0201251735807594appweb-logo.png
Loading...

অতিবিপ্লবী হয়ে সমাজে নৈরাজ্য সৃষ্টি করা যাবে না: ফখরুল


  • 0112241733050992facebook.png
  • 0112241733051074icon-linkedin.png
  • 0112241733051118icon-twitter.png
  • 0312241733211435icon-instagram.png
  • 0312241733211479icon-youtube.png

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অতিবিপ্লবী হয়ে সমাজে নৈরাজ্য সৃষ্টি করা যাবে না। এই মুহূর্তে সব বদলে দেবো বা এটা করে ফেলবো, তা হয় না। ধাপে ধাপে এগিয়ে যেতে হয়।

মঙ্গলবার (২১ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবে জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠান ‘গ্রন্থ আড্ডায়’ তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, স্বৈরাচারের আমলে কেউ কথা বলার সাহস না পেলেও এখন সবাই দাবি আদায়ে মাঠে নেমেছে। ধৈর্যচ্যুত হওয়া যাবে না। এই সরকারের দেশ পরিচালনার অভিজ্ঞতা না থাকায় ভুল-ত্রুটি হচ্ছে। তারা একটি কাঠামো দাঁড় করানোর চেষ্টা করছেন। গণতন্ত্র ফিরে এলে এসব ঠিক হয়ে যাবে।

তিনি আরও বলেন, অনির্বাচিত সরকারের চাইতে নির্বাচিত সরকারের সমস্যা সমাধানের ক্ষমতা বেশি থাকে। ন্যূনতম সংস্কার করে নির্বাচন দিতে হবে।



Leave a comment


Please note, comments must be approved before they are published

View all comments