অস্ট্রেলিয়াতে অনুষ্ঠিত হয়ে গেল ঈদমেলা। অস্ট্রেলিয়া প্রবাসী বাংলাদেশী নারীদের অন্যতম বৃহৎ সংগঠন অসি বাংলা সিস্টারহুড এ মেলার আয়োজন করে।

গত ৯ মার্চ (রবিবার) সিডনির লিভারপুলে ঈদমেলার আয়োজন করে সংগঠনটি। উৎসবমুখর পরিবেশে সকাল থেকেই অতিথিদের পদচারণায় ভরে উঠে মেলা প্রাঙ্গণ।
ঈদ মেলায় ৭৫টিরও বেশি পোশাক, গহনা, মেহেদি, খেলনা ও সুস্বাদু দেশী খাবারের স্টল ছিলো। বাচ্চাদের জন্য ছিল ফেস পেইন্টিংসহ ছবি আকার সুযোগ। মেলায় অংশগ্রহণকারী স্টলের বেশিরভাগই ছিলো বাংলাদেশী নারী উদ্যোক্তারা। রমজানের থিমে সাজানো রিবনস এন্ড রোজেজ এর ব্যানার সকল অতিথিদের প্রশংসা কুড়িয়েছে।
অসি বাংলা সিস্টারহুড এর প্রতিষ্ঠাতা জান্নাত ফেরদৌস বলেন, মেলার মাধ্যমে প্রবাসী বাংলাদেশীদের কাছে দেশীয় ঐতিহ্য এবং ঈদ পোশাক পৌঁছে দেয়াই আমাদের উদ্দেশ্য।
মেলায় প্রবাসী বাংলাদেশীরা স্বপরিবারে এবং স্ববান্ধবে প্রিয়জনদের জন্য পছন্দের ঈদ উপহার কেনায় ব্যস্ত সময় কাটান। সিডনির বাইরের শহরগুলো থেকেও অনেক অতিথি এই মেলায় উপস্থিত হয়ে আয়োজকদের প্রশংসা করেন।