0201251735807594appweb-logo.png
Loading...

৮৪ কোটি ডলারের আইসিটি পণ্য রপ্তানি করেছে বেসিস


  • 0112241733050992facebook.png
  • 0112241733051074icon-linkedin.png
  • 0112241733051118icon-twitter.png
  • 0312241733211435icon-instagram.png
  • 0312241733211479icon-youtube.png

২০২৩-২৪ অর্থবছরে বিশ্বের ১৩৭টিরও বেশি দেশে ৮৪ কোটি মার্কিন ডলারের আইসিটি পণ্য রপ্তানি করেছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)।

শনিবার (১৮ জানুয়ারি) বেসিস আয়োজিত ‘বাংলাদেশ : দ্য ইমার্জিং আইসিটি পাওয়ার হাউজ’ শীর্ষক সেমিনারে এমন তথ্য জানান সংগঠনটির প্রশাসক ড. মুহম্মদ মেহেদী হাসান। ঢাকার
পূর্বাচলে বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে আয়োজিত এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের পলিসি অ্যাডভাইজার (সমন্বয় এবং সংস্কার) ফয়েজ আহমদ তৈয়্যব, জাইকার বাংলাদেশ প্রধান ইচিগুচি তোমোহিদে, রপ্তানি উন্নয়ন ব্যুরোর মহাপরিচালক বেবী রানী কর্মকার।

সেমিনার সঞ্চালনা করেন বেসিস সহায়ক কমিটির সদস্য ফিদা হক। স্বাগত বক্তব্যে বেসিস প্রশাসক বলেন, দেশের তথ্যপ্রযুক্তি খাতের প্রবৃদ্ধির লক্ষ্যে বেসিস ১৯৯৮ সালে মাত্র ১৮টি সদস্য থেকে শুরু করে আজ ২ হাজার ৬৫০টিরও বেশি সফল সদস্যের জাতীয় বাণিজ্য সংগঠনে রূপান্তরিত হয়েছে।

এ সময় নতুন নতুন উদ্ভাবনকে ত্বরান্বিত করতে, সহযোগিতা বৃদ্ধি এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সব স্টেকহোল্ডারদের সমন্বিত প্রচেষ্টার আহ্বান জানান ফিদা হক। 

সেমিনারে মূল বক্তব্য উপস্থাপন করেন বেসিস সহায়ক কমিটির চেয়ারম্যান রাফেল কবির। তিনি বলেন, বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতের ভবিষ্যৎ সম্ভাবনা বাস্তবায়নে দক্ষ জনশক্তি তৈরি সবচেয়ে গুরুত্বপূর্ণ।



Leave a comment


Please note, comments must be approved before they are published

View all comments