0201251735807594appweb-logo.png
Loading...

শিশু ছিনতাইকারী সন্দেহে সন্তানের সামনে বাবাকে মারধর


  • 0112241733050992facebook.png
  • 0112241733051074icon-linkedin.png
  • 0112241733051118icon-twitter.png
  • 0312241733211435icon-instagram.png
  • 0312241733211479icon-youtube.png

কিশোরগঞ্জের কুলিয়ারচরে শিশু সন্তানকে নিয়ে বাড়ি যাওয়ার পথে শিশু ছিনতাইকারী সন্দেহে সন্তানের সামনে বাবাকে বেধড়ক পিটিয়েছে অতি উৎসাহী জনতা।পরে আহত ইলিয়াস হোসেন সোহেল মিয়াকে (৩০) উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়েছে থানা পুলিশ।

রবিবার বিকেলে উপজেলার রামদী ইউনিয়নের তাতারকান্দা এলাকায় এ ঘটনা ঘটে। সোহেল মিয়া কিশোরগঞ্জ সদর পৌর শহরের হারুয়া সওদাগর পাড়ার জজ মিয়ার ছেলে।

ঘটনার সময় তিনি তার ৩ বছরের শিশু সন্তান লাইসা মণিকে নিয়ে সরারচর রেলওয়ে স্টেশন হতে অটোরিকশা নিয়ে আগরপুর বাসস্ট্যান্ডে যাচ্ছিলেন। এ সময় শিশু লাইসা মণিকে কান্না করতে দেখে স্থানীয় লোকজন শিশু ছিনতাইকারী সন্দেহে অটোরিকশার গতিরোধ করে সোহেল মিয়াকে বেধড়ক মারধর করে। অটোরিকশায় থাকা অপর এক যাত্রীকেও ছিনতাইকারী বলে মারধর করে জনতা। পরে খবর পেয়ে তাদের ২ জনকে উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ।

আহত সোহেল জানান, প্রায় ১০ বছর পূর্বে তিনি তার প্রতিবেশী লালন মিয়ার মেয়ে সাবিনা আক্তারকে বিয়ে করেন। তাদের ৩ সন্তান রয়েছে। গত কয়েকদিন ধরে তার স্ত্রী নিখোঁজ। শিশুকে সাথে নিয়ে স্ত্রীকে খোঁজতে বের হন তিনি। 

কুলিয়ারচর থানার উপ-পরিদর্শক (এসআই) মঞ্জুরুল ইসলাম বলেন, উদ্ধারের পর সোহেলকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। সোহেলের স্ত্রী কোলের সন্তানকে নিয়ে বাড়ি ছেড়ে চলে যাওয়ায় ভৈরবে তার এক আত্মীয়ের বাসায় গিয়েছিলেন স্ত্রীর খোঁজে। সেখানে কয়েকদিন ছিলেন তিনি। এরপর ভৈরব থেকে বাড়ি যাওয়ার পথে এ ঘটনা ঘটে। 

এ বিষয়ে কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে তাদের উদ্ধার করা হয়েছে। সোহেল ও তার মেয়ে লাইসা মণিকে একইদিন রাতে তার পরিবারের কাছে বুঝিয়ে দেয়া হয়েছে। লোকজন ভুল সন্দেহে তাকে মারধর করেছে বলেও জানান তিনি।
 



Leave a comment


Please note, comments must be approved before they are published

View all comments