0201251735807594appweb-logo.png
Loading...

শেখ রেহানার ছবি প্রকাশ করলেন সাংবাদিক জুলকারনাইন সায়ের


  • 0112241733050992facebook.png
  • 0112241733051074icon-linkedin.png
  • 0112241733051118icon-twitter.png
  • 0312241733211435icon-instagram.png
  • 0312241733211479icon-youtube.png

দেশ ছেড়ে পালানোর পর এই প্রথম জনসম্মুখে আসল শেখ রেহানার ছবি। যেখানে শেখ রেহানাকে চায়ের কাপ হাতে হাস্যোজ্জ্বল আলাপচারিতায় দেখা যাচ্ছে। দুই হাজারেরও অধিক মানুষ হত্যাকান্ডে জড়িত থাকার লজ্জা, ভয় বা অপরাধবোধ কোনটাই তার চেহারায় পরিলক্ষিত হয়নি। 

ছাত্র জনতার গণঅভ্যুত্থানে ২০২৪ সালের ৫ আগস্ট তৎকালীন প্রধানমন্ত্রী এবং বড় বোন শেখ হাসিনার সাথে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ রেহানা। তারপর থেকে পলাতক দুই বোনের কোন ছবি বা ভিডিও গণমাধ্যমে আসেনি। 

আরো অনেক এক্সক্লুসিভ সংবাদ প্রকাশের মত এবারও এই ছবিটি প্রকাশ করেন, আল-জাজিরার সিনিয়র প্রোডিউসার  জুলকারনাইন সায়ের। ৩ ফেব্রুয়ারি, সোমবার রাত ১০টায় তিনি এই ছবি তার ফেইসবুক পোস্টে প্রকাশ করেন। 

সাংবাদিক জুলকারনাইন সায়ের এর দেয়া তথ্য মতে, ছবিটি ২০২৪ সালের ডিসেম্বরে লন্ডনে তোলা। ছবিটি দিয়ে পোস্টে জুলকারনাইন মন্তব্য করেন, "এ যেন পিশাচের হাসি"

উল্লেখ্য, শেখ রেহানা ব্রিটিশ নাগরিক। ব্রিটিশ পাসপোর্ট ব্যবহার করে ভারত থেকে লন্ডনে গিয়েছেন তিনি।  



Leave a comment


Please note, comments must be approved before they are published

View all comments