বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সদস্য পদ বাতিল করেছিল গুলশান ক্লাব। দন্ড প্রাপ্ত আসামী এবং দেশত্যাগী উল্লেখ করে এ সিদ্ধান্ত নেন ক্লাবের তৎকালীন প্রেসিডেন্ট রফিকুল আলম হেলাল ও ফাইনান্স পরিচালক এম. এ কাদের অনু।

১৯ ডিসেম্বর ২০২৩ সালের এ ঘটনাটি ফেইসবুক এক পোস্টের মাধ্যমে জানান, আল-জাজিরার সিনিয়র প্রোডিউসার জুলকারনাইন সায়ের। তিনি অভিযোগ করেন, পরবর্তীতে ২০২৪ সালে ক্লাবের প্রেসিডেন্ট নির্বাচনে এম. এ কাদের অনু'র পক্ষে সরাসরি ক্যাম্পেইন করেছেন বিএনপি'র কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত। অভিযোগের পক্ষে বেশ কিছু দালিলিক প্রমাণও পোস্টে সংযুক্ত করেন জুলকারনাইন সায়ের।

এ ঘটনার আপডেট হচ্ছে, জুলাই গণঅভ্যুত্থানের পর ২০২৪ সালের ৮ অক্টোবর গুলশান ক্লাবের ১৪তম বোর্ড মিটিংয়ে বিষয়টি চূড়ান্তভাবে নিষ্পত্তি করে তারেক রহমানের সদস্যপদ পুনঃবহাল করা হয়।