0201251735807594appweb-logo.png
Loading...

বিশ্বের দীর্ঘতম দাম্পত্য জীবনের রেকর্ড ব্রাজিলিয়ান দম্পতির, জানালেন সুখী দাম্পত্যের রহস্য


  • 0112241733050992facebook.png
  • 0112241733051074icon-linkedin.png
  • 0112241733051118icon-twitter.png
  • 0312241733211435icon-instagram.png
  • 0312241733211479icon-youtube.png

গত ৫ ফেব্রুয়ারি পর্যন্ত ১০৫ বছর বয়সী মানোয়েল অ্যাঞ্জেলিম ডিনো ও ১০১ বছর বয়সী তার স্ত্রী মারিয়া ডি সউজা ডিনো ৮৪ বছর ৭৭ দিন একসঙ্গে কাটিয়ে ইতিহাস গড়েছেন।

ছবি: ডিনো পরিবারের সৌজন্যে/পিপল

ব্রাজিলের এক দম্পতি একসঙ্গে ৮৪ বছরের দাম্পত্য জীবন পার করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে জায়গা করে নিয়েছেন।

সম্প্রতি বিশ্বের প্রবীণতম ব্যক্তিদের জীবনযাত্রা পর্যবেক্ষণকারী বৈশ্বিক ডেটাবেস লঞ্জেভিকুয়েস্ট এই রেকর্ড নিশ্চিত করেছে। 

সংস্থাটির তথ্যানুযায়ী, ৫ ফেব্রুয়ারি পর্যন্ত ১০৫ বছর বয়সী মানোয়েল অ্যাঞ্জেলিম ডিনো ও ১০১ বছর বয়সী তার স্ত্রী মারিয়া ডি সউজা ডিনো ৮৪ বছর ৭৭ দিন একসঙ্গে কাটিয়ে ইতিহাস গড়েছেন।

১৯৩৬ সালে উত্তর-পূর্ব ব্রাজিলের সেয়ারা রাজ্যের বোয়া ভিয়াজেম অঞ্চলে প্রথম দেখা হয় তাদের। নিজেদের কৃষিভিত্তিক পরিবারে একসঙ্গে কাজ করতে গিয়েই তাদের পরিচয়। তখন মানোয়েল বোয়া ভিয়াজেমের আলমেইদা অঞ্চলে রাপাদুরা নামক এক ধরনের ব্রাজিলিয়ান ক্যান্ডির চালান সংগ্রহ করতে গিয়েছিলেন। তখনই মারিয়ার সঙ্গে তার প্রথম দেখা হয়।

তবে সেই পরিচয়ে কোনো সম্পর্ক এগোয়নি। এর কয়েক বছর পর ভাগ্য আবারও তাদের পথ মিলিয়ে দেয়। আর তখন থেকেই শুরু হয় তাদের দীর্ঘ প্রেমের গল্প। 

১৯৪০ সালের নভেম্বর মাসে তারা বিয়ে করেন; তখন মানোয়েলের বয়স ২১ আর মারিয়ার ১৭ বছর।

লঞ্জেভিকুয়েস্টের মতে, মানোয়েলের ক্ষেত্রে এটি ছিল 'প্রথম দেখায় প্রেম'। তবে মারিয়ার মা শুরুতে এই সম্পর্কের বিরোধিতা করেছিলেন। কিন্তু মানোয়েল পারিবারিক সম্মতি পাওয়ার আশায় চেষ্টা চালিয়ে যান। এমনকি, তিনি মারিয়ার সঙ্গে ভবিষ্যৎ জীবন গড়ার আশায় একটি বাড়ি নির্মাণ শুরু করেন।

তরুণ বয়সে মানোয়েল অ্যাঞ্জেলিম ডিনো ও মারিয়া ডি সউজা ডিনো। ছবি: ডিনো পরিবারের সৌজন্যে/পিপল

বিয়ের পর তারা দুজনই তামাক চাষ করতেন। তাদের ১৩ জন সন্তানের মধ্যে ৯ জন এখনও জীবিত। সময়ের পরিক্রমায় এই দম্পতি ৫৫ জন নাতি-নাতনি, ৬০ জন প্রপৌত্র ও ১৪ জন প্রপ্রপৌত্রের দেখা পেয়েছেন।

বর্তমানে তারা দুজন বেশ শান্তিপূর্ণ জীবনযাপন করছেন। বয়সের কারণে মানোয়েল অধিকাংশ সময় বিশ্রাম নেন। সন্ধ্যা হলে তারা পাশাপাশি বসে রেডিওতে 'রোজারি প্রার্থনা' শোনেন। এরপর টেলিভিশনে একটি ধর্মীয় অনুষ্ঠান দেখেন। এটি তাদের দীর্ঘদিনের অভ্যাসের অংশ।

এই দীর্ঘ ও সুখী দাম্পত্যের রহস্য কী? — এমন প্রশ্নের উত্তরে মারিয়ার সহজ-সরল উত্তর 'ভালোবাসা'।

এর আগে, সবচেয়ে দীর্ঘ দাম্পত্যের রেকর্ড ছিল মার্কিন দম্পতি হারবার্ট ফিশার ও জেলমাইরা ফিশারের দখলে। ২০১১ সালে হারবার্টের মৃত্যুর আগ পর্যন্ত তারা ৮৬ বছর ২৯০ দিন একসঙ্গে কাটিয়েছিলেন। ২০১০ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা তাদের এই অনন্য অর্জনের স্বীকৃতিস্বরূপ প্রশংসাপত্র পাঠিয়েছিলেন।

ইতিহাসে নথিভুক্ত দীর্ঘতম দাম্পত্যের রেকর্ড রয়েছে ডেভিড জ্যাকব হিলার (জন্ম ১৭৮৯) ও সারাহ ডেভি হিলারের (জন্ম ১৭৯২) নামে। এই মার্কিন দম্পতি ৮৮ বছর ৩৪৯ দিন একসঙ্গে কাটিয়েছিলেন। 



Leave a comment


Please note, comments must be approved before they are published

View all comments