›উদ্যোক্তা›শার্ক ট্যাঙ্ক বাংলাদেশ: দ্বিতীয় সিজনের রেজিস্ট্রেশন শুরু
প্রথম সিজনের অসাধারণ সফলতার পর শার্ক ট্যাঙ্ক বাংলাদেশ আবার ফিরে এসেছে সিজন ২ নিয়ে। যা কিনা উদ্যোক্তাদের জন্য চমৎকার খবর! এরমধ্যে রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়েছে। যদি আপনার কাছে একটি ব্যবসায়িক আইডিয়া থাকে অথবা এমন একটি ব্যবসা থাকে যা বৃদ্ধির জন্য সহায়তা প্রয়োজন, তাহলে এটি আপনার সুযোগ।

বাংলাদেশে প্রভাবশালী বিনিয়োগকারীদের- যাদের আমরা "শার্ক" বলে জানি- তাদের সামনে আপনার আইডিয়া উপস্থাপন করুন এবং প্রয়োজনীয় অর্থায়ন পেয়ে আপনার ব্যবসাকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার সুযোগ পেয়ে যান।
শার্ক ট্যাঙ্ক বাংলাদেশে আবেদন করা খুবই সহজ, এবং আপনি সরাসরি https://apply.bongobd.com ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। আপনি মোবাইল অথবা ডেস্কটপ, যেকোনো ডিভাইস ব্যবহার করেই আবেদন শুরু করতে পারবেন।
সহায়তার প্রয়োজন হলে, যদি আপনার কোনো প্রশ্ন থাকে অথবা আবেদন প্রক্রিয়া চলাকালীন সাহায্যের প্রয়োজন হয়, তাহলে যোগাযোগ করুন sharktank@bongobd.com ইমেইল ঠিকানায়।