0201251735807594appweb-logo.png
Loading...

সিলেটে প্রাইভেটকার-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪


  • 0112241733050992facebook.png
  • 0112241733051074icon-linkedin.png
  • 0112241733051118icon-twitter.png
  • 0312241733211435icon-instagram.png
  • 0312241733211479icon-youtube.png


সিলেটের ওসমানীনগরে ট্রাক ও প্রাইভেটকারের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। রোববার (২ ফেব্রুয়ারি) সকাল ৭টা ৫০ মিনিটের দিকে ওসমানীনগর উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। 

বিষয়টি নিশ্চিত করেছেন ওসমাননীগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোনায়েম মিয়া। তিনি জানান, সকাল ৭টা ৫০ মিনিটে ওসমানীনগর উপজেলার উনিশ মাইল এলাকায় ঢাকাগামী ট্রাক ও সিলেটগামী প্রাইভেটকারের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। হাসপাতালে নেয়ার পর আরও দুজনের মৃত্যু হয়। 

নিহতরা হলেন- সায়মা আক্তার ইতি, শামীমা ইয়াসমিন, সোহেল ভূঁইয়া, ও শিশু আয়ান। তারা সবাই প্রাইভেটকারের যাত্রী। প্রাইভেটকার যোগে ঢাকার ডেমরা থেকে সিলেট ঘুরতে যাচ্ছিলেন।  এ ঘটনায় ঘাতক ট্রাককে জব্দ করা হলেও চালক পলাতক বলেও জানান এই কর্মকর্তা।



Leave a comment


Please note, comments must be approved before they are published

View all comments