›ভারত›সাইফের হামলাকারী বাংলাদেশি, বলছে ভারত !
গত বুধবার রাতে মুম্বাইয়ের বান্দ্রায় নিজ বাসভবনে বলিউড অভিনেতা সাইফ আলী খানের ওপর ছুরি দিয়ে হামলা চালানো হয়। এই ঘটনায় সাইফ গুরুতর আহত হন।

তিন দিন পর, মুম্বাই পুলিশ মোহাম্মদ শরিফুল ইসলাম শেহজাদ নামের ৩০ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে, যিনি বাংলাদেশি নাগরিক বলে ধারণা করা হচ্ছে। তার কাছে কোনো ভারতীয় নথি পাওয়া যায়নি। আদালত শেহজাদকে পাঁচ দিনের পুলিশ হেফাজতে পাঠিয়েছে। মুম্বাই পুলিশ জানিয়েছে, সাইফের বাড়িতে চুরি করতে গিয়ে ধরা পড়ে যাওয়ায় শেহজাদ তাকে ছুরিকাঘাত করে। এ ঘটনায় আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
সাইফ আলী খান বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং তার অবস্থা স্থিতিশীল। এই হামলার ঘটনায় বলিউডে উদ্বেগের সৃষ্টি হয়েছে।