অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরায় সম্প্রতি অনুষ্ঠিত হলো বাঙালি সংস্কৃতির ঐতিহ্যবাহী বৈশাখী মেলা।

রোববার ক্যানবেরা ইসলামিক সেন্টার প্রাঙ্গণে বাংলাদেশ অস্ট্রেলিয়া অ্যাসোসিয়েশন ক্যানবেরার আয়োজনে এ মেলার আয়োজন করা হয়।
বেলা ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলা এ মেলায় বিপুলসংখ্যক বাংলাদেশির সমাগম ঘটে। মেলার দিনব্যাপী আয়োজনে নাচ, গান ও বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।
মেলার আকর্ষণ ছিল বাঙালির ঐতিহ্যবাহী মুখরোচক খাবারের স্টল। এ ছাড়া দেশি পণ্যের বিভিন্ন স্টলও দর্শনার্থীদের দৃষ্টি কাড়ে। মেলা প্রাঙ্গণ সাজানো হয়েছিল বাঙালি সংস্কৃতির নানা নিদর্শনে। মেলায় অন্যান্যদের সঙ্গে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী মাইকেল পিটারসন এবং বাংলাদেশের হাইকমিশনার এফ এম বোরহান উদ্দীন।
মেলা আয়োজক সংগঠনের সভাপতি সৈয়দ আবুল হাসান মেলার সফলতা সম্পর্কে বলেন, ‘এ আয়োজন সফল করতে আমাদের সংগঠনের সব সদস্যের নিরলস পরিশ্রম ছিল। তিনি সবার সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানান।’