0201251735807594appweb-logo.png
Loading...

কেন সপরিবারে ‘মান্নাত’ ছাড়ছেন শাহরুখ


  • 0112241733050992facebook.png
  • 0112241733051074icon-linkedin.png
  • 0112241733051118icon-twitter.png
  • 0312241733211435icon-instagram.png
  • 0312241733211479icon-youtube.png

বলিউড বাদশা শাহরুখ খানের বাংলো মান্নাত মুম্বাইয়ে পর্যটকদের অন্যতম আকর্ষণে পরিণত হয়েছে।

বান্দ্রা এলাকার এই বাংলোটির বাইরে প্রতিদিন শত শত শাহরুখ-ভক্ত ভিড় করে। ২৫ বছরেরও বেশি সময় ধরে অভিনেতা এবং তার পরিবার এই বাড়িতে থাকেন।এবার জানা গেল, চলতি বছরের শেষ দিকে তারা এই বাংলো ছেড়ে একটি অ্যাপার্টমেন্ট থাকতে যাবেন! শুনতে খুব অবাক লাগলেও এটাই সত্যি।

এ বিষয়ে আরও জানা গেছে,তাদের বাংলোটিতে বেশ কিছু সংস্কারের কাজ হবে, আর তাই খান পরিবারকে কিছুদিন অন্য জায়গায় থাকতে হবে।

বলিউড ভিত্তিক সংবাদমাধ্যম অনুসারে, মান্নাত বেশ কিছুটা বড় করা হবে, আরও বেশ কয়েকটি ফ্লোর যোগ হবে। এর জন্য শাহরুখকে আদালতের থেকে অনুমতিও নিতে হয়েছিল। ইতোমধ্যেই কিছুটা কাজ শুরুও হয়ে গেছে। কিন্তু এরপর আরও ভারী কাজ হওয়ার কারণে পরিবারের সবাইকে নিয়ে শাহরুখের পক্ষে সেখানে থাকা সম্ভব হবে না। তাই তারা সেই সময়টুকুর জন্য অন্য জায়গায় থাকবেন।

শাহরুখ খানের নতুন ঠিকানা কোথায় হচ্ছে? এ বিষয়ে জানা গেছে, শাহরুখ খান, স্ত্রী গৌরী এবং সন্তান অর্থাৎ আরিয়ান, সুহানা এবং আব্রামকে নিয়ে বান্দ্রার পালি হিল এলাকায় একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্টের চার তলায় থাকবেন।



Leave a comment


Please note, comments must be approved before they are published

View all comments