0201251735807594appweb-logo.png
Loading...

জবিতে ছাত্রশিবিরের প্রকাশনা উৎসব


  • 0112241733050992facebook.png
  • 0112241733051074icon-linkedin.png
  • 0112241733051118icon-twitter.png
  • 0312241733211435icon-instagram.png
  • 0312241733211479icon-youtube.png

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখার উদ্যোগে শুরু হয়েছে নববর্ষ প্রকাশনা উৎসব-২০২৫।

সোমবার (২০ জানুয়ারি) সকালে পাঁচ দিনব্যাপী এ উৎসবের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক মো.রেজাউল করিম,পিএইচডি।বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মোট ১১টি স্টল সাজিয়েছে তারা। সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রকাশনা উৎসব চলবে। স্টল ঘিরে এদিন সকাল থেকেই শিক্ষার্থীদের ভিড় দেখা যায়।

এদিন সকালে অনুষ্ঠানে উদ্বোধনকালে বিশ্ববিদ্যালের কোষাধ্যক্ষ ড. সাবিনা শারমিন, প্রক্টর অধ্যাপক ড. তাজাম্মুল, ইতিহাস বিভাগের অধ্যাপক ড. বেলাল হুসাইন এবং শাখা শিবিরের সভাপতি আসাদুল ইসলাম, সুপ্রিম কোর্টের আইনজীবী মুহাম্মদ শিশির মনিরসহ শাখার অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উদ্বোধন শেষে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ড. সাবিনা শারমিন বলেন, প্রকাশনা উৎসব শিবিরের একটি ক্রিয়েটিভ আইডিয়া। আশা করি ভবিষ্যতেও ছাত্র শিবির এই ধরনের কাজের সঙ্গে সম্পৃক্ত থাকবে। শিক্ষার্থীরা এই ধরনের অনুষ্ঠান থেকে উপকৃত হবে।

উদ্বোধনী বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিম, পিএইচডি বলেন, এখানে বিভিন্ন নৈতিক বই রয়েছে, বই মানে পড়া,পড়া মানে জ্ঞান, এটাই বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের মূল উদ্দেশ্য। ছাত্র আমরা চাই অন্যান্য ছাত্র সংগঠনগুলোও আয়োজন করুক।



Leave a comment


Please note, comments must be approved before they are published

View all comments