0201251735807594appweb-logo.png
Loading...

বাংলাদেশে সরকার পতনে যুক্তরাষ্ট্রের হাত নেই: ডোনাল্ড ট্রাম্প


  • 0112241733050992facebook.png
  • 0112241733051074icon-linkedin.png
  • 0112241733051118icon-twitter.png
  • 0312241733211435icon-instagram.png
  • 0312241733211479icon-youtube.png

বাংলাদেশে আওয়ামী লীগ সরকারের পতনে যুক্তরাষ্ট্রের বা মার্কিন ডিপ স্টেটের কোনো হাত নেই বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বৃহস্পতিবার হোয়াইট হাউসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র্র মোদির সঙ্গে বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

স্থানীয় সময় বৃহস্পতিবার) হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসেন মোদি। বৈঠকে বাণিজ্য, অভিবাসনসহ একাধিক বিষয় নিয়ে আলোচনা বৈঠকের পরই যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেন দুই নেতা।

সংবাদ সম্মেলনে একজন সাংবাদিক প্রশ্ন করেন, “আমরা জানি বাংলাদেশে ক্ষমতার পালাবদলে বাইডেন প্রশাসনের সময় মার্কিন ডিপার্টমেন্ট স্টেট জড়িত ছিল। সম্প্রতি ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে জুনিয়র সোরোসের (জর্জ সোরোসের ছেলে) বৈঠকেও তা প্রমাণিত। তো বাংলাদেশ নিয়ে আপনি কী বলবেন?”

জবাবে ডোনাল্ড ট্রাম্প বলেন, “না, আমাদের ডিপ স্টেটের এখানে কোনো ভূমিকা ছিল না।”

সংবাদ সম্মেলনে রাশিয়া-ইউক্রেন প্রসঙ্গে মোদি বলেন, “অনেকেই হয়তো বলেছেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধে ভারত নিরপেক্ষ ভূমিকা নিয়েছে। কিন্তু এটা ঠিক নয়। ভারত এখানে শান্তির পক্ষ নিয়েছিল।”

সংবাদ সম্মেলনে ভারত ও আমেরিকার মধ্যে আকর্ষণীয় বাণিজ্য-চুক্তি হতে চলেছে বলে জানান ডোনাল্ড ট্রাম্প।

বৈঠকে অভিবাসন ইস্যু নিয়েও আলোচনায় ভারত যুক্তরাষ্ট্রে অবস্থানরত কয়েক হাজার অনথিভুক্ত অভিবাসীকে ফিরিয়ে নেবে বলে আশা করেন ট্রাম্প।



Leave a comment


Please note, comments must be approved before they are published

View all comments