0201251735807594appweb-logo.png
Loading...

পিছিয়ে গেল অস্কার


  • 0112241733050992facebook.png
  • 0112241733051074icon-linkedin.png
  • 0112241733051118icon-twitter.png
  • 0312241733211435icon-instagram.png
  • 0312241733211479icon-youtube.png

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে দাবানলের আগুনে সাধারণ মানুষের পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়েছেন তারকারাও। 

প্যারিস হিলটন, বেন অ্যাফ্লেক, জেনিফার গ্রে, ক্যারি এলওয়েসসহ বেশ কয়েকজন তারকার বাসভবন পুড়ে ছাই হয়ে গেছে আগুনে। শুধু তাই নয়, এই পরিস্থিতিতে পিছিয়ে অ্যাকাডেমি পুরস্কার, গ্র্যামিসহ একাধিক অনুষ্ঠান পিছিয়ে দিয়েছে কর্তৃপক্ষ।

মার্কিন সংবাদমাধ্যম ভ্যারাইটির এক প্রতিবেদনে জানিয়েছে, দাবানালের কারণে অস্কার মনোনয়ন ঘোষণা পেছানো হয়েছে, বাড়ানো হয়েছে ভোটদানের সময়ও।

প্রতিবেদনে জানানো হয়, পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী ১৭ জানুয়ারি অস্কারের চূড়ান্ত মনোনয়ন ঘোষণার কথা ছিল। কিন্তু এখন সেটা দুই দিন পিছিয়ে মনোনয়ন ঘোষণার তারিখ ১৯ জানুয়ারি করা হয়েছে। ৮ জানুয়ারি থেকে শুরু হয়েছে মনোনয়নের জন্য ভোটদান, যা ১২ জানুয়ারি পর্যন্ত চলার কথা ছিল। কিন্তু নতুন ঘোষণা অনুযায়ী, ১৪ জানুয়ারি পর্যন্ত ভোট দিতে পারবেন একাডেমির ভোটাররা। ২ মার্চ ওভেশন হলিউডেরডলবি থিয়েটারে নির্ধারিত রয়েছে৷

প্রতিবেদনে আরও বলা হয়, ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে চেয়ে নিজের সমস্ত অনুষ্ঠান আপাতত বাতিল করেছেন বিখ্যাত পপ গায়িকা জেনিফার লোপেজ। দাবানলের গ্রাসে ঘর হারিয়েছেন বিলি ক্রিস্টাল, যিনি একাধিকবার অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের সঞ্চালনা করেছেন। এই অবস্থায় তার পক্ষে এই অনুষ্ঠানে যোগ দেওয়া একেবারে অসম্ভব।

বিষয়টি নিয়ে অ্যাকাডেমির সিইও বিল ক্রেমার জানান, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার বিধ্বংসী আগুনে যারা এত ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের সকলের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন। এ ছাড়া লস অ্যাঞ্জেলসে আমাদের অনেক সহকর্মী রয়েছেন। তাদের বলতে চাই, আমরা আপনাদের জন্য চিন্তিত।
 



Leave a comment


Please note, comments must be approved before they are published

View all comments