কারাগারে বন্দী থাকা ৯০ জন ফিলিস্তিনিকে মুক্তি দিয়েছে ইসরায়েল। গতকাল রোববার তাদের মুক্তি দেয়া হয়। যুদ্ধবিরতি কার্যকরের দিন চুক্তির শর্ত মেনে, মুক্তি পাওয়া ফিলিস্তিনিরা সবাই নারী ও শিশু।

ছবি: ইসরায়েলের কারাগারে দীর্ঘ কারাভোগের পর মুক্তি পেয়েছেন খালিদা জাররার।
ইসরায়েলের কারাগার থেকে যাঁরা মুক্তি পেয়েছেন, তাঁদের মধ্যে আছেন খালিদা জাররার। তিনি একাধারে রাজনীতিবিদ ও অধিকৃত পশ্চিম তীরের পপুলার ফ্রন্ট ফর দ্য লিবারেশন অব প্যালেস্টাইনের (পিএফএলপি) নেতা। খালিদা একসময় ফিলিস্তিনি পার্লামেন্টের সদস্য ছিলেন। নির্জন কারাকক্ষে রেখে তাকে নির্যাতন করত ইসরায়েল। মুক্তির পর খালিদা জাররার শীর্ণ চেহারা প্রমাণ করে কতটা বর্বর ইসরায়েল। যারা কিনা আন্তর্জাতিক আইনের কখনোই কোন তোয়াক্কা করে না।