›বলিউড›মুক্তির আগেই খরচের ৮০ শতাংশ আয়, ‘সিকান্দার’-এ সালমানের পারিশ্রমিক কত
এ বছর রোজার ঈদে বলিউড ভাইজান সালমান খানের বহুল প্রতীক্ষিত ছবি ‘সিকান্দার’ মুক্তি পাবে।

ঈদে সালমানের ছবি মানেই দর্শক-ভক্তদের মাঝে এক আলাদা উন্মাদনা। এরইমধ্যে সে উন্মাদনার ঝড় বইতে শুরু করেছে। নেট-দুনিয়ায় ‘সিকান্দার’কে নিয়ে নানা খবর এখন উড়ে বেড়াচ্ছে। সর্বশেষ খবরটি হলো, মুক্তির আগেই এআর মুরুগাদস পরিচালিত এই সিনেমাটি ইতোমধ্যেই ১৬৫ কোটি টাকা আয় করেছে।
যদিও নির্মাতাদের পাশাপাশি বিশেষজ্ঞরাও মনে করছেন যে ‘সিকান্দার’ প্রথম দিন থেকেই আয় করতে চলেছে। এর মধ্যে ‘সিকান্দার’ ছবির জন্য সালমান, রাশমিকা মান্দানা, কাজল আগারওয়াল, শারমান যোশী, প্রতীক বব্বররা কত পারিশ্রমিক নিয়েছেন, তা-ও ফাঁস হয়েছে।
ছবিতে সালমানের সঙ্গে আছেন ভারতের ‘জাতীয় ক্রাশ’ রাশমিকা মান্দানা, আর তাই সিনেমাপ্রেমীরা নতুন এই জুটিকে দেখার জন্য অধীর আগ্রহে আছেন। ইতিমধ্যে ‘সিকান্দার’ ছবির একটি রোমান্টিক গান মুক্তি পেয়েছে।
এই গানে সালমান আর রাশমিকার রসায়ন সাড়া ফেলেছে সিনেমাপ্রেমীদের মধ্যে। পিঙ্কভিলার একটি প্রতিবেদন অনুসারে, প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালা ‘সিকান্দার’-এর ডিজিটাল রাইটস (ওটিটি রিলিজ), স্যাটেলাইট রাইটস (টিভি প্রিমিয়ার) এবং গানের রাইটসের জন্য প্রায় ১৬৫ কোটি টাকার একটি চুক্তি করেছেন। ‘সিকান্দার’-এর স্ট্রিমিং রাইটসের জন্য নেটফ্লিক্স ৮৫ কোটি দিয়েছে। তবে ভাইজানের ছবিটি বক্স অফিস থেকে যদি ৩৫০ কোটি আয় করে, তাহলে নেটফ্লিক্স ওটিটি রাইটসের দর বাড়িয়ে ১০০ কোটি করবে।
এআর মুরুগাদস পরিচালিত এই ছবির স্যাটেলাইট রাইটস জি নিয়েছে। জি-কে ৫০ কোটির বিনিময়ে স্যাটেলাইট রাইটস বিক্রি করা হয়েছে। জি মিউজিক ৩০ কোটির বিনিময়ে মিউজিক্যাল রাইটস নিয়েছে।
এভাবেই সালমানের ছবি মুক্তির আগেই ১৬৫ কোটি আয় করে ফেলেছে। এই ছবির উৎপাদন খরচ ১৮০ কোটি। তাহলে দেখা যাচ্ছে, ‘সিকান্দার’ ৮০ শতাংশের বেশি আয় করে ফেলেছে। আর এই ছবির সার্বিক বাজেট ৪০০ কোটি। ‘সিকান্দার’ তাহলে মোট বাজেটের ৪০ শতাংশের বেশি অংশ উশুল করে ফেলেছে।
এবার আসা যাক পারিশ্রমিকের প্রসঙ্গে। সালমানকে ‘সিকান্দার’ ছবিতে দ্বৈত চরিত্রে দেখা যাবে। এই ছবির জন্য তিনি ১২০ কোটি নিয়েছেন বলে শোনা যাচ্ছে। তবে এ বিষয়ে এখনো ধোঁয়াশা আছে। কারণ, বড় তারকারা সাধারণত ছবির মুনাফা থেকে এক বড়সড় অংশ নেন। ‘সিকান্দার’ ছবির মূল নায়িকা রাশমিকা মান্দানার পারিশ্রমিকের অঙ্ক ৫ কোটি রুপি। এই ছবির আর এক নায়িকা কাজল আগারওয়াল ৩ কোটি নিয়েছেন। ‘সিকান্দার’ ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে অভিনেতা শারমান যোশীকে। তিনি এই ছবিতে অভিনয়ের জন্য নিয়েছেন ৭৫ লাখ।
এ আর মুরুগাদস পরিচালিত এই ছবির অপর অভিনেতা প্রতীক বব্বরের পারিশ্রমিকের অঙ্ক হলো ৬০ লাখ। আর ‘সিকান্দার’ ছবির জন্য অভিনেতা সত্যরাজ দর হেঁকেছেন ৫০ লাখ। আগামী ২৮ মার্চ বড় পর্দায় মুক্তি পাবে ‘সিকান্দার’।