0201251735807594appweb-logo.png
Loading...

গাজায় যুদ্ধবিরতি: প্রবেশ করছে ত্রাণবাহী ট্রাক


  • 0112241733050992facebook.png
  • 0112241733051074icon-linkedin.png
  • 0112241733051118icon-twitter.png
  • 0312241733211435icon-instagram.png
  • 0312241733211479icon-youtube.png

যুদ্ধবিরতি চুক্তি কার্যকরের সঙ্গে সঙ্গে, যুদ্ধ বিধ্বস্ত গাজায় প্রবেশ করছে জরুরি ত্রাণবাহী ট্রাক। ইসরায়েলের দক্ষিণে কারেম শালম ও উত্তরের জিকিম সীমান্ত দিয়ে ত্রাণ নিয়ে গাজায় প্রবেশ করছে দুশ’রও বেশি ট্রাক, এমনটাই জানিয়েছে আরব নিউজ। 

ছবি: গাজায় ঢুকছে ত্রাণবাহী ট্রাক (সংগৃহীত)।

জাতিসংঘের দেয়া এসব ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে ক্যানজাতীয় খাবার, আটা, জ্বালানিসহ জরুরি ওষুধপণ্য। ত্রাণ প্রবেশ করছে মিশর, জর্ডান ও ইসরায়েলের অন্যান্য সীমান্ত দিয়েও।যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী, প্রতিদিন ফিলিস্তিনে প্রবেশ করবে ত্রাণ সামগ্রী ভর্তি ৬০০টি ট্রাক। এর মাঝে ৫০টিতে থাকবে প্রয়োজনীয় জ্বালানি। এদিকে, সবচেয়ে বেশি মানবেতর সময় কাটানো গাজার উত্তরের এলাকাগুলোয় প্রতিদিন পৌঁছাবে ত্রাণভর্তি ৩০০ ট্রাক।



Leave a comment


Please note, comments must be approved before they are published

View all comments