0201251735807594appweb-logo.png
Loading...

প্রিন্স পালিয়ে আছে সিডনিতে !


  • 0112241733050992facebook.png
  • 0112241733051074icon-linkedin.png
  • 0112241733051118icon-twitter.png
  • 0312241733211435icon-instagram.png
  • 0312241733211479icon-youtube.png

ছাত্র হত্যার দায়ে অভিযুক্ত পাবনা-৫ আসনের সাবেক সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্সের সন্ধান মিলেছে। তিনি এখন অস্ট্রেলিয়ার সিডনিতে পালিয়ে রয়েছেন। গতকাল সিডনি প্রবাসী এক বাংলাদেশীর পোস্টের মাধ্যমে এ খবর সামনে আসে।

৫ অগাস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতা হারায় ফ্যাসিস্ট হাসিনা সরকার। দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। পরিস্থিতি টের পেয়ে ৫ তারিখের আগে-পরে দেশ ছাড়তে শুরু করেন আওয়ামী লীগের হেভিওয়েট মন্ত্রী-এমপিরা। দুর্নীতিবাজ প্রিন্স যেন পালিয়ে যেতে না পারে, সেজন্য ২২ অক্টোবর তার দেশত্যাগে নিষেধাজ্ঞা দেয় আদালত। গোলাম ফারুক প্রিন্সের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সরকারি অর্থ আত্মসাৎপূর্বক তার নিজ নামে ও পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান চলমান রয়েছে। এছাড়াও, প্রিন্সের বিরুদ্ধে জুলাই আন্দোলনে নিরীহ তিনজন ছাত্রকে হত্যার অভিযোগ রয়েছে। 

লাল চিহ্নিত ব্যক্তি গোলাম ফারুক প্রিন্স। 

৩০ ডিসেম্বর রাতে এক পোস্টের মাধ্যমে সিডনিতে পলাতক গোলাম ফারুক প্রিন্সের অবস্থান জনসম্মুখে নিয়ে আসেন, প্রবাসী বাংলাদেশী তানজিদ মাহমুদ তনয়। এসময় প্রিন্সকে সিডনির 'লিটেল বাংলাদেশ' খ্যাত ল্যাকেম্বার একটি রেস্টুরেন্টের সামনে কফি পানরত অবস্থায় দেখা যায়। তার সাথে ছিলেন, অস্ট্রেলিয়া আওয়ামী লীগের নেতা-কর্মীরা।

এখবর, প্রকাশ হওয়ার পর থেকে, অসন্তোষ এবং ক্ষোভ বাড়ছে কমিউনিটিতে। দাবি উঠছে, পলাতক আওয়ামী নেতাদের বাংলাদেশে ফিরিয়ে বিচারের মুখোমুখি করার। এরইমধ্যে, ন্যায় বিচার নিশ্চিতে তনয়ের পোস্টে অস্ট্রেলিয়ার মন্ত্রী, এমপি এবং পুলিশকে ট্যাগ করে কমেন্ট করছেন প্রবাসী বাংলাদেশীরা। শিগগিরি আনুষ্ঠানিক প্রতিবাদ এবং স্মারকলিপি দেয়ার কাজ করছেন, কমিউনিটি নেতারা। 

শুধু গোলাম ফারুক প্রিন্স নয়, অস্ট্রেলিয়ায় পালিয়ে আছেন, আওয়ামী লীগের ডজনখানেক নেতা-কর্মী।  



Leave a comment


Please note, comments must be approved before they are published

View all comments