0201251735807594appweb-logo.png
Loading...

বাবার সঙ্গে ধাক্কা লাগায় মানসিক ভারসাম্যহীনকে পেটাল ৩ ছেলে


  • 0112241733050992facebook.png
  • 0112241733051074icon-linkedin.png
  • 0112241733051118icon-twitter.png
  • 0312241733211435icon-instagram.png
  • 0312241733211479icon-youtube.png

হবিগঞ্জের চুনারুঘাটের আসামপাড়ায় স্কুলশিক্ষক বাবার সঙ্গে ধাক্কা লাগায় এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে পিটিয়েছেন তিন ব্যবসায়ী।

 বৃহস্পতিবার (১৩ মার্চ) বিকেল ৫টায় এ ঘটনা ঘটে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হলে সর্বত্র প্রতিবাদের ঝড় ওঠে। 

স্থানীয়রা জানান, আসামপাড়া বাজারের বাসিন্দা আব্দুল মোতালিব মাস্টারের সঙ্গে ধাক্কা লাগে ওই নির্যাতিত ব্যক্তির।


এতে ক্ষিপ্ত হয়ে মোতালিব মাস্টারের তিন ছেলে বকুল, মুকুল ও শেকুল লাঠি দিয়ে ওই মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে বেধড়ক পেটায়। তার চিৎকারে আশপাশের লোকজন এসে তাকে রক্ষা করে। 

এ ব্যাপারে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নুর আলম বলেন, বিষয়টি দুঃখজনক। ভারসাম্যহীন কোনো মানুষের সঙ্গে কারো শত্রুতা থাকতে পারে না।

কিন্তু কেন এমনটি হলো তা খতিয়ে দেখা হচ্ছে। হামলার শিকার মানসিক ভারসাম্যহীন ব্যক্তির পরিচয় জানা যায়নি।
 



Leave a comment


Please note, comments must be approved before they are published

View all comments