0201251735807594appweb-logo.png
Loading...

সিগারেটের দাম বেশি নেয়ায় স্বপ্ন ও মিনা বাজারকে জরিমানা


  • 0112241733050992facebook.png
  • 0112241733051074icon-linkedin.png
  • 0112241733051118icon-twitter.png
  • 0312241733211435icon-instagram.png
  • 0312241733211479icon-youtube.png

নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সিগারেট বিক্রি করায় দেশের রিটেইল চেইনশপ মিনা বাজারকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ভুক্তভোগী একজনের অভিযোগের ভিত্তিতে রোববার (১৯ জানুয়ারি) সকালে ভোক্তা অধিদপ্তরের উপপরিচালক রিনা বেগম শুনানি শেষে মিনা বাজারকে জরিমানা করেন।

 

প্রতীকী ছবি।

এদিন শুনানিতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক রিনা বেগম উভয় পক্ষের বক্তব্য শোনার পাশাপাশি নথি-পত্র যাচাই করেন। এতে অভিযোগ প্রমাণিত হওয়ায় মিনা বাজারকে ২ হাজার টাকা জরিমানার আদেশ দেন তিনি। শুনানির সময় অভিযোগকারী ও মিনা বাজারের একজন প্রতিনিধি ছাড়াও তাদের পক্ষে একজন আইনজীবী উপস্থিত ছিলেন।

সম্প্রতি সুপারশপ ‘স্বপ্ন’র একটি আউটলেটে অভিযান পরিচালনা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ওই অভিযানে ব্রিটিশ-আমেরিকান টোব্যাকো বাংলাদেশের (বিএটি) উৎপাদিত সিগারেট প্যাকেটে মুদ্রিত সর্বোচ্চ খুচরা মূল্যের চেয়ে অনেকটা বেশি দামে বিক্রি হতে দেখা যায়। পরে স্বপ্ন’র ওই আউটলেট কর্তৃপক্ষ বেশি দামে সিগারেট বিক্রির অভিযোগ স্বীকার করায় তাৎক্ষণিক ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

পরবর্তীতে এক শুনানিতে স্বপ্ন ও ব্রিটিশ অ্যামেরিকান টোব্যাকোকে ২৫ হাজার টাকা করে জরিমানা পরিশোধের আদেশ দেয় ভোক্তা অধিদপ্তর। এছাড়া অপর একটি অভিযোগের পরিপ্রেক্ষিতে ভোক্তা অধিকার অধিদপ্তরের উপপরিচালক মো. আবাদুস সালাম (মেট্রো-৪) স্বপ্ন সুপার শপকে ১০ হাজার টাকা জরিমানা করেন।



Leave a comment


Please note, comments must be approved before they are published

View all comments