0201251735807594appweb-logo.png
Loading...

ডিপজলের মাসব্যাপী ইফতার আয়োজন


  • 0112241733050992facebook.png
  • 0112241733051074icon-linkedin.png
  • 0112241733051118icon-twitter.png
  • 0312241733211435icon-instagram.png
  • 0312241733211479icon-youtube.png

রমজানের প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত মাসব্যাপী ইফতার আয়োজন করেছেন জনপ্রিয় অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল।

 

রাজধানীর গাবতলী, আগারগাঁও এবং মহাখালীর আশপাশের এলাকার বিভিন্ন স্থানে প্রিজন ভ্যানের মাধ্যমে ইফতার বিতরণ করছে এই অভিনেতার প্রতিনিধিরা। বিষয়টি নিশ্চিত করেছেন ডিপজল নিজেই।

সোমবার বিকেলে ডিপজল তার ফেসবুকে ইফতার বিতরণের কয়েকটি ছবি পোস্ট করে তিনি লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ। দ্বিতীয় দিনের মতো ইফতার বিতরণ কার্যক্রম চলছে, ইনশাআল্লাহ পুরো রমজানজুড়ে অব্যাহত থাকবে। দোয়া ও সহযোগিতা কাম্য।’

এদিকে, কিছুদিন আগেই গাইবান্ধার তালুক রিফাইতপুর স্টেশন বাদিয়াখালীতে ডিপজলের মা মরহুমা হাজী জবেদা বেগমের নামে মাদানিয়া মসজিদ কমপ্লেক্সের কাজ শেষ হয়েছে। মসজিদ নির্মাণ সম্পন্ন হওয়ার পর সেখানে একটি মাদ্রাসার কাজ চলছে। আর মাদ্রাসা পরিচালনার দায়িত্ব সামলাচ্ছেন খল-অভিনেতা নিজেই।

 



Leave a comment


Please note, comments must be approved before they are published

View all comments