকে ফেরত আনার বিষয়ে বুধবার দুপুরে সচিবালয়ে আন্তমন্ত্রণালয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী এতে সভাপতিত্ব করেন।

বৈঠকে উপস্থিত একাধিক জ্যেষ্ঠ কর্মকর্তা এই প্রতিবেদককে জানিয়েছেন, বাংলাদেশের লোকজনকে ফেরানোর ক্ষেত্রে যে প্রক্রিয়া রয়েছে, সেটি অনুসরণের বিষয়টি আলোচনায় এসেছে। অর্থাৎ নাগরিকত্ব নিশ্চিত হওয়া সাপেক্ষে যুক্তরাষ্ট্রে অবৈধ হয়ে পড়া বাংলাদেশের লোকজনকে ফেরত নেওয়া হবে।

এর পাশাপাশি অন্যান্য দেশের লোকজনকে যেভাবে হাতকড়া পরিয়ে ফেরত পাঠানো হয়েছে, সেটি যাতে না ঘটে, তা নিশ্চিত করার বিষয়টি আলোচনায় গুরুত্ব পেয়েছে।


যুক্তরাষ্ট্র ইসরায়েলকে ৪০০ কোটি ডলারের সামরিক সহায়তা পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। শনিবার (১ মার্চ) মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এ সংক্রান্ত ঘোষণাপত্রে স্বাক্ষর করেন। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

রুবিও বলেছেন, জরুরি কর্তৃত্ব ক্ষমতাবলে এই সহায়তা প্রেরণের আদেশে স্বাক্ষর করেছেন তিনি। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের অন্যতম মিত্র ইসরায়েল এখন তাদের চিরশত্রু হামাসের সঙ্গে এক নাজুক যুদ্ধবিরতি চুক্তিকে আছে।

২০ জানুয়ারি দায়িত্ব গ্রহণের পর ট্রাম্প প্রশাসন ইতোমধ্যে ইসরায়েলের জন্য ১,২০০ কোটি ডলারের সামরিক বিক্রয় অনুমোদন করেছে। রুবিও বলেন, ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করতে এবং বিভিন্ন হুমকি মোকাবিলায় যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ।

পেন্টাগন জানায়, ইসরায়েলের কাছে ৩০০ কোটি ডলার মূল্যের বোমা, ধ্বংসাত্মক সরঞ্জাম ও অন্যান্য অস্ত্র বিক্রির অনুমোদন দেওয়া হয়েছে। এ বিষয়ে কংগ্রেসকে জরুরি ভিত্তিতে অবহিত করা হয়েছে, যদিও সাধারণত এ ধরনের সহায়তার আগে উচ্চপর্যায়ের কমিটিগুলোর পর্যালোচনা করা হয়।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে এটি দ্বিতীয়বারের মতো ইসরায়েলকে সামরিক সহায়তা পাঠাতে ট্রাম্প প্রশাসনের জরুরি কর্তৃত্ব ব্যবহারের ঘটনা। বাইডেন প্রশাসনেও একইভাবে কংগ্রেশনাল পর্যালোচনা এড়িয়ে ইসরায়েলে সহায়তা পাঠানো হয়েছিল।


টানা চতুর্থবারের মতো মার্কিন সিনেটর নির্বাচিত হয়েছেন কিশোরগঞ্জের কৃতী সন্তান শেখ মুজাহিদুর রহমান চন্দন।

গত বছরের (৫ নভেম্বর) অনুষ্ঠিত নির্বাচনে ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী হিসেবে তিনি জর্জিয়া অঙ্গরাজ্যের ডিস্ট্রিক্ট-ফাইভ আসনে বিপুল ভোটে বিজয়ী হন।নির্বাচনে প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান প্রার্থী লিসা ব্যাবেজের চেয়ে ৭০ শতাংশ বেশি ভোট পেয়েছেন চন্দন। এর আগে একই নির্বাচনি এলাকা থেকে আরও তিনবার সিনেটর নির্বাচিত হন তিনি। প্রথম বাংলাদেশি আমেরিকান ও জর্জিয়ার প্রথম মুসলিম আইনপ্রণেতা তিনি।

শেখ মুজাহিদুর রহমান চন্দন কিশোরগঞ্জ জেলার বাজিতপুরের সরারচর গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৮১ সালে উচ্চশিক্ষার জন্য তিনি যুক্তরাষ্ট্রে যান। জর্জিয়া ইউনিভার্সিটি থেকে বিবিএ ডিগ্রি অর্জন করেন তিনি। ৬৩ বছর বয়সী চন্দন সরারচর এলাকার বীর মুক্তিযোদ্ধা নজিবুর রহমানের সন্তান এবং বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সহসভাপতি শেখ মুজিবুর রহমান ইকবালের বড় ভাই। তিন ভাই ও চার বোনের মধ্যে তিনি মেজ।

চন্দনের এমন বিজয় ও সাফল্যে  জর্জিয়া প্রবাসী বাংলাদেশির পাশাপাশি  তাঁর জন্মস্থান বাজিতপুরের মানুষের মধ্যে  আনন্দ-উল্লাস ছড়িয়ে পড়েছে। 

চন্দন টানা চতুর্থবারের মতো নির্বাচিত হয়ে ভোটারসহ প্রবাসী বাংলাদেশিদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।  এ ছাড়া মাতৃভূমি বাংলাদেশের মানুষের প্রতিও কৃতজ্ঞতা জানিয়েছেন। তিনি বলেন, ‘সবার ভালোবাসা ও সহযোগিতায় বহুজাতিক সেতুবন্ধনের একটি সমাজে প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে বিজয়ী হয়েছি।’ এমন নিঃশর্ত ভালোবাসা ও সমর্থন পেয়ে আরও সামনে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
 


ইসরাইলের কাছে আরও ৭৪০ কোটি ডলারের বেশি মূল্যের অস্ত্র বিক্রির পরিকল্পনা অনুমোদন দিয়েছে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট।

এসব অস্ত্রের মধ্যে রয়েছে হাজার হাজার বোমা ও ক্ষেপণাস্ত্র।স্থানীয় সময় শুক্রবার এক ঘোষণায় এ তথ্য জানায় পেন্টাগন।।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত মঙ্গলবার হোয়াইট হাউসে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে অভ্যর্থনা জানানোর কয়েকদিন পর এবং গাজা যুদ্ধবিরতির মধ্যেই বিষয়টি সামনে এলো। 

মার্কিন পররাষ্ট্র দপ্তরের মতে, দুটি আলাদা অস্ত্রের চালান অনুমোদনের জন্য কংগ্রেসে চিঠি পাঠানো হয়েছে। একটি ৬৭৫ কোটি ডলারের চালান, যাতে থাকবে বিভিন্ন ধরণের অস্ত্র, নির্দেশিকা কিট এবং অন্যান্য সামরিক সরঞ্জাম। এর মধ্যে রয়েছে ১৬৬টি ছোট ব্যাসের বোমা, ৫০০ পাউন্ড ওজনের ২,৮০০টি বোমা এবং হাজার হাজার নির্দেশিকা কিট, ফিউজ এবং অন্যান্য বোমার উপাদান ও সহায়তা সরঞ্জাম। এসব অস্ত্র ও সরঞ্জাম চলতি বছরেই পাঠানো শুরু হবে।

অন্য অস্ত্র প্যাকেজের আওতায় রয়েছে ৩,০০০টি হেলফায়ার ক্ষেপণাস্ত্র এবং এর সঙ্গে প্রয়োজনীয় সরঞ্জাম, যার আনুমানিক মূল্য ৬৬ কোটি ডলার। এই ক্ষেপণাস্ত্রগুলোর সরবরাহ ২০২৮ সালে শুরু হওয়ার কথা রয়েছে।

সূত্র: আনাদোলু এজেন্সি



অজানা কারণে রক্তের মতো লাল হয়ে গেছে আর্জেন্টিনার একটি নদীর পানি।

দূর থেকে দেখলে যে কেউ ভাববে পানি নয়, বরং রক্তের প্রবাহ ছুটে চলেছে। নদীর পানি এতটাই লাল হয়ে গেছে যে, তাতে নামার সাহস দেখাচ্ছে না হাঁসও।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বৃহত্তর বুয়েন্স আয়ার্সে দেখা মিলেছে এই লাল পানির নদী। স্থানীয়দের শঙ্কা, বিষাক্ত কোনো রাসায়নিকের কারণেই এমন বদলে গেছে নদীটির পানি। ফলে আতঙ্ক ছড়াচ্ছে স্থানীয়দের মাঝে।

ইতোমধ্যে, নদী থেকে নমুনা সংগ্রহ করেছে কর্তৃপক্ষ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রিও ডি লা প্লাটা নদীতে প্রবাহিত হওয়া এই নদীর পানির রঙ প্বার্শবর্তী কোনো কারখানার রাসায়নিক বর্জ্যের কারণে পাল্টে গেছে। সঠিক কারণ জানতে তদন্ত চলছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে যে, টেক্সটাইল রঞ্জক পদার্থ ফেলে দেয়ার কারণে অথবা কাছের কোনও ডিপো থেকে রাসায়নিক বর্জ্যের কারণে এই রঙটি হতে পারে।

দেশটির পরিবেশ মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে যে রঙ পরিবর্তনের কারণ নির্ধারণের জন্য পানির নমুনা নেয়া হয়েছে।

এএফপি সংবাদ সংস্থা জানিয়েছে, বিকেলের শেষের দিকে পানির রঙ কিছুটা তীব্রতা হারিয়ে ফেলেছিল।

বাসিন্দারা দাবি করেছেন যে অনেক স্থানীয় কোম্পানি জলপথে বিষাক্ত বর্জ্য ফেলে, যা রাজধানীর কেন্দ্র থেকে প্রায় ১০ কিলোমিটার (৬ মাইল) দূরে চামড়া প্রক্রিয়াকরণ এবং টেক্সটাইল কারখানা থেকে নিসৃত।
 


মার্কিন যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া রাজ্যে চোরেরা এক মুদি দোকান থেকে ১ লাখের বেশি ডিম চুরি করে নিয়ে গেছে। যার মূল্য ৪০ হাজার ডলার।

ছবি: সংগৃহীত

পুলিশ জানিয়েছে, গত ১ ফেব্রুয়ারি গ্রিনক্যাসলে পিট অ্যান্ড গেরি'স অর্গানিক্সের একটি লরির পিছনে এই ডাকাতি চালানো হয়।বার্ড ফ্লু মহামারীর মধ্যে ডিমের দাম বেড়ে যাওয়ার কারণে ডিম অপ্রত্যাশিতভাবে ব্যয়বহুল খাবারের তালিকায় পরিণত হয়েছে যুক্তরাষ্ট্রে।
মার্কিন সরকারের তথ্য অনুসারে, গত বছরে ডিমের দাম ৬৫ শতাংশের বেশি বেড়েছে। 

দেশটির কৃষি বিভাগ পূর্বাভাস দিয়েছে, ২০২৫ সালে দাম প্রায় ২০ শতাংশ বৃদ্ধি পাবে। মঙ্গলবার আমেরিকান চেইন রেস্তোরাঁ ‘ওয়াফেল হাউস’ ডিমেন দাম বাড়ার কারণে গ্রাহকদের কাছ থেকে বাড়তি দাম রাখছে। রেস্তোরাঁটি জানিয়েছে, ডিমের দামের অভূতপূর্ব বৃদ্ধির কারণে গ্রাহকদের বাড়তি চার্জ দিতে হচ্ছে।

কৃষি বিভাগের মতে, বার্ড ফ্লু মহামারী ২০২২ সালে শুরু হয়েছিল এবং সাম্প্রতিক সময়ে মার্কিন যুক্তরাষ্ট্রজুড়ে এর প্রাদুর্ভাব দেখা দিয়েছে। সংস্থাটি উল্লেখ করেছে, শুধুমাত্র ডিসেম্বর মাসেই দাম ৮ শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছে।

বিভাগের তথ্য থেকে আরো দেখা গেছে, ২০২৩ সালের ডিসেম্বরে এক কার্টন ডিমের গড় দাম ছিল ২ দশমিক ৫১ ডলার এবং এক বছর পরে তা পৌঁছেছে ৪ দশমিক১৫ ডলারে। এই বৃদ্ধির ফলে কিছু দোকানের তাক খালি পড়ে রয়েছে বলে জানা গেছে।

মার্কিন যুক্তরাষ্ট্রজুড়ে পাখি, গবাদি পশু এবং স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে বার্ড ফ্লু মহামারী দেখা দিয়েছে, যদিও মানুষের মধ্যে এর সংক্রমণ খুবই বিরল।
সূত্র: বিবিসি


ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সোমবার দ্বিতীয় মেয়াদে দেশটির প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন। পূর্বঘোষণা অনুযায়ী দায়িত্ব নেওয়ার প্রথম দিনেই বেশ কিছু চমক দিয়েছেন তিনি। তার একটি হচ্ছে জন্মসূত্রে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পাওয়ার অধিকার বাতিল।

 ছবি :ডোনাল্ড ট্রাম্প (সংগৃহীত)|

প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার কয়েক ঘণ্টা পরই জন্মসূত্রে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পাওয়ার অধিকার বাতিল সম্পর্কিত এক নির্বাহী আদেশে সই করেন তিনি। 

মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়, অবৈধভাবে বা শিক্ষা-পর্যটনসহ সাময়িক ভিসায় যুক্তরাষ্ট্রে এসে সন্তান জন্ম দিলে শিশু মার্কিন নাগরিকত্ব পাবে না। তবে বাবা-মায়ের কেউ আমেরিকান নাগরিক হলে সন্তান জন্মের পরই মার্কিন নাগরিক বলে স্বীকৃতি পাবে। 

আদেশে সই করার সময় ট্রাম্প স্বীকার করেন যে, জন্মসূত্রে নাগরিকত্বের অধিকার যেহেতু দেশের সংবিধানে নিশ্চিত করা আছে, তার এই আদেশ আইনগত চ্যালেঞ্জের মুখে পড়তে পারে।

তিনি জানান, জন্মসূত্রে নাগরিকত্ব একেবারে হাস্যকর এবং তার বিশ্বাস এই বিধান বদলানোর জন্য ভালো আইনগত যুক্তি আছে।
 


জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম টিকটক অ্যাপের কার্যক্রম বন্ধ করা হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে এখন অ্যাপল ও গুগল প্লে স্টোরেও অ্যাপটি পাওয়া যাচ্ছে না। রোববার (১৯ জানুয়ারি) বিবিসির অনলাইন প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

প্রতিবেদনের তথ্যানুযায়ী, মার্কিন নিষেধাজ্ঞা কার্যকরের কয়েক ঘণ্টা আগে অ্যাপটি কাজ করা বন্ধ করে দিয়েছে। মার্কিন ইউজাররা আর টিকটকে ঢুকতে পারছেন না। তারা অ্যাপটিতে প্রবেশ করতে চাইলে দেখানো হচ্ছে যে, টিকটকে একটি নিষেধাজ্ঞা চালু হয়েছে। এর অর্থ হচ্ছে, এখন থেকে আপনারা টিকটক ব্যবহার করতে পারবেন না।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, টিকটকের মালিকানার অন্তত ৫০ শতাংশ আমেরিকানদের হাতে থাকতে হবে।