0201251735807594appweb-logo.png
Loading...

ইসরায়েলকে ৪০০ কোটি ডলারের সামরিক সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র


  • 0112241733050992facebook.png
  • 0112241733051074icon-linkedin.png
  • 0112241733051118icon-twitter.png
  • 0312241733211435icon-instagram.png
  • 0312241733211479icon-youtube.png

যুক্তরাষ্ট্র ইসরায়েলকে ৪০০ কোটি ডলারের সামরিক সহায়তা পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। শনিবার (১ মার্চ) মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এ সংক্রান্ত ঘোষণাপত্রে স্বাক্ষর করেন। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

রুবিও বলেছেন, জরুরি কর্তৃত্ব ক্ষমতাবলে এই সহায়তা প্রেরণের আদেশে স্বাক্ষর করেছেন তিনি। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের অন্যতম মিত্র ইসরায়েল এখন তাদের চিরশত্রু হামাসের সঙ্গে এক নাজুক যুদ্ধবিরতি চুক্তিকে আছে।

২০ জানুয়ারি দায়িত্ব গ্রহণের পর ট্রাম্প প্রশাসন ইতোমধ্যে ইসরায়েলের জন্য ১,২০০ কোটি ডলারের সামরিক বিক্রয় অনুমোদন করেছে। রুবিও বলেন, ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করতে এবং বিভিন্ন হুমকি মোকাবিলায় যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ।

পেন্টাগন জানায়, ইসরায়েলের কাছে ৩০০ কোটি ডলার মূল্যের বোমা, ধ্বংসাত্মক সরঞ্জাম ও অন্যান্য অস্ত্র বিক্রির অনুমোদন দেওয়া হয়েছে। এ বিষয়ে কংগ্রেসকে জরুরি ভিত্তিতে অবহিত করা হয়েছে, যদিও সাধারণত এ ধরনের সহায়তার আগে উচ্চপর্যায়ের কমিটিগুলোর পর্যালোচনা করা হয়।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে এটি দ্বিতীয়বারের মতো ইসরায়েলকে সামরিক সহায়তা পাঠাতে ট্রাম্প প্রশাসনের জরুরি কর্তৃত্ব ব্যবহারের ঘটনা। বাইডেন প্রশাসনেও একইভাবে কংগ্রেশনাল পর্যালোচনা এড়িয়ে ইসরায়েলে সহায়তা পাঠানো হয়েছিল।



Leave a comment


Please note, comments must be approved before they are published

View all comments