›জেলা›ময়মনসিংহের ভাঙা রেললাইনে দুর্ঘটনার শঙ্কা
ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় রেললাইনের ভাঙা অংশের কারণে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা দেখা দিয়েছে। স্থানীয়রা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে রেললাইনের বিভিন্ন স্থানে ফাটল ও ভাঙন দেখা দিলেও তা মেরামতের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। ফলে যেকোনো সময় ঘটতে পারে প্রাণঘাতী দুর্ঘটনা।
গফরগাঁও রেলওয়ে স্টেশন থেকে প্রায় ৫ কিলোমিটার পূর্বে রেললাইনের একটি অংশে বড় ধরনের ফাটল দেখা গেছে। প্রতিদিন এই পথে ঢাকা-ময়মনসিংহ রুটের একাধিক ট্রেন চলাচল করে। স্থানীয় বাসিন্দা মো. রফিকুল ইসলাম বলেন, "আমরা প্রতিদিন এই রেললাইন দিয়ে ট্রেন চলাচল করতে দেখি। কিন্তু রেললাইনের এই ভাঙা অংশ দেখে আমরা খুবই আতঙ্কিত। যেকোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে।"

গফরগাঁও রেলওয়ের উপসহকারী প্রকৌশলী (পথ) মোস্তাফিজুর রহমান বলেন, ওই এলাকায় চার-পাঁচ স্থানে এ রকম ছোট ক্ষত সৃষ্টি হয়েছে। আগামীকাল (মঙ্গলবার) মশাখালী স্টেশন থেকে অব্যবহৃত লাইন কেটে ওই ক্ষত জোড়া লাগানো হবে। এ বিষয়ে গফরগাঁও রেলওয়ে স্টেশনের মাস্টার মো. আব্দুল হান্নান বলেন, "রেললাইনের ভাঙা অংশ সম্পর্কে আমরা অবগত আছি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তারা দ্রুত মেরামতের ব্যবস্থা নেবেন বলে আশা করছি।"
রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা। তাদের দাবি, রেললাইনের ভাঙা অংশ দ্রুত মেরামত না করা হলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে, যা প্রাণহানির কারণ হতে পারে।

উল্লেখ্য, দেশের বিভিন্ন স্থানে রেললাইনের অবস্থা নাজুক হওয়ায় প্রায়ই দুর্ঘটনা ঘটছে। বিশেষজ্ঞরা মনে করেন, রেললাইনের নিয়মিত রক্ষণাবেক্ষণ ও মেরামত না করা হলে এ ধরনের দুর্ঘটনা বাড়তে পারে। তাই রেলওয়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এ বিষয়ে আরও সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন তারা।
রেলওয়ের নিরাপত্তা নিশ্চিত করতে রেললাইনের নিয়মিত পরিদর্শন ও দ্রুত মেরামতের কোনো বিকল্প নেই। এতে করে দুর্ঘটনার ঝুঁকি কমবে এবং যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উচিত এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া।