0201251735807594appweb-logo.png
Loading...

এনামুল হক বিজয়কে দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে


  • 0112241733050992facebook.png
  • 0112241733051074icon-linkedin.png
  • 0112241733051118icon-twitter.png
  • 0312241733211435icon-instagram.png
  • 0312241733211479icon-youtube.png

বিপিএল ২০২৫ আসরে স্পট ফিক্সিংয়ের অভিযোগে  ।   দুর্বার রাজশাহীর ব্যাটসম্যান এনামুল হক বিজয়কে দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। বিসিবির দুর্নীতি দমন বিভাগ সরকারের সংশ্লিষ্ট সংস্থাকে অনুরোধ করেছে তাকে দেশত্যাগে বাধা দিতে।


এনামুল হক বিজয় এবারের বিপিএলে দুর্বার রাজশাহীর হয়ে খেলছেন এবং ১২ ম্যাচে ৩৯২ রান সংগ্রহ করেছেন,   যা তাকে তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহকের স্থানে রেখেছে।তদন্ত চলমান থাকায়, অভিযোগ প্রমাণিত না হওয়া পর্যন্ত এনামুল হক বিজয়ের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।    তদন্তে দোষী প্রমাণিত হলে তিনি বড় শাস্তির সম্মুখীন হতে পারেন। 


এনামুল হক বিজয় ছাড়াও রাজশাহীর আরও কয়েকজন ক্রিকেটার এবং অন্যান্য তিন দলের খেলোয়াড় ও কর্মকর্তাদের বিরুদ্ধে স্পট ফিক্সিংয়ের অভিযোগ তদন্তাধীন রয়েছে।  বিসিবির দুর্নীতি দমন বিভাগ এই বিষয়ে গভীরভাবে তদন্ত করছে এবং অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
 



Leave a comment


Please note, comments must be approved before they are published

View all comments