অনলাইনে ভাইরাল ‘দৌঁড়াও হাসিনা দৌঁড়াও’ ভিডিও গেইম। ১৬ ফেব্রুয়ারি অনলাইনে আসার পর থেকেই, সোশ্যাল মিডিয়া ট্রেন্ডে আছে এই গেইমটি।
গেইমের শুরুতে ‘অর এক নমরুদ পয়দা হুয়া’, জয়কে নিয়ে করা শেখ হাসিনার স্মৃতিচারণের কন্ঠ শোনা যায়।

তিনটি ক্যারেক্টারের ওপর ভিত্তি করে পুরো গেইমটি নির্মাণ করা হয়েছে। একটি হচ্ছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আরেকটি শেখ হাসিনা। গেইমে হাসিনাকে গর্ভবতী দেখানো হয়। আর আছেন ড. ইউনুস। ভিডিও গেইমটিতে আইক্কাওয়ালা বাঁশ হাতে তাকে দেখা যায়।
গেইম শুরু করলেই, দেখা যায় নরেন্দ্র মোদী আর শেখ হাসিনা দৌড়াচ্ছেন। মাঝখানে মাঝখানে বাঁশ হাতে দাঁড়িয়ে আছেন ড. ইউনুস। শেখ হাসিনা কোনভাবেই ইউনুসের গায়ে লাগলে গেইম ওভার। তখনই দেখা যাবে, ফাঁসিকাষ্ঠে ঝুলছেন হাসিনা, শোনা যাবে তার বিখ্যাত উক্তি, ‘কি অপরাধটা কি করেছি’ শোনা যায়।
যত বেশী সময় শেখ হাসিনা ড. ইউনূস এবং পাথরের ধাপকে এড়িয়ে যাবেন, তত বেশীই তিনি দৌঁড়াতে পারবেন। অবশ্য এর মধ্যে ‘শেখ মুজিবুরের’ টোকেন আছে, যা নিলে, প্লেয়ারের স্কোর বাড়বে।

কিবোর্ডের ‘আপ’ এবং ‘ডাউন’ বাটন দিয়েই খেলা যাবে পুরো গেইম। খেলা শুরু করলে শোনা যাবে, শেখ হাসিনার আরেক বিখ্যাত উক্তি, “রিক্ত আমি, নি:স্ব আমি, দেয়ার কিছু নাই। আছে শুধু ভালোবাসা, দিয়ে গেলাম তাই।“
এ গেইমের নির্মাতা কার্টুনিস্ট তাসরিফ। এই লিংকে ক্লিক করলে আপনিও গেইমটি খেলতে পারবেন।