মার্কেটপ্লেস প্রতিষ্ঠান দারাজ বাংলাদেশ থেকে পদত্যাগ করেছেন খন্দকার তাসফিন আলম। দারাজে তিনি, চীফ অপারেটিং অফিসার হিসেবে কর্মরত ছিলেন। যোগ দিয়েছেন, প্রাণ-আরএফএল গ্রুপে।
গত বছরের (২০২৪) ডিসেম্বর মাসই ছিল দারাজে তাসফিনের শেষ কর্ম মাস। জানুয়ারির ১ তারিখে, এক ফেইসবুক পোস্টের মাধ্যমে নিজের পদত্যাগ এবং নতুন কর্মস্থলের কথা জানান তাসফিন আলম।
এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবে খন্দকার তাসফিন আলম যোগ দিয়েছেন বাংলাদেশের অন্যতম ব্যবসায়িক প্রতিষ্ঠান প্রাণ-আরএফএল গ্রুপে ।