লুকোচুরি লুকোচুরি গল্পের পর, অবশেষে নিজের বিয়ের কথা ফেইসবুকে জানান দিলেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। পরিচালক আদনান আল রাজীবের সঙ্গে বিয়ের একগুচ্ছ ছবি প্রকাশ করেছেন তিনি।

সোমবার ২৪ ফেব্রুয়ারি, নিজের ভেরিফাইড ফেইসবুক পেইজে বিয়ের আনুষ্ঠানিকতার খবর ছবিসহ প্রকাশ করেন অভিনেত্রী।

গতকাল ২৩ ফেব্রুয়ারি ঢাকার অদূরে একটি রিসোর্টে তাদের গায়ে হলুদের অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের ছবি তোলায় বিধিনিষেধ থাকলেও, অলরেডি ফাঁস হয়ে গিয়েছে হলুদের ছবি।

এর আগে, গত ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে ঢাকার একটি রেস্টুরেন্টে মেহজাবীন ও আদনানের আকদ সম্পন্ন হয়।

২০০৯ সালে রিয়েলিটি শোয়ের মাধ্যমে মিডিয়াতে পা রাখেন মেহজাবীন চৌধুরী। নাটকের গণ্ডি পেরিয়ে তিনি এখন ওটিটি ও সিনেমায় নিয়মিত অভিনয় করছেন।