0201251735807594appweb-logo.png
Loading...

আরব আমিরাতের গোল্ডেন ভিসা পেয়েছেন চিত্রনায়ক শাকিব খান


  • 0112241733050992facebook.png
  • 0112241733051074icon-linkedin.png
  • 0112241733051118icon-twitter.png
  • 0312241733211435icon-instagram.png
  • 0312241733211479icon-youtube.png

আরব আমিরাতের গোল্ডেন ভিসা পেয়েছেন চিত্রনায়ক শাকিব খান। আজ নিজের ভেরিফাইড ফেইসবুক পেইজে এক ভিডিও বার্তায় তিনি এ তথ্য জানান।

ভিডিওতে দেখা যায়, শাকিব খান কিছু ডকুমেন্টসে স্বাক্ষর করছেন। এসময় তার পাশে ছিলেন আরব আমিরাতের কয়েকজন উচ্চপদস্থ ব্যক্তি। 

এটাকে গোল্ডেন রেসিডেন্সিও বলা হয়, যা কিনা আমিরাত সরকারের একটি বিশেষ কর্মসুচি। এর বাহকরা আলাদা মর্যাদা পান দেশটিতে।  যদিও বিনিয়োগ, ব‍্যবসাসহ নানা ক্ষেত্রে বহু প্রবাসী ভারতীয় ও বাংলাদেশী গোল্ডেন রেসিডেন্সি পেয়েছেন এরিমধ‍্যে।  ভারত থেকে অভিনেতা ও সুপার স্টার রজনীকান্ত, শাহরুখ খান, সঞ্জয় দত্ত ও টেনিস তারকা সানিয়া মির্জা আরব আমিরাতের গোল্ডেন ভিসা পেয়েছেন। 

গোল্ডেন ভিসা প্রাপ্তরা আমিরাতের নাগরিক না হলেও শিক্ষা, চিকিৎসা, ব‍্যবস‍া, সরকারি অনুষ্ঠানে যোগদান, বিমানবন্দরে প্রিভিলেজসহ নানা সুবিধা পান। 



Leave a comment


Please note, comments must be approved before they are published

View all comments