0201251735807594appweb-logo.png
Loading...

যুক্তরাষ্ট্রে বাংলাদেশী যুবক গ্রেফতার


  • 0112241733050992facebook.png
  • 0112241733051074icon-linkedin.png
  • 0112241733051118icon-twitter.png
  • 0312241733211435icon-instagram.png
  • 0312241733211479icon-youtube.png

যুক্তরাষ্ট্রের বাফেলো থেকে বাংলাদেশী যুবক গ্রেফতার। রানা নামের প্রবাসী এ বাংলাদেশীর বাড়ি নোয়াখালীতে। তিনি এ্যাসাইলাম ভিসায় যুক্তরাষ্ট্রে অবস্থান করছিলেন। 

ফেইসবুকে এক পোস্টের মাধ্যমে এ তথ্য জানান, প্রবাসী বাংলাদেশী সাংবাদিক আরিফ হোসেইন

তিনি জানান, জেনেসি ও হারলেম কর্ণারে স্পিডওয়ে গ্যাস স্টেশন থেকে রানা নামে এ যুবককে সকাল ৮ টায় গ্রেফতার করে ইমিগ্রেশন পুলিশ। এ্যাসাইলাম আবেদন বাতিল হওয়ার পর নতুন করে আপিল করে রানা। বর্তমানে যুক্তরাষ্ট্রে তার কাজের অনুমতি (ওয়ার্কপারমিট) নেই। রানার বাসা ইস্ট ডেলিভান সংলগ্ন। বর্তমানে সে ইনডিফেন্ট কট্রাক্টর হিসেবে কাজ করছে।

উল্লেখ্য, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর থেকে এ পর্যন্ত ৫ জন বাংলাদেশী গ্রেফতারের খবর পাওয়া গিয়েছে। যাদের বৈধ কোন ভিসা নেই। এদের মধ্যে নিউইয়র্ক সিটিতে ২ জন, ফিলাডেলফিয়াতে ১ জন, আটলান্টাতে একজন আর বাফেলোতে ১ জন ।



Leave a comment


Please note, comments must be approved before they are published

View all comments