›জেলা›চাকরি না পাওয়ায় ছাদ থেকে তরুণের লাফ
পড়ালেখা শেষে চাকরি না পাওয়ার হতাশায় ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেছেন এক তরুণ। বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জ শহরের গলাচিপা এলাকায় এ ঘটনা ঘটে।

ছবি:প্রতীকী
আত্মহননকারী যুবকের নাম রুবায়েত রাজ হাসনাত অপূর্ব (২২)। সে গলাচিপা এলাকার ইঞ্জিনিয়ার নুরুল ইসলামের ছেলে।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) খাইরুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, আমরা সিসিটিভি ফুটেজ চেক করেছি। সে ছাদে উঠা থেকে শুরু করে ছাদে কিছু সময় হাঁটাহাটি করা পর্যন্ত আশেপাশে কেউ ছিলনা। তার পরিবার থেকে জানিয়েছে, পড়ালেখা শেষে চাকরি না পাওয়াতে সে বিষন্নতায় ভুগছিলেন।