0201251735807594appweb-logo.png
Loading...

সরকারি সুবিধা নিয়ে এয়ারকন্ডিশনারের ভেতরে বসে তারা সংস্কারের কথা বলছে-তারেক রহমান


  • 0112241733050992facebook.png
  • 0112241733051074icon-linkedin.png
  • 0112241733051118icon-twitter.png
  • 0312241733211435icon-instagram.png
  • 0312241733211479icon-youtube.png

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আজকে যারা সংস্কারের কথা বলছে তারা এয়ারকন্ডিশনারের ভেতরে বসে, বড় বড় দামি দামি অফিসে বসে সংস্কারের কথা বলছে। তিনি বলেন, সরকার তাদের গাড়ি দিচ্ছে, বেতন-বোনাস-ভাতাদি দিচ্ছে, তারপর তারা বসে বসে সংস্কারের কথা বলছে। 

রোববার (১৩ এপ্রিল) বিএনপি ঘোষিত ‘রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা ও নাগরিক ভাবনা’ শীর্ষক একটি আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তারেক রহমান এ কথাগুলো বলেন।
 
তিনি বলেন, বিএনপি এসব সুবিধার মধ্যে থেকে সংস্কারের কথা বলেনি।

বিএনপি যখন সংস্কারের কথা বলছে, তখন তারা একদিকে রাজপথে স্বৈরাচারের সঙ্গে যুদ্ধ করছে-আন্দোলন করছে, আর আরেক দিকে  দেশ গঠনের চিন্তা করছে। 

তারেক রহমান বলেন, যারা বলছে আগে সংস্কার পরে নির্বাচন তাদের ক্ষেত্রে আমরা কী দেখছি? তারা মুখে বলছে পরে নির্বাচন কিন্তু বিভিন্ন যায়গায় গিয়ে নিজের প্রার্থিতা ডিক্লেয়ার (প্রচার) করে বেড়াচ্ছে। বিএনপি তো এটা করছে না। কারণ, বিএনপি বিশ্বাস করে সংস্কার একটি চলমান প্রক্রিয়া।

সংস্কার ব্রাকেটবন্দি কোনো বিষয় না। তাই আমরা বলি নির্বাচন এবং সংস্কার একটি চলমান প্রক্রিয়া। সংস্কার চলতে থাকবে কিন্তু নির্বাচন হতে হবে নির্বাচনের সময় মতো। এবং সে কারণেই আমরা অনেককেই দেখছি তারা মুখে বলছে আগে সংস্কার পরে নির্বাচন কিন্তু বাস্তবে তারা বিপরীত কাজটি করছে।
যেটি বিএনপি কখনো বলে না এবং করে না। 
 
তারেক রহমান আরো বলেন, বিএনপি তখন সংস্কার প্রস্তাব দিয়েছে যখন দেশনেত্রী খালেদা জিয়া, দলের মহাসচিব থেকে শুরু করে হাজারো নেতাকর্মী জেলে বন্দি। যখন বিএনপি লক্ষ লক্ষ নেতাকর্মী ঘরবাড়ি ছাড়া, গায়েবি মামলায় জর্জরিত। 

এ সময় গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর মতামতের ভিত্তিতে ঘোষিত ৩১ দফা সবার মধ্যে তুলে ধরতে দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তারেক রহমান। তিনি বলেন, ‘এই ৩১ দফা কী এবং কেন? ৩১ দফার আগের অংশ ২০১৬ সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ভিশন ২০৩০ ঘোষণা করেছিলেন।

পরবর্তী সময়ে দেশের রাজনীতি-পরিস্থিতি বিবেচনায় বিএনপি ২৭ দফা উপস্থাপন করে। আজ থেকে দেড়-দুই বছর আগে ৩১ দফা উপস্থাপন করি। এটি শুধু বিএনপির নয়, আন্দোলন-সংগ্রামে আমাদের সঙ্গে যাঁরা রাজপথে ছিলেন তাঁদেরও চিন্তা-ভাবনার ফল এই ৩১ দফা।’
 
অনেকেই বলেন বিএনপি ৩১ দফা পূরণ করবে তার নিশ্চয়তা কী—উল্লেখ করে এই প্রশ্নের জবাব দেন তারেক রহমান। তিনি বলেন, বিএনপি ৪০ বছরে ধীরে ধীরে একটি আদর্শ তৈরি করেছে। এই দলের প্রতি কোটি কোটি মানুষের আস্থা ও বিশ্বাস আছে, কোটি মানুষ এই দল ও দলের আদর্শকে বিশ্বাস করে। এই দলের লক্ষ্য-উদ্দেশ্য বাস্তবায়ন করতে গিয়ে হাজারো মানুষ শহীদ হয়েছে, হাজারো নেতাকর্মী গুম-খুনের শিকার হয়েছেন, লাখের ওপর সক্রিয় নেতাকর্মী নির্যাতনের স্বীকার হয়েছেন।

এই সংস্কার জিয়াউর রহমানের নেতৃত্বে বাকশাল থেকে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার মধ্য দিয়ে শুরু করেছিল বিএনপি। তিনি বলেন, সত্যিকার অর্থে কোনো দল যদি সংস্কার করবে, করতে চায়, সেই দল হচ্ছে বিএনপি। অন্যায়কারীর সঙ্গে কোনো সম্পর্ক নেই বলে আবারও জোর দেন তারেক রহমান।
 



Leave a comment


Please note, comments must be approved before they are published

View all comments