0201251735807594appweb-logo.png
Loading...

ধান দিয়ে বানানো ২১ ফুট উচ্চতার সরস্বতী প্রতিমা


  • 0112241733050992facebook.png
  • 0112241733051074icon-linkedin.png
  • 0112241733051118icon-twitter.png
  • 0312241733211435icon-instagram.png
  • 0312241733211479icon-youtube.png

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ধান দিয়ে বানানো ২১ ফুট উচ্চতার সরস্বতী প্রতিমা। উপজেলার লালবাগ যুব কিশোর সংঘের মণ্ডপে ধান দিয়ে বানানো হয়েছে ২১ ফুট উচ্চতার সরস্বতী প্রতিমা।

এতে লেগেছে প্রায় ৫০ কেজি ধান। ব্যতিক্রমী এই প্রতিমা বানাতে সময় লেগেছে প্রায় ৩০ দিন। ধান দিয়ে বানানো এত বড় প্রতিমা দেখতে ভিড় করেছেন দর্শনার্থীরা।মৌলভীবাজারের শ্রীমঙ্গলের লালবাগ গোসাইবাড়ি সড়কে লালবাগ যুব কিশোর সংঘের পূজামণ্ডপে এই প্রতিমায় সরস্বতীপূজা হয়।

প্রতিমাটি তৈরি করেছেন মৃৎশিল্পী উদয় পাল ও গৌর পাল। উদয় পাল বলেন, ‘শ্রীমঙ্গলে এই প্রথম আমরা ধান দিয়ে সরস্বতী প্রতিমা তৈরি করেছি। প্রায় ৫০ কেজি ধান, খড়, গাম, ইত্যাদি দিয়ে এই প্রতিমা বানিয়েছি। টানা এক মাস আমরা কাজ করে প্রতিমাটি বানাতে পেরেছি।

লালবাগ যুব কিশোর সংঘের সভাপতি কৌশিক দত্ত  বলেন, ‘আমাদের সংঘের এ বছর ২৫তম আয়োজন। ২৫তম আয়োজনটি স্মরণীয় করে তুলতে আমরা প্রায় ৬ মাস আগে থেকে ব্যতিক্রম কিছু করার পরিকল্পনা করেছিলাম। কমিটির সবাই মিলে সিদ্ধান্ত নিলাম, এ বছর আমরা ধানের প্রতিমা তৈরি করব। সেটা দেখতেও যেন অনেক উচ্চতার হয়। বিষয়টি নিয়ে আমরা প্রতিমাশিল্পীদের সঙ্গে কথা বলি। প্রায় ৭০ হাজার টাকা খরচ হয়েছে এই প্রতিমা তৈরিতে।’



Leave a comment


Please note, comments must be approved before they are published

View all comments