›ইউরোপ›জার্মানির মিউনিখে গাড়িচাপায় আহত ৩০
জার্মানির মিউনিখ শহরে ভিড়ের মধ্যে গাড়ি চাপার ঘটনায় কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) এ ঘটনা ঘটে।

ছবি: (সংগৃহীত)|
গাড়িটি একজন সন্দেহভাজন আফগান আশ্রয়প্রার্থী চালাচ্ছিলেন বলে ধারণা। খবর রয়টার্সের।এ ঘটনার পর আগামী সপ্তাহের ফেডারেল নির্বাচনের আগে নিরাপত্তার বিষয়টি আবারও জোরদার করা হয়েছে।
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিসহ আন্তর্জাতিক নেতারা দক্ষিণ জার্মান শহরে পৌঁছানোর কয়েক ঘন্টা আগে এই ঘটনা ঘটে।মিউনিখ নিরাপত্তা সম্মেলনে যোগদানের জন্য তাদের দেশটিতে পৌঁছানোর কথা।
সর্বশেষ পুলিশ রিপোর্ট অনুসারে, এ ঘটনায় কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।
পুলিশ জানিয়েছে, ধর্মঘটরত শ্রমিকদের বিক্ষোভের সময় একটি সাদা গাড়ি পুলিশের গাড়িকে পাশ কাটিয়ে দ্রুত গতিতে এগিয়ে গিয়ে লোকজনকে চাপা দেয়। সন্দেহভাজন ব্যক্তিকে লক্ষ্য করে একটি গুলি চালানো হয় কিন্তু তাতে সে আহত হয়েছে কিনা তা স্পষ্ট নয়।
ঘটনাস্থলে ১,০০০ জনেরও বেশি লোক উপস্থিত ছিল বলে জানা গেছে।
কর্মকর্তারা ২৪ বছর বয়সী গাড়ির চালককে আটক করেছে। কিন্তু এই ঘটনার মোটিভ তাদের কাছে এখনও পরিষ্কার নয় বলে জানায় তারা।
বাভারিয়া রাজ্যের প্রধানমন্ত্রী মার্কাস সোয়েডার সাংবাদিকদের বলেন, ‘এটি সম্ভবত একটি হামলার ঘটনা।’
রয়টার্সের অনুরোধে, মিউনিখের জেনারেল প্রসিকিউটরের অফিসের একজন মুখপাত্র নিশ্চিত করেছেন যে সন্দেহভাজন ব্যক্তির নাম ফরহাদ নূরী।
এদিকে বাভারিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী জোয়াকিম হারম্যান জানান, সন্দেহভাজন ব্যক্তি মাদক ও চুরির অপরাধে পুলিশের কাছে পরিচিত ছিল। হারম্যান বলেন, তার আশ্রয় আবেদন প্রত্যাখ্যান করা হয়েছে। তবে আফগানিস্তানে নিরাপত্তার কারণে তাকে দেশত্যাগে বাধ্য করা হয়নি।