0201251735807594appweb-logo.png
Loading...

কোটি টাকা বিনিয়োগ পেল স্টার্টআপ অ্যাডেফি


  • 0112241733050992facebook.png
  • 0112241733051074icon-linkedin.png
  • 0112241733051118icon-twitter.png
  • 0312241733211435icon-instagram.png
  • 0312241733211479icon-youtube.png

বাংলাদেশি আউট-অফ-হোম (OOH) বিজ্ঞাপন প্রযুক্তি স্টার্টআপ, অ্যাডেফি লিমিটেডে বিনিয়োগ করেছে বাংলাদেশ ভেঞ্চার ক্যাপিটাল লিমিটেড (বিভিসিএল)। সিড রাউন্ডে এক কোটি টাকার এ বিনিয়োগ পেয়েছে চলন্ত গাড়ির মোবাইল বিলবোর্ড সুবিধা চালুকারী স্টার্টআপটি।

বিভিসিএল ড্যাফোডিল পরিবারের একটি অঙ্গ-প্রতিষ্ঠান। অ্যাডেফি লিমিটেডের প্রতিষ্ঠাতা ও এমডি বিনয় বর্মণের হাতে চেকটি তুলে দেন ড্যাফোডিল পরিবারের চেয়ারম্যান সবুর খান । এসময় বিডিজবস ব্যবস্থাপনা পরিচালক ফাহিম মাশরুর, বিভিসিএল ব্যবস্থাপনা পরিচালক শওকত হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

এ ছাড়াও আউটডোর বিজ্ঞাপন প্রচারণা প্রক্রিয়া সহজতর করতে দেশে একটি অ্যাডভান্সড ট্র্যাকিং এবং এনালিটিক্স টুল সমন্বিত আউটডোর মার্কেটপ্লেস চালু করেছে অ্যাডেফি কোম্পানিটির প্ল্যাটফর্ম ব্র্যান্ডগুলোকে টার্গেট অডিয়েন্স এর ডেমোগ্রাফিক, ইন্টারেস্ট এবং লোকেশন অনুযায়ী তাদের অ্যাড প্লেসমেন্ট এর সুবিধা দিচ্ছে।

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, জেন বাংলাদেশ এবং উদ্ভাবন ও উদ্যোক্তা বিভাগ ‘ফাউন্ডার্স ইনসাইট’-এর আয়োজনে অনুষ্ঠিত একটি প্যানেল আলোচনা শেষে গত ১৮ জানুয়ারি বিনিয়োগের চেকটি হস্তান্তর করা হয়।



Leave a comment


Please note, comments must be approved before they are published

View all comments